আফগানিস্তানে ২০২১ সালে মার্কিন মদদপুষ্ট হামিদ কারজাই সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে তালেবান সরকার। আন্তর্জাতিক ঐকমত্যের সঙ্গে সংহতি প্রকাশ করে ভারত এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।
তবে এতদিন পর আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন ভারত সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এই প্রথম এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হলো। সেই সঙ্গে আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও বৈঠক করেছেন এই ভারতীয় কর্মকর্তা।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন আজ শনিবার এক প্রতিবেদনে দ্য ওয়্যারের বরাতে এ তথ্য জানায়।
শুক্রবার প্রকাশিত দ্য ওয়্যারের প্রতিবেদনে জানানো হয়, গত ৫ নভেম্বর কাবুলে তালেবানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মৌলভি মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানিস্তান, পাকিস্তান ও ইরান বিষয়ক যুগ্ম সচিব জে পি সিংয়ের মধ্যে বৈঠক হয়েছে।
এ ছাড়া জে পি সিং তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও বৈঠক করেন।
এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো কাবুল সফর করলেন জে পি সিং।
দ্য ওয়্যারের প্রতিবেদনে আরও জানা যায়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বিশেষ করে মানবিক সহযোগিতা এবং আফগানিস্তান ও ভারতের মধ্যে যোগাযোগ জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দুই পক্ষ।
২০২৩ সালের মে মাসে দ্য ওয়্যারই প্রথম প্রকাশ করে, ভারতে তৎকালীন ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রদূতকে সরিয়ে কূটনীতিক কাদির শাহকে শার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব দেওয়ার চেষ্টা করেছিল তালেবান সরকার।
গত বছর আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজাই ও বেশির ভাগ আফগান কূটনীতিকের ভারত ত্যাগের পর সেখানে থাকা শিক্ষার্থীসহ আফগান সম্প্রদায় অনিশ্চিত অবস্থায় পড়ে।
আফগানিস্তানে ২০২১ সালে মার্কিন মদদপুষ্ট হামিদ কারজাই সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে তালেবান সরকার। আন্তর্জাতিক ঐকমত্যের সঙ্গে সংহতি প্রকাশ করে ভারত এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।
তবে এতদিন পর আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন ভারত সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এই প্রথম এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হলো। সেই সঙ্গে আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও বৈঠক করেছেন এই ভারতীয় কর্মকর্তা।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন আজ শনিবার এক প্রতিবেদনে দ্য ওয়্যারের বরাতে এ তথ্য জানায়।
শুক্রবার প্রকাশিত দ্য ওয়্যারের প্রতিবেদনে জানানো হয়, গত ৫ নভেম্বর কাবুলে তালেবানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মৌলভি মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানিস্তান, পাকিস্তান ও ইরান বিষয়ক যুগ্ম সচিব জে পি সিংয়ের মধ্যে বৈঠক হয়েছে।
এ ছাড়া জে পি সিং তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও বৈঠক করেন।
এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো কাবুল সফর করলেন জে পি সিং।
দ্য ওয়্যারের প্রতিবেদনে আরও জানা যায়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বিশেষ করে মানবিক সহযোগিতা এবং আফগানিস্তান ও ভারতের মধ্যে যোগাযোগ জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দুই পক্ষ।
২০২৩ সালের মে মাসে দ্য ওয়্যারই প্রথম প্রকাশ করে, ভারতে তৎকালীন ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রদূতকে সরিয়ে কূটনীতিক কাদির শাহকে শার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব দেওয়ার চেষ্টা করেছিল তালেবান সরকার।
গত বছর আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজাই ও বেশির ভাগ আফগান কূটনীতিকের ভারত ত্যাগের পর সেখানে থাকা শিক্ষার্থীসহ আফগান সম্প্রদায় অনিশ্চিত অবস্থায় পড়ে।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১০ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৩ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে