Ajker Patrika

অভিবাসী ও বিদেশি শিক্ষার্থীদের জন্য সীমানা উন্মুক্ত করল অস্ট্রেলিয়া

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৪
অভিবাসী ও বিদেশি শিক্ষার্থীদের জন্য সীমানা উন্মুক্ত করল অস্ট্রেলিয়া

দক্ষ অভিবাসী ও বিদেশি শিক্ষার্থীদের জন্য সীমানা উন্মুক্ত করেছে অস্ট্রেলিয়া। আজ বুধবার থেকে এই সুযোগ দিয়েছে অস্ট্রেলিয়া। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় লকডাউন শুরুর প্রায় দুই বছর পর আবারও নিজেদের দেশে অভিবাসী ও বিদেশি শিক্ষার্থীদের প্রবেশের সুযোগ দিয়েছে অস্ট্রেলিয়া। তবে দেশটিতে ঢুকতে হলে অবশ্যই করোনা টিকার পূর্ণ ডোজ নিতে হবে। 

অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দুই সপ্তাহ আগেই সীমানা উন্মুক্ত করার কথা ছিল। কিন্তু করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার কারণে বিশেষজ্ঞদের পরামর্শে সীমানা উন্মুক্ত করা হয়নি। ওমিক্রনের ব্যাপারে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

অস্ট্রেলিয়ার স্থানীয় একটি রেডিওকে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ‘আমরা করোনার সঙ্গে বসবাস করছি। এই সময়ে এসে আমাদের অর্থনীতিকে আর পেছনে টেনে নিয়ে যেতে চাই না। আমরা সর্বোচ্চ পর্যায়ে টিকাদান শেষ করেছি। এখন আমরা করোনা মোকাবিলা করতে সক্ষম।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত