Ajker Patrika

কাবুল বিমানবন্দর পরিচালনা করতে যাচ্ছে কাতার 

কাবুল বিমানবন্দর পরিচালনা করতে যাচ্ছে কাতার 

কাবুল বিমানবন্দরের ক্ষয়ক্ষতি যাচাই করতে আফগানিস্তানে রয়েছে কাতারের একটি টেকনিক্যাল দল। এই দলটি শিগগিরই বিমানবন্দরটি পরিচালনা করবে। আফগানিস্তানের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

গত ৩১ আগস্ট আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। এরপর কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় তালেবান।  আপাতত আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। 

গত ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এতে প্রাণ হারায় ১৭৫ জন। এরপর ফের গত রোববার কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলার ঘটনা ঘটে। এরপর আফগানিস্তানের রাজধানী কাবুলে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। 

আফগানিস্তানের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান চলাচল স্বাভাবিক করার জন্য কাতারের সাহায্য চেয়ে তালেবান।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত