Ajker Patrika

কলম্বোতে প্রেসিডেন্ট অফিসের বাইরে নিরাপত্তা বাহিনীর অভিযান, বহু গ্রেপ্তার 

রাশেদ নিজাম, কলম্বো থেকে
আপডেট : ২২ জুলাই ২০২২, ১৫: ০২
কলম্বোতে প্রেসিডেন্ট অফিসের বাইরে নিরাপত্তা বাহিনীর অভিযান, বহু গ্রেপ্তার 

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট অফিসের বাইরে অবস্থানরত বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সরাতে এ অভিযান চালানো হয়। প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শপথ নেওয়ার পরপরই এ অভিযান চালানো হলো। 

বিক্ষোভস্থল থেকে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই সংখ্যা জানা যায়নি। যেসব তাঁবুতে বিক্ষোভকারীরা অবস্থান করছিল, সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

অভিযান চালানোর সময় বিবিসির এক সাংবাদিককে মারধর করেন সেনা সদস্যরা। ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলা হয়। 

বৃহস্পতিবার শপথ নেন নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ছবি: রয়টার্সপ্রত্যক্ষদর্শী একজন জানান, নিরাপত্তাবাহিনীর শতাধিক সদস্য ছোট ছোট দলে ভাগ হয়ে অভিযানে অংশ নেন। তাঁরা অনেককে গ্রেপ্তার করেন এবং প্রায় চার মাস ধরে সেখানে তৈরি করা তাঁবুগুলো গুঁড়িয়ে দেন। 

এর আগে কুমার নামে এক বিক্ষোভকারী আজকের পত্রিকাকে বলেন, রাতটা অনেক কঠিন হতে পারে। 

এদিকে জনজীবন স্বাভাবিক রাখতে গতকাল বৃহস্পতিবার নতুন আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। তাঁর স্বাক্ষর করা গেজেটে সারা দেশে সামরিক বাহিনীকে পাবলিক অর্ডার (স্বাভাবিক অবস্থা) বজায় রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত