মালয়েশিয়াকে মদিনা রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম বলেছেন, দেশের উন্নতি হতে হবে ইসলামি বিশ্বাস মূল্যবোধের ওপর ভিত্তি করে। আজ রোববার রাতে মালয়েশিয়ার সেলাঙ্গরে তুরাস ইসলামি ফেস্টিভ্যালে অংশ নিয়ে ‘দারুল ইহসান বেরেসেলাওয়াত’ প্রোগ্রামে এ কথা বলেন তিনি।
আনওয়ার ইব্রাহিম বলেন, ‘কেবল বিভিন্ন আবিষ্কার নয়, দেশের উন্নয়ন অর্জন করতে হবে ইসলামি বিশ্বাস, মূল্যবোধ ও নৈতিকতার শক্তিতে।’ তিনি বলেন, ‘আমাদের ওপর অর্পিত দায়িত্ব অনুসারে, আসুন আমরা আল-আমাল লিল্লাহি তালা বা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি এবং এর আন্তরিকতা বৃদ্ধি করে বাঁচি এবং একই সঙ্গে এই চেতনাকে এই দেশে আমাদের দৈনন্দিন জীবনে গ্রহণ করি।’
গত ২৬ মে শুরু হওয়া এই আয়োজনের অনুষ্ঠানটিতে সেলাঙ্গরের মেন্তেরি বেসার দাতুক সেরি আমিরুদিন শারি এবং মিসরের সাবেক গ্র্যান্ড মুফতি অধ্যাপক আলী জুমআহ উপস্থিত ছিলেন। এ ছাড়া সমাপনী এই অনুষ্ঠানে সব মিলিয়ে প্রায় ৫০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। এই সম্মেলনের উদ্দেশ্য ছিল, এই অঞ্চলের মুসলমানদের দৈনন্দিন জীবনে তুরাস বা ধ্রুপদি ইসলামি গ্রন্থের অধ্যয়নের বিষয়টি পুনরুজ্জীবিত করা।
আনোয়ার মুসলমানদের সব পরিস্থিতিতে ও সব স্থানে ইসলামের চেতনাকে মূর্ত ও অনুশীলনে ফিরিয়ে আনার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের প্রচেষ্টা অবশ্যই আন্তরিকতা থেকে হতে হবে এবং তা বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র বা মন্ত্রণালয়ে বা সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন যখনই হোক না।
এ সময় তিনি অনুষ্ঠানের আয়োজন করায় ‘দারুল ইহসান বেরেসেলাওয়াত’ আমিরুদ্দিন ও সেলাঙ্গর রাজ্য সরকারকে তাদের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং তিনি বলেন, এ ধরনের আয়োজন নবী মুহাম্মদ (সা.)—এর প্রশংসা ও সম্মান করার জন্য মুসলমানদের সংকল্পকে উৎসাহিত করে।
মালয়েশিয়াকে মদিনা রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম বলেছেন, দেশের উন্নতি হতে হবে ইসলামি বিশ্বাস মূল্যবোধের ওপর ভিত্তি করে। আজ রোববার রাতে মালয়েশিয়ার সেলাঙ্গরে তুরাস ইসলামি ফেস্টিভ্যালে অংশ নিয়ে ‘দারুল ইহসান বেরেসেলাওয়াত’ প্রোগ্রামে এ কথা বলেন তিনি।
আনওয়ার ইব্রাহিম বলেন, ‘কেবল বিভিন্ন আবিষ্কার নয়, দেশের উন্নয়ন অর্জন করতে হবে ইসলামি বিশ্বাস, মূল্যবোধ ও নৈতিকতার শক্তিতে।’ তিনি বলেন, ‘আমাদের ওপর অর্পিত দায়িত্ব অনুসারে, আসুন আমরা আল-আমাল লিল্লাহি তালা বা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি এবং এর আন্তরিকতা বৃদ্ধি করে বাঁচি এবং একই সঙ্গে এই চেতনাকে এই দেশে আমাদের দৈনন্দিন জীবনে গ্রহণ করি।’
গত ২৬ মে শুরু হওয়া এই আয়োজনের অনুষ্ঠানটিতে সেলাঙ্গরের মেন্তেরি বেসার দাতুক সেরি আমিরুদিন শারি এবং মিসরের সাবেক গ্র্যান্ড মুফতি অধ্যাপক আলী জুমআহ উপস্থিত ছিলেন। এ ছাড়া সমাপনী এই অনুষ্ঠানে সব মিলিয়ে প্রায় ৫০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। এই সম্মেলনের উদ্দেশ্য ছিল, এই অঞ্চলের মুসলমানদের দৈনন্দিন জীবনে তুরাস বা ধ্রুপদি ইসলামি গ্রন্থের অধ্যয়নের বিষয়টি পুনরুজ্জীবিত করা।
আনোয়ার মুসলমানদের সব পরিস্থিতিতে ও সব স্থানে ইসলামের চেতনাকে মূর্ত ও অনুশীলনে ফিরিয়ে আনার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের প্রচেষ্টা অবশ্যই আন্তরিকতা থেকে হতে হবে এবং তা বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র বা মন্ত্রণালয়ে বা সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন যখনই হোক না।
এ সময় তিনি অনুষ্ঠানের আয়োজন করায় ‘দারুল ইহসান বেরেসেলাওয়াত’ আমিরুদ্দিন ও সেলাঙ্গর রাজ্য সরকারকে তাদের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং তিনি বলেন, এ ধরনের আয়োজন নবী মুহাম্মদ (সা.)—এর প্রশংসা ও সম্মান করার জন্য মুসলমানদের সংকল্পকে উৎসাহিত করে।
গতকাল বৃহস্পতিবার রাতে বোমা হামলায় খান ইউনিসে ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নারী ও শিশুসহ ৫৬ জন নিহত হয়েছে। অন্যদিকে জাবালিয়ায় প্রাণঘাতী হামলায় একটি স্বাস্থ্যকেন্দ্র ও নামাজের হলঘরে ১৩ জন নিহত হয়েছে বলে হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে।
৮ মিনিট আগেভারত-পাকিস্তানের গত কয়েক দিনের সংঘর্ষে তুরস্ক খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন করেছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
১০ ঘণ্টা আগে২০২৪ সালের ১৮ আগস্ট। ছুটি কাটানোর শেষ দিন ছিল এটি। বিলাসবহুল বেশিয়ান ইয়টে থাকা অতিথিরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ব্রিটিশ এই প্রমোদতরিটির মালিক মাইক লিঞ্চ। একটি প্রতারণা মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ার খুশিতে তিনি বন্ধু ও পরিবারের সঙ্গে উদ্যাপনে ছিলেন।
১১ ঘণ্টা আগেপশ্চিমবঙ্গের তিস্তা অববাহিকায় সম্প্রতি অনুষ্ঠিত ‘তিস্তা প্রহার’ সামরিক মহড়াকে ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে ভারত। শিলিগুড়ি করিডরের কাছে হওয়া এই বৃহৎ মহড়ায় আধুনিক অস্ত্র ও যৌথ যুদ্ধ-কৌশল প্রদর্শনের মাধ্যমে ভারত প্রতিবেশী দেশগুলোকে বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
১৩ ঘণ্টা আগে