Ajker Patrika

আফগান নারীদের ঘরে থাকার নির্দেশ তালেবানের 

আফগান নারীদের ঘরে থাকার নির্দেশ তালেবানের 

আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান দেশটির সরকারি কর্মজীবী নারীদের আপাতত ঘরে থাকার নির্দেশ দিয়েছে। তালেবানের একজন মুখপাত্র গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এমনটি জানিয়েছেন। 

এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র যাবিহুল্লাহ মুজাহিদ বলেন, কীভাবে নারীদের সঙ্গে আচরণ করবে তা নিয়ে আমাদের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়নি। অনেকে জানে না নারীদের সঙ্গে কীভাবে কথা বলতে হবে। পুরোপুরি নিরাপত্তা স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমরা নারীদের ঘরে থাকার জন্য বলব। 

তালেবানের এই মুখপাত্র আরও বলেন, নারীদের কর্মস্থলে যোগদানে স্থায়ীভাবে বাধা দেওয়া হবে না। তাঁরা যাতে কাজে ফিরতে পারেন, সেই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। 

 ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনামলে শরিয়া আইন কঠোরভাবে মেনে চলত তালেবান। তবে এবার আফগান ক্ষমতা দখলের পর তালেবানের পক্ষ থেকে বলা হয়, নারীদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা হবে। হিজাব পরে শিক্ষা ও কাজের সুযোগ থাকবে তাঁদের। 

এদিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনী কাবুল থেকে এ পর্যন্ত ৫৮ হাজার ৭০০ জনকে সরিয়ে নিয়েছে। এ প্রসঙ্গে তালেবানের যাবিহুল্লাহ মুজাহিদ  বলেন, লোকজনকে পুরোপুরি সরিয়ে নেওয়ার সময়সীমা আগামী ৩১ আগস্টের পর আর বৃদ্ধি করা হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত