ফিলিপাইনে একটি ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন যাত্রী। এ ছাড়া উদ্ধার করা হয় ২৩০ জনকে। স্থানীয় সময় বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশের উপকূলে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ফিলিপাইনের দক্ষিণ মিন্দানাওয়ের কোস্ট গার্ডের প্রধান কমোডর রেজার্ড মারফে জানিয়েছেন, একটি শীতাতপনিয়ন্ত্রিত কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়। ফেরিটিতে ৪৩০ জন যাত্রী বহনের সক্ষমতা রয়েছে।
কোস্ট গার্ড বাহিনীর প্রকাশ করা একটি ছবিতে দেখা গেছে, ‘এমভি লেডি মেরি জয় ৩’ জাহাজটির আগুন নেভাতে পানি স্প্রে করা হচ্ছে এবং যাত্রীদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডের তদন্তে সহায়তার পাশাপাশি তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে বলে কোস্ট গার্ড বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, ফিলিপাইনে সাড়ে ৭ হাজারের বেশি দ্বীপ রয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ফেরি ব্যবহার করা হয়। তবে অনেক পুরোনো ফেরির ব্যবহার রয়েছে দেশটিতে। মেয়াদোত্তীর্ণ পুরোনো ফিটনেসবিহীন যানগুলোও নিয়মিত চলাচল করে। ফলে নৌপথে পরিবহন নিরাপত্তার ক্ষেত্রে ফিলিপাইন বেশ ঝুঁকিপূর্ণ।
এর আগে গত মে মাসে দেশটিতে ১৩৪ জনকে বহনকারী একটি হাইস্পিড ফেরিতে আগুন লাগে। ওই অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়।
ফিলিপাইনে একটি ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন যাত্রী। এ ছাড়া উদ্ধার করা হয় ২৩০ জনকে। স্থানীয় সময় বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশের উপকূলে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ফিলিপাইনের দক্ষিণ মিন্দানাওয়ের কোস্ট গার্ডের প্রধান কমোডর রেজার্ড মারফে জানিয়েছেন, একটি শীতাতপনিয়ন্ত্রিত কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়। ফেরিটিতে ৪৩০ জন যাত্রী বহনের সক্ষমতা রয়েছে।
কোস্ট গার্ড বাহিনীর প্রকাশ করা একটি ছবিতে দেখা গেছে, ‘এমভি লেডি মেরি জয় ৩’ জাহাজটির আগুন নেভাতে পানি স্প্রে করা হচ্ছে এবং যাত্রীদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হচ্ছে।
এদিকে অগ্নিকাণ্ডের তদন্তে সহায়তার পাশাপাশি তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে বলে কোস্ট গার্ড বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, ফিলিপাইনে সাড়ে ৭ হাজারের বেশি দ্বীপ রয়েছে। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ফেরি ব্যবহার করা হয়। তবে অনেক পুরোনো ফেরির ব্যবহার রয়েছে দেশটিতে। মেয়াদোত্তীর্ণ পুরোনো ফিটনেসবিহীন যানগুলোও নিয়মিত চলাচল করে। ফলে নৌপথে পরিবহন নিরাপত্তার ক্ষেত্রে ফিলিপাইন বেশ ঝুঁকিপূর্ণ।
এর আগে গত মে মাসে দেশটিতে ১৩৪ জনকে বহনকারী একটি হাইস্পিড ফেরিতে আগুন লাগে। ওই অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১০ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৩ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে