Ajker Patrika

দক্ষিণ কোরিয়ায় দৈনিক করোনা শনাক্তে রেকর্ড

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৬: ১৫
দক্ষিণ কোরিয়ায় দৈনিক করোনা শনাক্তে রেকর্ড

বিশ্বজুড়ে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৫৭১ জনের। মহামারি শুরুর পর দেশটিতে এটিই এক দিনে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। 

দ্য কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সির (কেডিসিএ) বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রন দ্রুতগতিতে দেশটিতে ছড়িয়ে পড়ার কারণেই সংক্রমণের এই ঊর্ধ্বগতি। যদিও দেশটিতে সংক্রমণ মোকাবিলায় কঠোর বিধিনিষেধ জারি রয়েছে। 

এর আগে গত ডিসেম্বরের মাঝামাঝিতে দেশটিতে এক দিনে ৭ হাজার ৮৪৮ জন করোনা শনাক্ত হয়েছিলেন। মঙ্গলবারের আগে সেটিই ছিল এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৪৯ হাজার ৯৭৯ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৫৮৮ জন। 

উল্লেখ্য, এরই মধ্যে দেশটির প্রাপ্তবয়স্ক মানুষের ৯৫ শতাংশই টিকার দুই ডোজ নিয়েছেন। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫৮ শতাংশ মানুষ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকার

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

জীবনের শেষ ইচ্ছার কথা ফেসবুকে প্রকাশ, বাস্তবেও ঘটল তাই

সাংবাদিকদের ন্যূনতম বেতন নবম গ্রেডের কাছাকাছি করা হচ্ছে: উপদেষ্টা মাহফুজ

ঘরে ঝুলছিল নারীর লাশ

এলাকার খবর
Loading...