Ajker Patrika

তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫

তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫

তাজিকিস্তানের পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শনিবার সকালে দেশটির রাশত জেলায় ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী দুশানবেতেও কম্পন অনুভূত হয়েছে। কম্পনের উৎস থেকে যার দূরত্ব অন্তত ১৬৫ কিলোমিটার। 

তাজিক জরুরি ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে বহু ঘরবাড়ি ভেঙে গেছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে তাজিকাবাদ জেলার অন্তত তিনটি গ্রাম। নিহতরা সবাই এই গ্রামেরই বাসিন্দা ছিলেন। 

তাজিকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা খোবারের তথ্যমতে, স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

রাশিয়ার সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, তাজিক প্রেসিডেন্ট এমোমালি রাখমোন ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন, যার নেতৃত্ব থাকবেন দেশটির প্রধানমন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত