Ajker Patrika

আফগান নাগরিকদের বিমানবন্দরে যেতে বাধা দিচ্ছে তালেবান

অনলাইন ডেস্ক
আফগান নাগরিকদের বিমানবন্দরে যেতে বাধা দিচ্ছে তালেবান

দীর্ঘ ২০ বছর পর আশরাফ গনির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে তালেবান। তালেবানের ক্ষমতা দখলের খবরে আফগান নাগরিকদের একটি অংশ দেশ ছাড়তে কাবুল বিমানবন্দরে ভিড় করে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা যায়, যে যেভাবে পারছেন বিমানে চড়ছেন। এমনকি চলন্ত বিমান থেকে দুজনকে নিচে পড়তেও দেখা যায়। এবার আফগান নাগরিকদের কাবুল বিমানবন্দরে যাওয়া ঠেকাতে চেকপোস্টগুলোতে বাধা দিচ্ছে তালেবান। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরটি এখনো যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে সাড়ে চার হাজার মার্কিন সেনা সক্রিয় রয়েছে। কিন্তু কাবুলের সকল রাস্তাগুলো নিয়ন্ত্রণ করছে তালেবান। তাঁরা রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে বসানো চেকপোস্টে আফগান নাগরিদের তল্লাশি করে করে বিমানবন্দরে যেতে বাধা দিচ্ছে। 

বিশেষ করে যাদের বিমানে চড়ার কাগজপত্র নেই তাঁদের বাধা দেওয়া হচ্ছে। তবে যথাযথ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেকেই বিমানবন্দরে যেতে বাধাপ্রাপ্ত হচ্ছেন বলে অভিযোগ আছে। এমন পরিস্থিতিতে তালেবানের চোখ ফাঁকি দিয়ে বিমানবন্দরে পৌঁছাতে আফগান নাগরিকদের অনেক বেগ পেতে হচ্ছে। 

তালেবান সদস্যদের বাধা পার হওয়ার চেষ্টা করা এক ব্যক্তি বলেন, “এটি পুরোপুরি একটি বিপর্যয়। তালেবানরা শূন্যে গুলি ছুড়ছে, লোকজনকে ধাক্কা দিয়ে, একে-৪৭ রাইফেল দিয়ে পেটাচ্ছে। 

এদিকে আফগানিস্তানে থাকা সব মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত সেনারা সেখানে থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই আফগানিস্তান দখলে নিতে শুরু করে তালেবান। অবশেষে গত ১৫ আগস্ট ক্ষমতা দখলে নেয় সশস্ত্র গোষ্ঠীটি।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত