Ajker Patrika

নারীদের মিছিলে তালেবানের পিপার স্প্রে  

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২১: ১২
নারীদের মিছিলে তালেবানের পিপার স্প্রে  

আফগানিস্তানে নারীদের শিক্ষা ও কাজের অধিকার ফিরে পাওয়ার জন্য করা মিছিলে পিপার স্প্রে প্রয়োগ করেছে তালেবান বাহিনী। তিনজন আন্দোলনকারীর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর নারীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করছে।  

 বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০ জন নারী কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে সমতা এবং ন্যায়বিচার বলে স্লোগান দিতে থাকেন। পরে তালেবান বাহিনী এসে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেয়।  

নাম প্রকাশে অনিচ্ছুক একজন আন্দোলনকারী বলেন, ‘আমরা যখন কাবুল ইউনিভার্সিটির কাছে ছিলাম তখন তিনটি তালেবান গাড়ি আসে । একটি গাড়ি থেকে আমাদের ওপর পিপার স্প্রে প্রয়োগ করে। পিপার স্প্রে প্রয়োগের পর আমার চোখ জ্বলা শুরু করে। তখন আমি তাদের একজনকে বলেছি, আপনাদের লজ্জা হওয়া উচিত।’ 

আন্দোলনে অংশ নেওয়া আরও দুজন আন্দোলনকারী বলেন, আন্দোলনে অংশ নেওয়া এক নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে।  

এএফপির প্রতিনিধি জানান, এই ঘটনার দৃশ্য রেকর্ড করার সময় একজনের মোবাইল ছিনিয়ে নিয়ে যায় তালেবান বাহিনী। 

তালেবান ক্ষমতায় আসার পর সরকারি চাকরিতে নারীদের ফিরতে দেওয়া হয়নি। এখনো আফগানিস্তানে অনেক প্রাথমিক স্কুলে নারীদের যাওয়া নিষিদ্ধ রয়েছে। পাশাপাশি তাদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের দরজাও বন্ধ করেছে তালেবান।  

 এ ছাড়া নিকটাত্মীয় ছাড়া নারীদের দীর্ঘ পথ ভ্রমণও নিষিদ্ধ করেছে তালেবান সরকার। আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে নারী অভিনেতাদের অভিনীত সিরিয়াল সম্প্রচারও নিষেধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন লুব্রিকেন্টস: ১৬ দিনে শেয়ারদর বেড়েছে ৯৩ শতাংশ, কারসাজি সন্দেহে তদন্তের নির্দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত