দেশজুড়ে ব্যাপক গণবিক্ষোভের মুখে দুই বছর আগে ক্ষমতাচ্যুত হওয়া রাজাপক্ষে পরিবার ফের শ্রীলঙ্কার রাজনীতিতে ফিরে আসছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বৃহত্তম রাজনৈতিক দল শ্রীলঙ্কা পদুজানা পেরুমনার (এসএলপিপি) প্রার্থী হচ্ছেন নামাল রাজাপক্ষে। ৩৮ বছর বয়সী নামাল দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ছেলে। মাহিন্দা একসময় দেশটির প্রেসিডেন্ট ছিলেন।
দীর্ঘ এক যুগের বেশি সময় শ্রীলঙ্কার রাজনীতিতে আধিপত্য করেছে রাজাপক্ষে পরিবার। চলতি শতকের শুরুর দিকে তামিল বিদ্রোহীদের দমনে নেতৃত্ব দেওয়ার সুবাদে শ্রীলঙ্কার রাজনীতিতে এই পরিবারের আধিপত্য তৈরি হয়। ২০১৯ সালের নির্বাচনে এসএলপিপির জয়ের পর প্রেসিডেন্ট হন গোতাবায়া রাজাপক্ষে। প্রধানমন্ত্রী হন তাঁর বড় ভাই মাহিন্দা রাজাপক্ষে। তাঁদের আরও দুই ভাই মন্ত্রিসভায় ছিলেন।
করোনা মহামারির সময় সরকারি তহবিলের অব্যবস্থাপনার জেরে ডলারের মজুত তলানিতে ঠেকে যাওয়ায় নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে খাদ্য, জ্বালানি, ওষুধ আমদানির মতো অর্থও ছিল না দেশটির।
এই সংকটের জন্য এসএলপিপি এবং রাজাপক্ষে পরিবারকে দায়ী করে দেশটির জনগণ সরকার পতনের আন্দোলন শুরু করে। এই অবস্থায় একপর্যায়ে সাধারণ জনগণের চরম বিক্ষোভের মুখে ২০২২ সালের জুলাইয়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান গোতাবায়া। তাঁর আগে পদত্যাগ করেন মাহিন্দা ও তাঁর দুই ভাই।
দেশ থেকে পালানোর আগে রনিল বিক্রমাসিংহেকে নতুন প্রেসিডেন্ট করে যান গোতাবায়া। সরকারের পতন হলেও সংসদ না ভাঙায় এসএলপিপির এমপিরা রনিলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন। ক্ষমতা গ্রহণের পর গোতাবায়া সরকারের সাংবিধানিক মেয়াদের বাকি দুই বছর পূর্ণ করেন রনিল। তাঁর গত দুই বছরের নেতৃত্বে ইতিমধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে শ্রীলঙ্কার অর্থনীতি।
রনিল বিক্রমাসিংহের নিজের রাজনৈতিক দলের নাম ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)। এই দল ছোট এবং তেমন জনপ্রিয় নয়। বর্তমান পার্লামেন্টে এই দলের মাত্র একজন এমপি রয়েছেন, তিনি রনিল। আগামী ২১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন।
দেশজুড়ে ব্যাপক গণবিক্ষোভের মুখে দুই বছর আগে ক্ষমতাচ্যুত হওয়া রাজাপক্ষে পরিবার ফের শ্রীলঙ্কার রাজনীতিতে ফিরে আসছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বৃহত্তম রাজনৈতিক দল শ্রীলঙ্কা পদুজানা পেরুমনার (এসএলপিপি) প্রার্থী হচ্ছেন নামাল রাজাপক্ষে। ৩৮ বছর বয়সী নামাল দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ছেলে। মাহিন্দা একসময় দেশটির প্রেসিডেন্ট ছিলেন।
দীর্ঘ এক যুগের বেশি সময় শ্রীলঙ্কার রাজনীতিতে আধিপত্য করেছে রাজাপক্ষে পরিবার। চলতি শতকের শুরুর দিকে তামিল বিদ্রোহীদের দমনে নেতৃত্ব দেওয়ার সুবাদে শ্রীলঙ্কার রাজনীতিতে এই পরিবারের আধিপত্য তৈরি হয়। ২০১৯ সালের নির্বাচনে এসএলপিপির জয়ের পর প্রেসিডেন্ট হন গোতাবায়া রাজাপক্ষে। প্রধানমন্ত্রী হন তাঁর বড় ভাই মাহিন্দা রাজাপক্ষে। তাঁদের আরও দুই ভাই মন্ত্রিসভায় ছিলেন।
করোনা মহামারির সময় সরকারি তহবিলের অব্যবস্থাপনার জেরে ডলারের মজুত তলানিতে ঠেকে যাওয়ায় নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে খাদ্য, জ্বালানি, ওষুধ আমদানির মতো অর্থও ছিল না দেশটির।
এই সংকটের জন্য এসএলপিপি এবং রাজাপক্ষে পরিবারকে দায়ী করে দেশটির জনগণ সরকার পতনের আন্দোলন শুরু করে। এই অবস্থায় একপর্যায়ে সাধারণ জনগণের চরম বিক্ষোভের মুখে ২০২২ সালের জুলাইয়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান গোতাবায়া। তাঁর আগে পদত্যাগ করেন মাহিন্দা ও তাঁর দুই ভাই।
দেশ থেকে পালানোর আগে রনিল বিক্রমাসিংহেকে নতুন প্রেসিডেন্ট করে যান গোতাবায়া। সরকারের পতন হলেও সংসদ না ভাঙায় এসএলপিপির এমপিরা রনিলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন। ক্ষমতা গ্রহণের পর গোতাবায়া সরকারের সাংবিধানিক মেয়াদের বাকি দুই বছর পূর্ণ করেন রনিল। তাঁর গত দুই বছরের নেতৃত্বে ইতিমধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে শ্রীলঙ্কার অর্থনীতি।
রনিল বিক্রমাসিংহের নিজের রাজনৈতিক দলের নাম ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি)। এই দল ছোট এবং তেমন জনপ্রিয় নয়। বর্তমান পার্লামেন্টে এই দলের মাত্র একজন এমপি রয়েছেন, তিনি রনিল। আগামী ২১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন।
ইউক্রেনের পক্ষে যুদ্ধ জেতা সম্ভব নয়, বরং তাদের এখন শান্তিচুক্তির পথে এগোনো উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ফিল্ড মার্শাল লর্ড রিচার্ডস। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের পডকাস্ট ‘ওয়ার্ল্ড অব ট্রাবল’-এ দেওয়া সাক্ষাৎকারে রিচার্ডস বলেছেন, ইউক্রেনকে লড়াই করতে
৭ ঘণ্টা আগেফ্রান্সের প্যারিসে বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে মাত্র সাত মিনিটে। অবিশ্বাস্য এই অভিযানে চোরেরা ব্যবহার করেছে ‘চেরি পিকার’ (ট্রাকের ওপর বসানো একধরনের হাইড্রোলিক মই) ও ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’।
৮ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন। চলতি বছরের মে মাসে ইসরায়েল আইসিসির কাছে পরোয়ানা বাতিলের আবেদন করেছিল। একই সময়ে আদালতের এখতিয়ার
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে অন্যায়ের শিকার হয়ে টানা ৪৩ বছর কারাভোগের পর অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন সুব্রহ্মণ্যম সুবু বেদাম। কিন্তু মুক্তির আনন্দ উপভোগ করার আগেই নতুন এক সংকটে পড়েছেন তিনি। রোববার (১৯ অক্টোবর) বিবিসি জানিয়েছে, মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) এখন বেদামকে ভারতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
১০ ঘণ্টা আগে