তালেবান ক্ষমতা পুনর্দখলের পর আফগানিস্তানের করোনার টিকাকরণ ৮০ ভাগ কমে গেছে। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। জাতিসংঘের এই সংস্থাটি সতর্ক করে আরও বলেছে, আফগানিস্তানে এখন পর্যন্ত যে অল্প ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে সেগুলো অর্ধেকেরই মেয়াদ শেষ হওয়ার পথ।
গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। গত মাসে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার শুরু পর থেকেই একের পর এক আফগান এলাকা দখল শুরু করে তালেবান।
ইউনিসেফের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তালেবান ক্ষমতায় নেওয়ার পর টিকাকরণ ৮০ ভাগ কমেছে।
ইউনিসেফ জানায়, ১৫ আগস্ট আফগানিস্তানের ৩৪ টির মধ্যে ২৩টি প্রদেশে ৩০ হাজার ৫০০ জনকে টিকা দেওয়া হয়েছে। এর আগের সপ্তাহে দেশটিতে টিকাকরণ করা হয়েছিল ১ লাখ ৩৪ হাজার ৬০০ জনকে।
এ প্রসঙ্গে ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়, টিকাকরণ কমে যাওয়ার কারণ আমরা সবাই বুঝতে পারছি। সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।
তবে টিকা নিয়ে তালেবানের সন্দেহের কারণে টিকাকরণ কমে গেছে কি-না তা নিয়ে কোনো মন্তব্য ইউনিসেফের পক্ষ থেকে করা হয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, আফগানিস্তানে মোট জনসংখ্যা চার কোটি। কিন্তু চলিত বছরের ২০ আগস্ট পর্যন্ত ১২ লাখ মানুষকে করোনার টিকা প্রয়োগ করা হয়েছে।
তালেবান ক্ষমতা পুনর্দখলের পর আফগানিস্তানের করোনার টিকাকরণ ৮০ ভাগ কমে গেছে। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। জাতিসংঘের এই সংস্থাটি সতর্ক করে আরও বলেছে, আফগানিস্তানে এখন পর্যন্ত যে অল্প ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে সেগুলো অর্ধেকেরই মেয়াদ শেষ হওয়ার পথ।
গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। গত মাসে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার শুরু পর থেকেই একের পর এক আফগান এলাকা দখল শুরু করে তালেবান।
ইউনিসেফের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তালেবান ক্ষমতায় নেওয়ার পর টিকাকরণ ৮০ ভাগ কমেছে।
ইউনিসেফ জানায়, ১৫ আগস্ট আফগানিস্তানের ৩৪ টির মধ্যে ২৩টি প্রদেশে ৩০ হাজার ৫০০ জনকে টিকা দেওয়া হয়েছে। এর আগের সপ্তাহে দেশটিতে টিকাকরণ করা হয়েছিল ১ লাখ ৩৪ হাজার ৬০০ জনকে।
এ প্রসঙ্গে ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়, টিকাকরণ কমে যাওয়ার কারণ আমরা সবাই বুঝতে পারছি। সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।
তবে টিকা নিয়ে তালেবানের সন্দেহের কারণে টিকাকরণ কমে গেছে কি-না তা নিয়ে কোনো মন্তব্য ইউনিসেফের পক্ষ থেকে করা হয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, আফগানিস্তানে মোট জনসংখ্যা চার কোটি। কিন্তু চলিত বছরের ২০ আগস্ট পর্যন্ত ১২ লাখ মানুষকে করোনার টিকা প্রয়োগ করা হয়েছে।
বিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
৭ ঘণ্টা আগেকাশ্মীরের কিসতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চশোতি আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুকূপে। দুপুরের পর হঠাৎ করেই ঘটে যায় প্রবল ক্লাউডবার্স্ট। মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঝরনাগুলো দানবীয় রূপে নেমে আসে গ্রাম ও তার আশপাশে। জল, কাদা, পাথর মিশে তৈরি হয় এক অপ্রতিরোধ্য ধ্বংস স্রোত।
৭ ঘণ্টা আগেএ বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, অতীতের মতো পুতিনের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবাপন্ন ট্রাম্প নাকি সম্প্রতি কঠোর অবস্থান নেওয়া ট্রাম্প বৈঠকে উপস্থিত হবেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০১৮ সালে হেলসিঙ্কিতে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি বেশ বন্ধুত্বপূর্ণ ছিল।
৮ ঘণ্টা আগে