Ajker Patrika

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ৩১ 

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ৩১ 

দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও অন্তত ৪০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের মধ্যাঞ্চলের ময়দান ওয়ারদাক প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে প্রবল বৃষ্টিপাতের কারণে এই বন্যার ঘটনা ঘটেছে। 

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রাহিমি বলেন, গত শুক্রবার থেকে শুরু হওয়া বন্যায় এখন পর্যন্ত ৩১ জন মানুষ প্রাণ হারিয়েছেন। ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের কারণে প্রাণহানি ছাড়াও বাড়িঘর, কৃষি জমি এবং অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

এর আগে, ২০২২ সালের আগস্টের দিকে ১ মাসে আফগানিস্তানে বন্যায় ১৮০ জনের মৃত্যু হয়। এসময় বন্যায় বাস্তুচ্যুত হন অন্তত ৩ হাজার মানুষ। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা বেশ ভোগান্তির মুখে ফেলেছে। বিগত কয়েক বছর ধরেই এমন বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে। বিশেষ করে দেশটির দরিদ্র গ্রামাঞ্চলে ক্ষয়ক্ষতি আরও বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত