Ajker Patrika

মিয়ানমারে উত্তেজনা: যুদ্ধবিমান থেকে স্কুল ও হাসপাতালে হামলা চালাচ্ছে জান্তা বাহিনী

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১০: ৩৯
Thumbnail image

মিয়ানমারের সাগাইন অঞ্চলের তেজ শহরের স্কুল ও হাসপাতাল লক্ষ্য করে গত বুধবার জান্তা বাহিনীর যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। এতে স্কুল ভবনসহ বেশ কিছু ভবন ধ্বংস হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। গত বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে বার সাই গ্রামের স্কুল ও হাসপাতালে দুবার হামলা হয়। থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

একই দিন রাখাইন রাজ্যের পাকতাও শহর বিদ্রোহীদের কাছ থেকে দখলে নিতে অভিযান জোরদার করে দেশটির জান্তা বাহিনী। গত ১৫ নভেম্বর পাকতাও শহরে যায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এরপর সেখান থেকে যে হামলা চালায় বিদ্রোহীরা, তাতে নড়েচড়ে বসে জান্তা বাহিনী। বিদ্রোহীদের হামলায় পার্শ্ববর্তী দেশ চীনের সঙ্গে বাণিজ্য রুট পর্যন্ত বন্ধ হয়ে যায়। 

উল্লেখ্য, মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে জান্তা বাহিনীর সঙ্গে জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর বিদ্রোহীদের প্রায় এক মাস ধরে লড়াই চলছে। জাতিসংঘ বলেছে, মিয়ানমারে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৩ লাখ ৩৫ হাজার মানুষ। 

একই দিন গত বুধবার মিয়ানমারের সেনাপ্রধান বলেন, চীন সীমান্তবর্তী দেশটির উত্তরাঞ্চলে জান্তা বাহিনীর বিরুদ্ধে সংখ্যালঘু জনগোষ্ঠীর সশস্ত্র বিদ্রোহীদের সাহায্য করছে ‘বিদেশি বিশেষজ্ঞরা’। 

আহত বিদ্রোহীদের গ্রামবাসী আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ তুলে জান্তাপন্থী টেলিগ্রাম চ্যানেলে মিয়ানমারের তেজ শহরের উত্তরাংশে অবস্থিত বার সাই এবং পার্শ্ববর্তী মাই জালি কোনেতে বোমা ফেলার আহ্বান জানানো হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার হামলা চালায় জান্তা বাহিনী। 

স্থানীয় পিপলস ডিফেন্স কমরেডসের এক মুখপাত্র বলেন, যুদ্ধবিমান থেকে হামলা হবে বলে খবর পাওয়ার পরপরই গ্রামবাসী এলাকা ছেড়ে যায়। এর ফলে কোনো প্রাণহানি হয়নি। দ্বিতীয় বোমাটি হাসপাতালের একেবারে পাশে পড়েছে। এতে এটির কাছাকাছি অবস্থিত তিনটি বাসা ধ্বংস হয়ে গেছে। এই মুখপাত্র আরও বলেন, গত ২২ নভেম্বর তেজ শহরে জান্তার ঘাঁটিতে হামলার জেরে বিমান হামলা ও গোলাবর্ষণ করা হয়েছে। এর ফলে ১০ হাজারের বেশি বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। 

বিদ্রোহীরা বলছে, গত বুধবার তারা শহরটির পুলিশ স্টেশন দখলের চেষ্টা করছিল। কিন্তু জান্তা বাহিনীর বিমান হামলার ফলে তারা পিছু হটতে বাধ্য হয়। সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে পার্শ্ববর্তী আরেক শহর থেকে সেনাসদস্যদের আকাশপথে তেজ শহরে আনা হয়। জান্তা বাহিনীর গোলাবর্ষণে এদিন তেজের এক বাসিন্দা নিহত হন। 

 ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ নামে পরিচিত বিদ্রোহীরা মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যে গত অক্টোবরের শেষে ‘অপারেশন ১০২৭’ শুরু করে। ধারণা করা হচ্ছে, গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সু চিকে ২০২১ সালের অভ্যুত্থানে সরিয়ে ক্ষমতায় আসা মিয়ানমারের জান্তা সরকার এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত