ঘূর্ণিঝড় ইয়াগির আঘাত এবং তার ফলে সৃষ্ট প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে ভিয়েতনামে ৫৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ২৪৭ জন। গতকাল সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াগি ইতিমধ্যেই অনেকটা শক্তি হারিয়েছে। তবে দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকায় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বৃষ্টিপাত না কমলে বন্যা-ভূমিধসের মতো দুর্ঘটনা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। গতকাল দেশটির আবহাওয়া বিভাগের এক পূর্বাভাসে বলা হয়, ল্যাং সন, কাও বাং, ইয়েন বাই এবং থাই এনগিয়েন প্রদেশও বন্যার ঝুঁকিতে রয়েছে।
গত শনিবার দক্ষিণ চীন সাগরের একটি নিম্নচাপ থেকে উদ্ভূত ঘূর্ণিঝড় ইয়াগি প্রথমে আঘাত হানে ফিলিপাইনের লুজন দ্বীপে। সেখানে ১৩ জনের প্রাণ কেড়ে নিয়ে এটি চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কো টু হয়ে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে। কর্মকর্তারা জানিয়েছেন, যেসব এলাকার ওপর দিয়ে ইয়াগি বয়ে গেছে সেসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৯ কিলোমিটার (৯২ মাইল) অতিক্রম করেছিল।
প্রতিকূল আবহাওয়ায় বিদ্যুৎ বিভ্রাটে বিপাকে পড়েছে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় বিভিন্ন কারখানার কর্তৃপক্ষ। এই অঞ্চলটিতে স্যামসাং ও ফক্সকনের মতো বিশ্বব্যাপী সুপরিচিত প্রযুক্তি সংস্থাগুলোর কারখানা রয়েছে।
ঘূর্ণিঝড় ইয়াগির আঘাত এবং তার ফলে সৃষ্ট প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে ভিয়েতনামে ৫৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ২৪৭ জন। গতকাল সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াগি ইতিমধ্যেই অনেকটা শক্তি হারিয়েছে। তবে দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকায় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বৃষ্টিপাত না কমলে বন্যা-ভূমিধসের মতো দুর্ঘটনা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। গতকাল দেশটির আবহাওয়া বিভাগের এক পূর্বাভাসে বলা হয়, ল্যাং সন, কাও বাং, ইয়েন বাই এবং থাই এনগিয়েন প্রদেশও বন্যার ঝুঁকিতে রয়েছে।
গত শনিবার দক্ষিণ চীন সাগরের একটি নিম্নচাপ থেকে উদ্ভূত ঘূর্ণিঝড় ইয়াগি প্রথমে আঘাত হানে ফিলিপাইনের লুজন দ্বীপে। সেখানে ১৩ জনের প্রাণ কেড়ে নিয়ে এটি চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কো টু হয়ে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে। কর্মকর্তারা জানিয়েছেন, যেসব এলাকার ওপর দিয়ে ইয়াগি বয়ে গেছে সেসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৯ কিলোমিটার (৯২ মাইল) অতিক্রম করেছিল।
প্রতিকূল আবহাওয়ায় বিদ্যুৎ বিভ্রাটে বিপাকে পড়েছে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় বিভিন্ন কারখানার কর্তৃপক্ষ। এই অঞ্চলটিতে স্যামসাং ও ফক্সকনের মতো বিশ্বব্যাপী সুপরিচিত প্রযুক্তি সংস্থাগুলোর কারখানা রয়েছে।
নেপালের রাজধানী কাঠমান্ডুর কোটেশ্বরে ভয়াবহ সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আত্মসমর্পণের পরও আন্দোলনকারীরা তাঁদের নৃশংসভাবে হত্যা করেছেন।
১ ঘণ্টা আগেদোহায় ইসরায়েলি হামলায় কোনো ক্ষতি হয়নি হামাস নেতাদের। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগেনেপালে চলমান বিক্ষোভ ও সহিংস পরিস্থিতির মধ্যে সেনাবাহিনী কঠোর অবস্থান নিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়—যদি সহিংস কর্মকাণ্ড, লুটপাট ও অগ্নিসংযোগ অব্যাহত থাকে, তবে রাত ১০টা (স্থানীয় সময়) থেকে সেনাসহ সব নিরাপত্তা সংস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বাধ্য হবে।
২ ঘণ্টা আগেনেপালে চলমান বিক্ষোভে আরও একজন নিহত হয়েছেন। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়াল ২২-এ। এর মধ্যে গতকাল সোমবারের বিক্ষোভেই প্রাণ হারায় অন্তত ১৯ জন।
২ ঘণ্টা আগে