নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে কথা বলতে চায় তালেবান। সেখানে বক্তব্য দেওয়ার আগ্রহের কথা জানিয়েছে তারা।
তালেবানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘে দেওয়া এক চিঠিতে এই আগ্রহের কথা জানিয়েছেন। বিষয়টি জাতিসংঘের একটি কমিটি বিবেচনা করবে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এদিকে তালেবান তাদের দোহাভিত্তিক মুখপাত্র সুহেল শাহীনকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে।
গত মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলকারী গোষ্ঠীটি বলেছে, ক্ষমতাচ্যুত সরকারের দূত এখন আর প্রতিনিধিত্ব করছেন না।
তালেবানের আহ্বানের বিষয়ে জাতিসংঘের মুখপাত্র বলেছেন, উচ্চপর্যায়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান একটি কমিটি বিবেচনা করছে, যে কমিটির ৯ সদস্যের মধ্যে আছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া।
তবে আগামী সোমবার অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তাদের কথা বলার সম্ভাবনা নেই। ততক্ষণ পর্যন্ত জাতিসংঘে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে থাকবেন গোলাম ইসাকজাই। তিনি গণি সরকারের সময় থেকে জাতিসংঘের আফগানিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।
গোলাম ইসাকজাই আগামী ২৭ সেপ্টেম্বর সভার শেষ দিন বক্তব্য দেবেন বলে আশা করা যাচ্ছে। তবে তালেবান বলছে, তিনি এখন আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন না।
এদিকে মঙ্গলবার জাতিসংঘের বৈঠকে কাতার বিশ্বনেতাদের তালেবানের সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়েছেন।
কাতারের শাসক শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, বয়কট করলে কেবল মেরুকরণ ও প্রতিক্রিয়া তৈরি করবে। আলোচনা করলে তা ফলপ্রসূ হতে পারে।
এর আগে কাতার তালেবান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার আয়োজন করেছিল।
নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে কথা বলতে চায় তালেবান। সেখানে বক্তব্য দেওয়ার আগ্রহের কথা জানিয়েছে তারা।
তালেবানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘে দেওয়া এক চিঠিতে এই আগ্রহের কথা জানিয়েছেন। বিষয়টি জাতিসংঘের একটি কমিটি বিবেচনা করবে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এদিকে তালেবান তাদের দোহাভিত্তিক মুখপাত্র সুহেল শাহীনকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে।
গত মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলকারী গোষ্ঠীটি বলেছে, ক্ষমতাচ্যুত সরকারের দূত এখন আর প্রতিনিধিত্ব করছেন না।
তালেবানের আহ্বানের বিষয়ে জাতিসংঘের মুখপাত্র বলেছেন, উচ্চপর্যায়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান একটি কমিটি বিবেচনা করছে, যে কমিটির ৯ সদস্যের মধ্যে আছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া।
তবে আগামী সোমবার অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তাদের কথা বলার সম্ভাবনা নেই। ততক্ষণ পর্যন্ত জাতিসংঘে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে থাকবেন গোলাম ইসাকজাই। তিনি গণি সরকারের সময় থেকে জাতিসংঘের আফগানিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।
গোলাম ইসাকজাই আগামী ২৭ সেপ্টেম্বর সভার শেষ দিন বক্তব্য দেবেন বলে আশা করা যাচ্ছে। তবে তালেবান বলছে, তিনি এখন আর আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন না।
এদিকে মঙ্গলবার জাতিসংঘের বৈঠকে কাতার বিশ্বনেতাদের তালেবানের সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়েছেন।
কাতারের শাসক শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, বয়কট করলে কেবল মেরুকরণ ও প্রতিক্রিয়া তৈরি করবে। আলোচনা করলে তা ফলপ্রসূ হতে পারে।
এর আগে কাতার তালেবান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার আয়োজন করেছিল।
এটাই সফলভাবে জন্ম নেওয়া কোনো শিশুর সবচেয়ে বেশি সময় ধরে হিমায়িত ভ্রূণ হিসেবে থাকার রেকর্ড। এর আগে ১৯৯২ সালে হিমায়িত হওয়া একটি ভ্রূণ থেকে ২০২২ সালে জন্ম নেওয়া যমজ শিশুরাই ছিল এই রেকর্ডের ধারক।
১০ ঘণ্টা আগেমৃত্যুর সময় আদেলের শরীর ছিল শীর্ণ, পেট ছিল ভেতরের দিকে ঢোকানো, হাড়গুলো বেরিয়ে এসেছিল আর মুখ ছিল ফ্যাকাশে। তাঁর এই দুর্বল দেহ গাজার ফিলিস্তিনিদের ওপর চলা ক্ষুধার যুদ্ধের এক করুণ সাক্ষী। ইসরায়েলের অবিরাম হামলার কারণে সেখানে হাসপাতালগুলোতে চিকিৎসা ও মানবিক সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগেসম্প্রতি দেশটির সরকার ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দেওয়ায় আশাবাদী হচ্ছেন ভ্রমণপ্রেমীরা। তবে গত এপ্রিলে নতুন নিয়মের ঘোষণা এলেও এখনো এটি বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
১২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় বড়দিন উদ্যাপিত হয় বছরে দুবার। একবার ডিসেম্বরের প্রচলিত দিনে, আরও একবার দেশটির শীতের মাস জুলাইয়ে। ‘ক্রিসমাস ইন জুলাই’ এখন শুধু একটি ট্রেন্ড নয়, এটি অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় ঐতিহ্যে পরিণত হয়েছে।
১৩ ঘণ্টা আগে