Ajker Patrika

কর্মজীবী নারীদের বাড়ি গিয়ে পুরুষ আত্মীয়দের পাঠাতে বলছে তালেবান 

কর্মজীবী নারীদের বাড়ি গিয়ে পুরুষ আত্মীয়দের পাঠাতে বলছে তালেবান 

আফগানিস্তানে নারী অধিকার নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্ক হাজির হয়েছে। এবার দেশটির অর্থ মন্ত্রণালয়ে কর্মরত নারীদের অনুরোধ করেছে তাঁরা যেন তাদের পরিবর্তে কোনো পুরুষ আত্মীয়কে পাঠান। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পরই বিভিন্ন কর্মক্ষেত্র থেকে নারীদের ঘরে পাঠিয়েছে বলে অভিযোগ রয়েছে। শিক্ষক ও স্বাস্থ্যকর্মী ব্যতীত অন্য খাতের নারী কর্মকর্তা-কর্মীদের পদের অবনমন করে তাদের বেতন অনেকাংশে কমিয়ে দিয়েছে তালেবান সরকার। 

এবার দেশটির অর্থ মন্ত্রণালয়ে কর্মরত নারীদের পরিবর্তে কোনো পুরুষ আত্মীয়কে নিজেদের কর্মক্ষেত্রে পাঠানোর সুপারিশ করতে বলা হয়েছে। সেখানে কর্মরত একাধিক নারী এমন ফোন কল পেয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা গার্ডিয়ান। নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের একজন নারী কর্মকর্তা বলেছেন, ‘অফিসে কাজের চাপ বেড়েছে বলে ফোনে জানানো হয়। এ কারণে তাদের পুরুষ কর্মী প্রয়োজন।’ 

তবে, তালেবান সরকার নারীর মানবাধিকার, শিক্ষাসহ একাধিক মৌলিক অধিকার হরণ করছে বলে অভিযোগ বিভিন্ন দেশ ও উন্নয়ন সংস্থার। এবার সরকারের বিরুদ্ধে কর্মক্ষেত্র থেকে নারীদের সরিয়ে দেওয়ার মতো বিষয়টিও সামনে এল। 

এ প্রসঙ্গে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন ওমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস বলেছেন, ‘এর ফলে আফগানিস্তান তার জিডিপির ৫ শতাংশ হারাতে পারে।’ 

এদিকে, নিজেদের পরিবর্তে পুরুষ আত্মীয়দের পাঠানোর অনুরোধের বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন কর্মরত নারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত