পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবির সাবেক স্বামী খাওবার ফরিদ মানেকাকে গ্রেপ্তার করেছে পাঞ্জাবের দুর্নীতি বিরোধী ফোর্স (এসিই)। আজ সোমবার তাঁকে লাহোর থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পাকিস্তানের ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এসিই পরিচালক সোহেল জাফর ছাথা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঞ্জাব প্রদেশের ওকারা জেলা প্রশাসকের দায়ের করা একটি রেফারেন্সের ভিত্তিতে মানেকার বিরুদ্ধে তদন্ত চরছে।
ছাথা আরও জানান, ওকারা জেলা প্রশাসকের রেফারেন্সে উল্লেখ আছে—মানেকা গোরস্থানের জন্য নির্ধারিত একটি স্থানে অবৈধভাবে একটি কমিউনিটি সেন্টার ও ২৬টি দোকান নির্মাণ করেছেন।
মানেকার বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন ধরেই পির ইসলাম গোরস্থানের জমি দখল করে রেখেছিলেন তিনি। গ্রেপ্তারের আগে তিনি পাকিস্তান থেকে পালিয়ে আরব আমিরাতে চলে যেতে চাইছিলেন।
এসিই পরিচালক বলেন, ‘দুর্নীতি বিরোধী কর্মকর্তারা তাঁর পালিয়ে যাওয়ার পরিকল্পনা বানচাল করে দিয়েছে এবং গ্রেপ্তার করেছে।’
এসিই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র জানিয়েছেন, মানেকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল গত ১৪ সেপ্টেম্বর। সরকারি জমিতে দোকান নির্মাণ করে এসবের মাধ্যমে তিনি ২০০ কোটিরও বেশি পাকিস্তানি মুদ্রা হাতিয়ে নিয়েছেন।
উল্লেখ্য, মানেকার সঙ্গে বুশরা বিবি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ১৯৮৯ সালে। ২০১৭ সালে তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়। পরের বছর বুশরা বিবিকে বিয়ে করেন ইমরান খান।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবির সাবেক স্বামী খাওবার ফরিদ মানেকাকে গ্রেপ্তার করেছে পাঞ্জাবের দুর্নীতি বিরোধী ফোর্স (এসিই)। আজ সোমবার তাঁকে লাহোর থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পাকিস্তানের ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এসিই পরিচালক সোহেল জাফর ছাথা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঞ্জাব প্রদেশের ওকারা জেলা প্রশাসকের দায়ের করা একটি রেফারেন্সের ভিত্তিতে মানেকার বিরুদ্ধে তদন্ত চরছে।
ছাথা আরও জানান, ওকারা জেলা প্রশাসকের রেফারেন্সে উল্লেখ আছে—মানেকা গোরস্থানের জন্য নির্ধারিত একটি স্থানে অবৈধভাবে একটি কমিউনিটি সেন্টার ও ২৬টি দোকান নির্মাণ করেছেন।
মানেকার বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন ধরেই পির ইসলাম গোরস্থানের জমি দখল করে রেখেছিলেন তিনি। গ্রেপ্তারের আগে তিনি পাকিস্তান থেকে পালিয়ে আরব আমিরাতে চলে যেতে চাইছিলেন।
এসিই পরিচালক বলেন, ‘দুর্নীতি বিরোধী কর্মকর্তারা তাঁর পালিয়ে যাওয়ার পরিকল্পনা বানচাল করে দিয়েছে এবং গ্রেপ্তার করেছে।’
এসিই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র জানিয়েছেন, মানেকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল গত ১৪ সেপ্টেম্বর। সরকারি জমিতে দোকান নির্মাণ করে এসবের মাধ্যমে তিনি ২০০ কোটিরও বেশি পাকিস্তানি মুদ্রা হাতিয়ে নিয়েছেন।
উল্লেখ্য, মানেকার সঙ্গে বুশরা বিবি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ১৯৮৯ সালে। ২০১৭ সালে তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়। পরের বছর বুশরা বিবিকে বিয়ে করেন ইমরান খান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে ভারত। এই বিষয়ে ভারত সরকারের সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন। একজন কর্মকর্তা বলেছেন, ‘এগুলো দীর্ঘমেয়াদি তেল চুক্তি। রাশিয়া থেকে রাতারাতি তেল কেনা বন্ধ করা এত সহজ নয়।’
২ ঘণ্টা আগে১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ব্রিটিশ পণ্য বর্জন করে স্বদেশি পণ্য ব্যবহারের ডাক দিয়েছিল ভারতীয়রা। এই ঘটনার প্রায় ১২০ বছর পর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেন আবার এক স্বদেশি আন্দোলনের ডাক দিলেন! তবে এবার বিদেশি পণ্য বর্জন নয়, স্বদেশি পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
৩ ঘণ্টা আগেভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি ও জেডিএসের (ভারতীয় জনতা দল-সেক্যুলার) বহিষ্কৃত নেতা প্রজ্বল রেভান্নাকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বেঙ্গালুরুর বিশেষ আদালত। একই সঙ্গে আদালত তাঁকে ১০ লাখ রুপি জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছেন। আজ শনিবার বিচারক সন্তোষ গজানম ভাট এই রায় ঘোষণা
৪ ঘণ্টা আগেভারতের পরিবেশগত ভবিষ্যৎ নিয়ে এক অভূতপূর্ব সতর্কবার্তা শোনা গেল দেশের সর্বোচ্চ আদালতের মুখে। হিমাচল প্রদেশের প্রকৃতিবিধ্বংসী উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের পরিণতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ রীতিমতো মন্তব্য করে জানান, এই
৬ ঘণ্টা আগে