দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হায়ুন দাবি করেছেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনীর পাশে থেকে তাদের হয়ে লড়াই করছে উত্তর কোরিয়ার সেনারাও। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও সুনির্দিষ্ট করে বলেছেন, গত ৩ অক্টোবর দোনেস্কের কাছাকাছি একটি অঞ্চলে ইউক্রেনের মিসাইলের আঘাতে খুব সম্ভবত উত্তর কোরিয়ার অন্তত ছয়জন সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন। ইউক্রেনের গণমাধ্যমগুলোতে এ ধরনের খবরও প্রকাশিত হয়েছে ইতিপূর্বে।
মঙ্গলবার আল-জাজিরা জানিয়েছে, পিয়ংইয়ং এবং মস্কোর মধ্যে সম্পর্ক জোরদারের নতুন ঘোষণা আসার মধ্যেই ইউক্রেনের উত্তর কোরিয়ার সেনা উপস্থিতি নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেছেন, ‘বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে আমরা মনে করি ইউক্রেনে উত্তর কোরিয়ার কর্মকর্তা ও সৈন্যদের হতাহতের ঘটনাটি অত্যন্ত সম্ভাবনাময়।’
ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য উত্তর কোরিয়া আরও সৈন্য পাঠাবে বলেও ধারণা করছে দক্ষিণ কোরিয়া। পররাষ্ট্রমন্ত্রী কিম ইয়ং-হায়ুন উল্লেখ করেছেন—রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে একটি সামরিক জোটের মতো পারস্পরিক চুক্তির কারণে একে অপরের প্রয়োজনে নিয়মিত সৈন্য মোতায়েনের বিষয়টি অত্যন্ত সম্ভাবনাময়।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জুনে একটি ব্যাপক কৌশলগত অংশীদারত্ব গ্রহণ করেছেন। ওই অংশীদারত্বের মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও ছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট দক্ষিণ কোরিয়া দাবি করেছে, পিয়ংইয়ং রাশিয়ার কাছে ইউক্রেনে ব্যবহৃত অস্ত্রের প্রধান সরবরাহকারী হয়ে উঠেছে। তবে দুই দেশই এই ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।
বিশ্লেষকেরা সতর্ক করেছেন, উত্তর কোরিয়ার কামান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎপাদন বেড়ে যাওয়া এবং এগুলোর পরীক্ষা-নিরীক্ষা রাশিয়ায় আরও অস্ত্র চালানের প্রস্তুতি হতে পারে। একদিকে দেশটির অস্ত্র পরীক্ষা এবং অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বড় আকারে সামরিক মহড়া সাম্প্রতিক মাসগুলোতে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়িয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দক্ষিণ কোরিয়াকে শত্রু রাষ্ট্র ঘোষণা করে ১৯৯১ সালে স্বাক্ষরিত একটি আন্ত-কোরিয়ান চুক্তি বাতিল করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর কোরিয়ার প্রতিষ্ঠার পর থেকে মস্কো এবং পিয়ংইয়ং মিত্র ছিল। মস্কো ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে দুই দেশের ঘনিষ্ঠতা আরও বেড়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হায়ুন দাবি করেছেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনীর পাশে থেকে তাদের হয়ে লড়াই করছে উত্তর কোরিয়ার সেনারাও। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও সুনির্দিষ্ট করে বলেছেন, গত ৩ অক্টোবর দোনেস্কের কাছাকাছি একটি অঞ্চলে ইউক্রেনের মিসাইলের আঘাতে খুব সম্ভবত উত্তর কোরিয়ার অন্তত ছয়জন সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন। ইউক্রেনের গণমাধ্যমগুলোতে এ ধরনের খবরও প্রকাশিত হয়েছে ইতিপূর্বে।
মঙ্গলবার আল-জাজিরা জানিয়েছে, পিয়ংইয়ং এবং মস্কোর মধ্যে সম্পর্ক জোরদারের নতুন ঘোষণা আসার মধ্যেই ইউক্রেনের উত্তর কোরিয়ার সেনা উপস্থিতি নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেছেন, ‘বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে আমরা মনে করি ইউক্রেনে উত্তর কোরিয়ার কর্মকর্তা ও সৈন্যদের হতাহতের ঘটনাটি অত্যন্ত সম্ভাবনাময়।’
ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য উত্তর কোরিয়া আরও সৈন্য পাঠাবে বলেও ধারণা করছে দক্ষিণ কোরিয়া। পররাষ্ট্রমন্ত্রী কিম ইয়ং-হায়ুন উল্লেখ করেছেন—রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে একটি সামরিক জোটের মতো পারস্পরিক চুক্তির কারণে একে অপরের প্রয়োজনে নিয়মিত সৈন্য মোতায়েনের বিষয়টি অত্যন্ত সম্ভাবনাময়।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত জুনে একটি ব্যাপক কৌশলগত অংশীদারত্ব গ্রহণ করেছেন। ওই অংশীদারত্বের মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও ছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট দক্ষিণ কোরিয়া দাবি করেছে, পিয়ংইয়ং রাশিয়ার কাছে ইউক্রেনে ব্যবহৃত অস্ত্রের প্রধান সরবরাহকারী হয়ে উঠেছে। তবে দুই দেশই এই ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।
বিশ্লেষকেরা সতর্ক করেছেন, উত্তর কোরিয়ার কামান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎপাদন বেড়ে যাওয়া এবং এগুলোর পরীক্ষা-নিরীক্ষা রাশিয়ায় আরও অস্ত্র চালানের প্রস্তুতি হতে পারে। একদিকে দেশটির অস্ত্র পরীক্ষা এবং অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বড় আকারে সামরিক মহড়া সাম্প্রতিক মাসগুলোতে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়িয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দক্ষিণ কোরিয়াকে শত্রু রাষ্ট্র ঘোষণা করে ১৯৯১ সালে স্বাক্ষরিত একটি আন্ত-কোরিয়ান চুক্তি বাতিল করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর কোরিয়ার প্রতিষ্ঠার পর থেকে মস্কো এবং পিয়ংইয়ং মিত্র ছিল। মস্কো ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে দুই দেশের ঘনিষ্ঠতা আরও বেড়েছে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার পরপরই ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৬৭ উড়োজাহাজ। উড়োজাহাজটি আটলান্টার উদ্দেশে যাচ্ছিল। যদিও স্থানীয় সময় শুক্রবার সকালের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
২ ঘণ্টা আগেনয় বছর বয়সী কারাম আল-ঘুসাইন, তার ছোট্ট হাতে পাত্র নিয়ে যাচ্ছিল পরিবারের জন্য একটুখানি পানি সংগ্রহের আশায়। প্রায় পৌনে দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের কারণে তার বাড়িঘর ধূলিসাৎ। এখন আশ্রয় নিয়েছে স্থানীয় একটি স্কুলে। আর কয়েকটি গলি পেরিয়ে গেলেই কারাম পৌঁছে যেত, পানি সংগ্রহের সেই স্থানে।
২ ঘণ্টা আগেভারতের পুলিশ প্রেমিকাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন প্রেমিক রিজার্ভ পুলিশ ফোর্সের কনস্টেবল। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে গুজরাটের কুচ জেলায় এ ঘটনা ঘটেছে। গতকাল শনিবার, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেচলতি বছরের জুনের শেষ দিকে শুরু হওয়া বর্ষা মৌসুমে পাকিস্তানে অন্তত ২০২ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৯৬ জনই শিশু। গতকাল শনিবার পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এ তথ্য জানিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে