Ajker Patrika

ধ্বংসস্তূপে দুই দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার শিশু

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৫: ৪৩
ধ্বংসস্তূপে দুই দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার শিশু

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ছয় বছরের এক শিশুকে। ধ্বংসস্তূপের নিচে দুই দিন আটকে থাকার পর শিশুটিকে উদ্ধার করেন দমকল বিভাগের কর্মীরা।

আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, শিশুটির নাম আজকা মাওলানা মালিক। একটি ম্যাট্রেসের কারণে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে সে। বুধবার (২৩ নভেম্বর) সিয়াঞ্জুর শহরের একটি বাড়ির ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে আজকাকে। ভূমিকম্পে আজকার মা ও দাদি মারা গেছেন। দাদির মরদেহের পাশ থেকেই তাকে উদ্ধার করা হয়। 

স্থানীয় দমকল বিভাগের অনলাইনে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, উদ্ধারের সময় শিশুটি বেশ শান্ত ছিল। তাকে বেশ নিরাপদেই বের করে আনা সম্ভব হয়। উদ্ধারের পর আজকাকে একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

ধ্বংসস্তূপের নিচে দুই দিন আটকে থাকার পর শিশুটিকে উদ্ধার করা হয়সালমান আলফারিসি নামে শিশুটির এক আত্মীয় বলেন, ‘আজকা এখন ভালো আছে, ও আহত নয়। ডাক্তার বলেছেন, ক্ষুধার্ত থাকার কারণেই সে দুর্বল হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘সে এখন বাড়ি যেতে চাইছে। ঘুমের মধ্যে বারবার মাকে খুঁজছে আজকা।’

গত সোমবার ইন্দোনেশিয়ার স্থানীয় সময় দুপুরে পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ হতাহত হয়। ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২৭১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পে ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। এ ছাড়া নিখোঁজ রয়েছে দেড় শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত