Ajker Patrika

যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ মে ২০২৫, ১৭: ০৫
যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

যুদ্ধবিরতির খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে আজ সোমবার আলোচনায় বসবেন ভারত ও পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। রাতে এই আলোচনা হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এখন দুপক্ষই কিছুটা স্থির হলেও যুদ্ধে কোন পক্ষ জয়ী হলো—তা নিয়ে চলছে তর্ক-বিতর্ক। দুপক্ষই জয়লাভ করেছে বলে দাবি করছে। ভারতের দাবি—তারা পাকিস্তান বিমানবাহিনীর ১১টি ঘাঁটিতে হামলা চালিয়েছে—এর মধ্যে একটি ছিল রাওয়ালপিন্ডিতে, যা রাজধানী ইসলামাবাদের কাছে। ভারত আরও বলছে, এই সংঘাতে পাকিস্তানের ৩৫ থেকে ৪০ সেনা নিহত হয়েছেন এবং তাদের বিমানবাহিনীর বেশ কয়েকটি উড়োজাহাজ ধ্বংস হয়েছে। পাশাপাশি শতাধিক সন্ত্রাসীকে হত্যার দাবিও করছে ভারতের সেনাবাহিনী।

এদিকে পাকিস্তান দাবি করছে, পাকিস্তানি সেনারা ভারতের ২৬টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। পাশাপাশি নয়াদিল্লির আকাশে টহল দিয়েছে তাদের নজরদারি ড্রোন। যুদ্ধের শুরুর দিনই (৭ মে) ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। তাদের ভাষ্য—এর মধ্যে তিনটি আধুনিক রাফাল জেটও ছিল। যদিও শুরু থেকেই রাফাল ধ্বংস হওয়ার ব্যাপারটি অস্বীকার করে আসছে ভারত। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে ভারতীয় সরকারি কয়েকটি সূত্রে রাফাল ধ্বংসের দাবিটি সত্য বলেই জানিয়েছে।

এ ছাড়া পাকিস্তানের সেনাদের হাতে ভারতীয় সামরিক পাইলটের বন্দী হওয়ার খবরও শোনা গিয়েছিল। শুরুতে পাঁচ পাইলটকে বন্দী করার দাবি করলেও পরে এক পাইলটকে বন্দী করার কথা জানায় পাকিস্তান। ভারতীয় কিছু লক্ষ্যবস্তুতে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে—এটি স্বীকার করলেও পাইলট বন্দীর দাবিটি পুরোপুরি উড়িয়ে দিয়েছে ভারত। ভারতীয় সব পাইলট নিরাপদে ফিরে এসেছেন বলে জানিয়েছে ভারত।

গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনাকে কেন্দ্র করে চরমে ওঠে ভারত-পাকিস্তান উত্তেজনা। পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করে ইসলামাবাদের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে নয়াদিল্লি। যার জেরে ভারতবিরোধী একগাদা পদক্ষেপ নেয় পাকিস্তানও। আরও চড়ে উত্তেজনার পারদ। এরই জেরে গেল ৭ মে যুদ্ধে জড়ায় পরমাণু শক্তিধর দুই দেশ।

৭ মে রাতে পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক স্থানে বিমান হামলা চালায় ভারত। রাতেই নিয়ন্ত্রণরেখা বরাবর বন্দুকযুদ্ধ শুরু হয় দুপক্ষের মধ্যে। চার দিন ধরে ড্রোন যুদ্ধ চলে দুপক্ষে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত