রাশেদ নিজাম, কলম্বো থেকে
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট অফিসের বাইরে অবস্থানরত বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সরাতে এ অভিযান চালানো হয়। প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শপথ নেওয়ার পরপরই এ অভিযান চালানো হলো।
বিক্ষোভস্থল থেকে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই সংখ্যা জানা যায়নি। যেসব তাঁবুতে বিক্ষোভকারীরা অবস্থান করছিল, সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযান চালানোর সময় বিবিসির এক সাংবাদিককে মারধর করেন সেনা সদস্যরা। ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শী একজন জানান, নিরাপত্তাবাহিনীর শতাধিক সদস্য ছোট ছোট দলে ভাগ হয়ে অভিযানে অংশ নেন। তাঁরা অনেককে গ্রেপ্তার করেন এবং প্রায় চার মাস ধরে সেখানে তৈরি করা তাঁবুগুলো গুঁড়িয়ে দেন।
এর আগে কুমার নামে এক বিক্ষোভকারী আজকের পত্রিকাকে বলেন, রাতটা অনেক কঠিন হতে পারে।
এদিকে জনজীবন স্বাভাবিক রাখতে গতকাল বৃহস্পতিবার নতুন আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। তাঁর স্বাক্ষর করা গেজেটে সারা দেশে সামরিক বাহিনীকে পাবলিক অর্ডার (স্বাভাবিক অবস্থা) বজায় রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট অফিসের বাইরে অবস্থানরত বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সরাতে এ অভিযান চালানো হয়। প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শপথ নেওয়ার পরপরই এ অভিযান চালানো হলো।
বিক্ষোভস্থল থেকে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই সংখ্যা জানা যায়নি। যেসব তাঁবুতে বিক্ষোভকারীরা অবস্থান করছিল, সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযান চালানোর সময় বিবিসির এক সাংবাদিককে মারধর করেন সেনা সদস্যরা। ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শী একজন জানান, নিরাপত্তাবাহিনীর শতাধিক সদস্য ছোট ছোট দলে ভাগ হয়ে অভিযানে অংশ নেন। তাঁরা অনেককে গ্রেপ্তার করেন এবং প্রায় চার মাস ধরে সেখানে তৈরি করা তাঁবুগুলো গুঁড়িয়ে দেন।
এর আগে কুমার নামে এক বিক্ষোভকারী আজকের পত্রিকাকে বলেন, রাতটা অনেক কঠিন হতে পারে।
এদিকে জনজীবন স্বাভাবিক রাখতে গতকাল বৃহস্পতিবার নতুন আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। তাঁর স্বাক্ষর করা গেজেটে সারা দেশে সামরিক বাহিনীকে পাবলিক অর্ডার (স্বাভাবিক অবস্থা) বজায় রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।
নেপালের পর্যটন এলাকা চন্দ্রগিরিতে একটি কেবল কারে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। নেপালি ইংরেজি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ছাড়া, বিক্ষোভকারীরা বিভিন্ন মার্কেট, নেতাদের বাসভবন এমনকি থানাতেও আগুন ধরিয়ে দেয়।
১ ঘণ্টা আগে‘মধ্যস্থতাকারী’—শব্দটা যেন কাতারের প্রতিশব্দই হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, দ্বন্দ্ব চলছে এমন দুই দেশের সঙ্গে বেশ আলাদাভাবে সুসম্পর্ক রয়েছে কাতারের। এবং বরাবরই বিবদমান পক্ষগুলোর মধ্যে সমঝোতা নিশ্চিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা যায় এই আরব দেশটিকে। উদাহরণ হিসেবে বলা হয় যুক্তরাষ্ট্র-ইরান, হামাস-
১ ঘণ্টা আগেভারত মিয়ানমারের শক্তিশালী এক বিদ্রোহী গোষ্ঠীর সহায়তায় দেশটি থেকে বিরল খনিজ সংগ্রহের চেষ্টা করছে। এ বিষয়ে অবগত চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, চীনের কড়া নিয়ন্ত্রণে থাকা এ কৌশলগত সম্পদের বিকল্প উৎস খুঁজছে দিল্লি। ভারতের খনিজ সম্পদ মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে মিয়ানমারের উত্তর
১ ঘণ্টা আগেভারতের এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, নেপালের উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সশস্ত্র সীমা বল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
১ ঘণ্টা আগে