Ajker Patrika

মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় এক মাসে তিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৩: ৫১
মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় এক মাসে তিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত

মিয়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বাড়িয়েছে ক্ষমতাসীন জান্তা বাহিনী। বিশেষ করে দেশটির অঞ্চলে এক মাসে জান্তা বাহিনীর হামলায় তিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এমনটাই দাবি করেছে জান্তাবিরোধী গোষ্ঠী গণতন্ত্রপন্থী জাতীয় ঐক্যের সরকার (এনইউজি)। 

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এনইউজির মানবাধিকারবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জান্তা বাহিনী মিয়ানমারজুড়ে বিভিন্ন স্থানে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত ২৪৪টি হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ৩০৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ সময় জান্তা বাহিনীর বিমান ও গোলা হামলায় আরও অন্তত ৪১৩ জন আহত হয়েছে। 

জাতীয় ঐক্যের সরকার আরও জানিয়েছে, এই সময়ের মধ্যে মিয়ানমারের সাগাইন, মান্দালয়, কারেনি, রাখাইন ও শানের বিভিন্ন অবস্থানে অন্তত ১১টি গণহত্যা চালিয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে, সবচেয়ে বেশি নিহত হয়েছে চিন, কারেনি, রাখাইন, শান ও সাগাইনে। 

বিদ্রোহী গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি ও আরাকান আর্মি অভিযোগ করেছে, জান্তা বাহিনী বিদ্রোহী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। 

এদিকে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে এনইউজি। কারণ জান্তা বাহিনী মিয়ানমারজুড়েই ব্যাপক হামলা চালাচ্ছে নির্বিচারে। এনইউজি আরও জানিয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত জান্তা বাহিনীর বোমা ও বিমান হামলা এবং অগ্নিসংযোগে কমপক্ষে ৫৬২টি বাড়ি, ৪৪টি ধর্মীয় স্থাপনা, ১০টি স্কুল এবং ৭টি ক্লিনিক ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

রাজশাহীতে যুব ও ছাত্রদলের নেতাসহ ৫৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত