Ajker Patrika

ইমরান খানের স্ত্রী বুশরা বিবির সাবেক স্বামী মানেকা গ্রেপ্তার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২০: ২৩
ইমরান খানের স্ত্রী বুশরা বিবির সাবেক স্বামী মানেকা গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবির সাবেক স্বামী খাওবার ফরিদ মানেকাকে গ্রেপ্তার করেছে পাঞ্জাবের দুর্নীতি বিরোধী ফোর্স (এসিই)। আজ সোমবার তাঁকে লাহোর থেকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে পাকিস্তানের ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এসিই পরিচালক সোহেল জাফর ছাথা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঞ্জাব প্রদেশের ওকারা জেলা প্রশাসকের দায়ের করা একটি রেফারেন্সের ভিত্তিতে মানেকার বিরুদ্ধে তদন্ত চরছে। 

ছাথা আরও জানান, ওকারা জেলা প্রশাসকের রেফারেন্সে উল্লেখ আছে—মানেকা গোরস্থানের জন্য নির্ধারিত একটি স্থানে অবৈধভাবে একটি কমিউনিটি সেন্টার ও ২৬টি দোকান নির্মাণ করেছেন। 

মানেকার বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন ধরেই পির ইসলাম গোরস্থানের জমি দখল করে রেখেছিলেন তিনি। গ্রেপ্তারের আগে তিনি পাকিস্তান থেকে পালিয়ে আরব আমিরাতে চলে যেতে চাইছিলেন। 

এসিই পরিচালক বলেন, ‘দুর্নীতি বিরোধী কর্মকর্তারা তাঁর পালিয়ে যাওয়ার পরিকল্পনা বানচাল করে দিয়েছে এবং গ্রেপ্তার করেছে।’ 

এসিই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র জানিয়েছেন, মানেকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল গত ১৪ সেপ্টেম্বর। সরকারি জমিতে দোকান নির্মাণ করে এসবের মাধ্যমে তিনি ২০০ কোটিরও বেশি পাকিস্তানি মুদ্রা হাতিয়ে নিয়েছেন। 

উল্লেখ্য, মানেকার সঙ্গে বুশরা বিবি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ১৯৮৯ সালে। ২০১৭ সালে তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়। পরের বছর বুশরা বিবিকে বিয়ে করেন ইমরান খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত