Ajker Patrika

২০ বছরে তৈরি আফগান সেনা এক সপ্তাহে শেষ

আজকের পত্রিকা ডেস্ক
২০ বছরে তৈরি আফগান সেনা এক সপ্তাহে শেষ

মার্কিন সেনাবাহিনী বিশ্বের অত্যাধুনিক সেনাবাহিনীর শীর্ষে বলা যায়। আর পেন্টাগনের নেতৃত্বাধীন ন্যাটো আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট। ২০০১ সালের ডিসেম্বরে আফগানিস্তান দখল সম্পন্ন করার পর একটি দক্ষ জাতীয় আফগান নিরাপত্তা বাহিনী (এএনডিএসএফ) গড়ে তুলতে কাজ করেছে তারা। এ অবস্থায় সম্প্রতি কল্পনাতীত দ্রুত সময়ে, বলা যায় এক সপ্তাহে তালেবানের হাতে আফগান সেনার পতন হওয়ার কয়েকটি কারণ  উঠে এসেছে আলজাজিরার এক বিশ্লেষণে।

তথ্যমতে, সেনা বাহিনী, বিমানবাহিনী, পুলিশ এবং বিশেষ সদস্যদের সমন্বয়ে গঠিত এএনডিএসএফের পেছনে গত ২০ বছরে ৭ লাখ কোটি টাকার বেশি অর্থ ব্যয় করেছে যুক্তরাষ্ট্র, যা বাংলাদেশের চলতি অর্থবছরের বাজেটের চেয়ে এক লাখ কোটি টাকার বেশি।

আল-জাজিরার বিশ্লেষণে আফগান নিরাপত্তার বাহিনীর বিস্ময়কর পতনের প্রধান কারণ হিসেবে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্নীতিকে দায়ী করা হয়েছে। এই দুই বিভাগের কর্মকর্তারা বিভিন্ন খাতের বরাদ্দ তছরুপ করতেন এবং অস্ত্র ও খাবার কালো বাজারে বিক্রি করে দিতেন, যা থেকে শেষ পর্যন্ত তালেবানই লাভবান হতো। শীর্ষ কর্মকর্তাদের এ সব কাজ সাধারণ সৈনিকদের মনোবল দুর্বল করেছে। 

দ্বিতীয়ত, সেনাবাহিনীর সদস্যদের মধ্যে আদর্শিক কোনো ঐক্য ছিল না, যা একটি জাতীয় বাহিনীর জন্য আবশ্যক। তৃতীয়ত, অব্যাহত রাজনীতিক হস্তক্ষেপ নিরাপত্তা বাহিনীকে ক্রমশ ভঙ্গুর করে ফেলেছে। চতুর্থত, তালেবানের গ্রাম দিয়ে শহর ঘেরাওয়ের সামরিক কৌশল নিরাপত্তা বাহিনী বুঝে উঠতে পারেনি।

তা ছাড়া শেষ বিচারে আফগান নিরাপত্তা বাহিনী কখনো নির্ভরশীল হয়ে উঠতে পারেনি। তাই বিদেশি সেনা প্রত্যাহার শুরুর পর থেকে ধারাবাহিকভাবে কোণঠাসা হতে শুরু করে আফগান নিরাপত্তা বাহিনী। কাবুলসহ অধিকাংশ শহর বিনা যুদ্ধে চলে যায় তালেবানের হাতে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত