এক ভয়াবহ ঘটনায় ১৬ ফুট দীর্ঘ অজগরের পেটে চলে যান ৫২ বছরের নারী। পরে অজগরের পেট কেটে বের করা হয় সেই নারীর মরদেহ। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার জামবি রাজ্যে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৫২ বছরের ওই নারীর নাম জাহরা। কাজ করতেন একটি রাবার বাগানে। সর্বশেষ কাজে যাওয়ার পর প্রায় এক সপ্তাহ পরও তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না দেখে পুলিশের কাছে অভিযোগ করা হয়। তার একদিন পর, পুলিশের সন্ধানকারী দল একটি অজগরের সন্ধান পায় যেটির পেট আকারে তুলনামূলকভাবে বেশ বড় দেখাচ্ছিল। এই অবস্থায় স্থানীয়রা ধারণা করেন, অজগরটিই জাহরাকে খেয়ে ফেলেছে। এই ধারণার বশবর্তী হয়ে তাঁরা সাপটিকে মেরে ফেলে এবং পেট কেটে জাহরার মরদেহ বের করে।
অবশ্য পেট কেটে বের করার পর প্রথমবারেই জাহরার দেহ শনাক্ত করা যায়নি। পরে তাঁর কাপড় দেখে তাঁকে তাঁর পরিবারের সদস্যরা শনাক্ত করেন। এই বিষয়ে স্থানীয় বেতারা জামবি পুলিশ প্রধান একেপি এস হারেফা বলেন, ‘ওই সাপের পেটে যে নারীর দেহ পাওয়া যায় তা অনেকটাই অক্ষত অবস্থায় ছিল।’
এমন ঘটনা বিরল হলেও এর আগেও এমন একাধিক ঘটনার নজির রয়েছে। এর আগে, ২০১৮ সালে প্রায় ২২ ফুট দীর্ঘ এক অজগর ৫৪ বছরের এক নারীকে আস্ত গিলে ফেলেছিল।
এক ভয়াবহ ঘটনায় ১৬ ফুট দীর্ঘ অজগরের পেটে চলে যান ৫২ বছরের নারী। পরে অজগরের পেট কেটে বের করা হয় সেই নারীর মরদেহ। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার জামবি রাজ্যে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৫২ বছরের ওই নারীর নাম জাহরা। কাজ করতেন একটি রাবার বাগানে। সর্বশেষ কাজে যাওয়ার পর প্রায় এক সপ্তাহ পরও তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না দেখে পুলিশের কাছে অভিযোগ করা হয়। তার একদিন পর, পুলিশের সন্ধানকারী দল একটি অজগরের সন্ধান পায় যেটির পেট আকারে তুলনামূলকভাবে বেশ বড় দেখাচ্ছিল। এই অবস্থায় স্থানীয়রা ধারণা করেন, অজগরটিই জাহরাকে খেয়ে ফেলেছে। এই ধারণার বশবর্তী হয়ে তাঁরা সাপটিকে মেরে ফেলে এবং পেট কেটে জাহরার মরদেহ বের করে।
অবশ্য পেট কেটে বের করার পর প্রথমবারেই জাহরার দেহ শনাক্ত করা যায়নি। পরে তাঁর কাপড় দেখে তাঁকে তাঁর পরিবারের সদস্যরা শনাক্ত করেন। এই বিষয়ে স্থানীয় বেতারা জামবি পুলিশ প্রধান একেপি এস হারেফা বলেন, ‘ওই সাপের পেটে যে নারীর দেহ পাওয়া যায় তা অনেকটাই অক্ষত অবস্থায় ছিল।’
এমন ঘটনা বিরল হলেও এর আগেও এমন একাধিক ঘটনার নজির রয়েছে। এর আগে, ২০১৮ সালে প্রায় ২২ ফুট দীর্ঘ এক অজগর ৫৪ বছরের এক নারীকে আস্ত গিলে ফেলেছিল।
শান্তির বার্তা দিয়ে নির্বাচনী প্রচারণা মাতিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরাক ও আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আর্থিক ও প্রাণের ক্ষয়ক্ষতির কথা বারবার উল্লেখ করে পূর্ববর্তী সরকারগুলোকে খোঁচা দিয়েছেন। ক্ষমতার গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্য স
১৬ মিনিট আগেরাশিয়া-ভারত-চীন (আরআইসি) এর মধ্যে ত্রিপক্ষীয় সংলাপ পশ্চিমা আধিপত্যের ভারসাম্য রক্ষায় একটি ত্রিপক্ষীয় ইউরেশীয় শক্তি তৈরি করার আশা করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মন্তব্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের কয়েক মাস পর এল। লাভরভ বলেছিলেন, এই জোটের কাজ পুনরায় শুরু করা উচিত।
১ ঘণ্টা আগেতিনি ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলেন, ‘পশ্চিমা দেশগুলো যুগের পর যুগ ধরে রাশিয়ার প্রতি অবিশ্বাস ও শত্রুতার মনোভাব পোষণ করে এসেছে। পিটার দা গ্রেটের আমল থেকেই তারা রাশিয়াকে ইউরোপীয় পরিবারে উপযুক্তভাবে স্থান দিতে চায়নি। বরং একে দুর্বল করে রাখার জন্য নানা ষড়যন্ত্র করেছে।’
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ফ্লোরিডার তরুণ উদ্যোক্তা ও আইসক্রিম দোকানের মালিক ছিলেন ২০ বছর বয়সী সাইফোল্লাহ মুসাল্লেত। সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। তাঁর শোকবিহ্বল পরিবারের আশা—এই তরুণ যেন ‘শুধু আরেকটি সংখ্যা’ হয়ে হারিয়ে না যান।
১২ ঘণ্টা আগে