Ajker Patrika

আফগানিস্তানে টিকাকরণ কমেছে ৮০ ভাগ

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৮: ৪০
আফগানিস্তানে টিকাকরণ কমেছে ৮০ ভাগ

তালেবান ক্ষমতা পুনর্দখলের পর আফগানিস্তানের করোনার টিকাকরণ ৮০ ভাগ কমে গেছে। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। জাতিসংঘের এই সংস্থাটি সতর্ক করে আরও বলেছে, আফগানিস্তানে এখন পর্যন্ত যে অল্প ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে সেগুলো অর্ধেকেরই মেয়াদ শেষ হওয়ার পথ। 

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। গত মাসে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার শুরু পর থেকেই একের পর এক আফগান এলাকা দখল শুরু করে তালেবান। 

ইউনিসেফের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তালেবান ক্ষমতায় নেওয়ার পর টিকাকরণ ৮০ ভাগ কমেছে। 

ইউনিসেফ জানায়, ১৫ আগস্ট আফগানিস্তানের ৩৪ টির মধ্যে ২৩টি প্রদেশে ৩০ হাজার ৫০০ জনকে টিকা দেওয়া হয়েছে। এর আগের সপ্তাহে দেশটিতে টিকাকরণ করা হয়েছিল ১ লাখ ৩৪ হাজার ৬০০ জনকে। 

এ প্রসঙ্গে ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়, টিকাকরণ কমে যাওয়ার কারণ আমরা সবাই বুঝতে পারছি। সেখানে  বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। 

তবে টিকা নিয়ে তালেবানের সন্দেহের কারণে টিকাকরণ কমে গেছে কি-না তা নিয়ে কোনো মন্তব্য ইউনিসেফের পক্ষ থেকে করা হয়নি। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার  তথ্যানুযায়ী, আফগানিস্তানে মোট জনসংখ্যা চার কোটি। কিন্তু চলিত বছরের ২০ আগস্ট পর্যন্ত ১২ লাখ মানুষকে করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত