Ajker Patrika

জাপানে রান্না পছন্দ না হওয়ায় স্ত্রীকে পিটিয়ে শ্রীঘরে স্বামী

ভিডিও
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জাপানের খাবার পছন্দ না হওয়ায় স্ত্রীকে পেটানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জাপান টুডে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি জাপানের হোক্কাইদোর ওবিহিরো শহরের বাসিন্দা। ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি একটি প্রতিষ্ঠানের নির্বাহী হিসেবে কর্মরত এবং তাঁর স্ত্রীও পঞ্চাশোর্ধ্ব।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে বাড়ি ফেরেন স্বামী। স্ত্রী খাবার নিয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু খাবার মুখে দিয়েই খেপে যান স্বামী। এ নিয়ে প্রথমে স্ত্রীর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে স্ত্রীর মুখে ও কপালে ঘুষি মারেন তিনি।

পরে ওই ব্যক্তি নিজেই জরুরি নম্বরে ফোনকল করে অ্যাম্বুলেন্স ডাকেন। পুলিশের তথ্যমতে, জরুরি নম্বরে ফোনকল করে ওই ব্যক্তি বলেন, ‘স্ত্রীর সঙ্গে আমার ঝগড়া হয়েছে। মনে হচ্ছে আমাদের একটা অ্যাম্বুলেন্স লাগবে।’ এরপর পুলিশ স্টেশনেও ফোনকল করেন ওই ব্যক্তি নিজেই। ফোনকল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে এবং অভিযুক্তকে ধরে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রাতের খাবার পছন্দ না হওয়ায় স্ত্রীকে আঘাত করেছেন বলে স্বীকার করেছেন। তিনি মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশ জানায়, পারিবারিক সহিংসতার এ ধরনের ঘটনা জাপানে উদ্বেগজনক হারে বাড়ছে। এসব অপরাধ কঠোরভাবে দমন করার চেষ্টা চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, স্থানীয় প্রশাসন ও সমাজকল্যাণ বিভাগ ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং আইনি পদক্ষেপ আরও কঠোর করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় নেই, দ্রুত নিকটবর্তী হাসপাতালে তামিম

উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ৪৭ ব্রিটিশ এমপিকে ‘সন্দেহজনক’ ই-মেইল

অপহরণ করে মুক্তিপণ আদায়, পালানোকালে আটক ৫ পুলিশ সদস্য

১৭ বছরে ভোটার চান ড. ইউনূস, এনসিপির প্রস্তাব ১৬ বছর: যা বলছেন বিশেষজ্ঞরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত