Ajker Patrika

ফিলিপাইনে ফেরিতে আগুন, ১০ জনের মৃত্যু

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৪: ৫০
ফিলিপাইনে ফেরিতে আগুন, ১০ জনের মৃত্যু

ফিলিপাইনে একটি ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন যাত্রী। এ ছাড়া উদ্ধার করা হয় ২৩০ জনকে। স্থানীয় সময় বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশের উপকূলে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ফিলিপাইনের দক্ষিণ মিন্দানাওয়ের কোস্ট গার্ডের প্রধান কমোডর রেজার্ড মারফে জানিয়েছেন, একটি শীতাতপনিয়ন্ত্রিত কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়। ফেরিটিতে ৪৩০ জন যাত্রী বহনের সক্ষমতা রয়েছে।

কোস্ট গার্ড বাহিনীর প্রকাশ করা একটি ছবিতে দেখা গেছে, ‘এমভি লেডি মেরি জয় ৩’ জাহাজটির আগুন নেভাতে পানি স্প্রে করা হচ্ছে এবং যাত্রীদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের তদন্তে সহায়তার পাশাপাশি তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে বলে কোস্ট গার্ড বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, ফিলিপাইনে সাড়ে ৭ হাজারের বেশি দ্বীপ রয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ফেরি ব্যবহার করা হয়। তবে অনেক পুরোনো ফেরির ব্যবহার রয়েছে দেশটিতে। মেয়াদোত্তীর্ণ পুরোনো ফিটনেসবিহীন যানগুলোও নিয়মিত চলাচল করে। ফলে নৌপথে পরিবহন নিরাপত্তার ক্ষেত্রে ফিলিপাইন বেশ ঝুঁকিপূর্ণ।

এর আগে গত মে মাসে দেশটিতে ১৩৪ জনকে বহনকারী একটি হাইস্পিড ফেরিতে আগুন লাগে। ওই অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত