Ajker Patrika

‘ডোনাল্ড লুর কথামতোই সব হয়েছে’, মার্কিন দূতাবাস কর্মকর্তাদেরও সাক্ষী চান ইমরান

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০০: ০৫
‘ডোনাল্ড লুর কথামতোই সব হয়েছে’, মার্কিন দূতাবাস কর্মকর্তাদেরও সাক্ষী চান ইমরান

রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের (সাইফার) মামলায় পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল বাজওয়া সহ মার্কিন দূতাবাসের কর্মকর্তাদেরও সাক্ষী করতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। আজ সোমবার জিও নিউজের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। 

আদিয়ালা কারাগারে সাইফার (গোপন তারবার্তা ফাঁস) মামলার শুনানির সময় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ইমরান খান বলেন, ‘(এই মামলায়) জেনারেল বাজওয়া এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। জেনারেল বাজওয়া ডোনাল্ড লুর নির্দেশনা অনুযায়ীই সবকিছু করেছিলেন।’

ডোনাল্ড লু ২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

জিও নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) নেতা ইমরান খান এবং তাঁর মন্ত্রিসভার পররাষ্ট্র মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। সেখানেই অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট-২০২৩ এর অধীনে প্রতিষ্ঠিত একটি বিশেষ আদালতে সাইফার মামলার শুনানি চলছে। 

আগামী ৪ ফেব্রুয়ারির নির্বাচনে তেহরিক-ই-ইনসাফ পার্টি বিজয়ী হবে ভবিষ্যদ্বাণী করে সাংবাদিকদের ইমরান খান দাবি করেন—একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়েই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। 

ইমরানের কাছে সাংবাদিকেরা তাঁর স্ত্রী বুশরা বিবির সাবেক স্বামীর সাম্প্রতিক অভিযোগ নিয়েও জানতে চান। বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকা সম্প্রতি অভিযোগ করেছেন, ইমরান ও বুশরা তাঁর সঙ্গে প্রতারণা করেছেন এবং তাঁরা ব্যভিচারে লিপ্ত হয়েছিলেন। 

তবে এই বিষয়ে ইমরান খান জানান, বিয়ের পরই তিনি প্রথমবারের মতো বুশরা বিবির মুখ দেখেছিলেন। বুশরার ছেলেদের মায়ের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন সাবেক প্রধানমন্ত্রী। 

গত বছরের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছিলেন ইমরান খান। তবে প্রধানমন্ত্রিত্ব হারানোর জন্য তিনি আমেরিকাকে দায়ী করেছিলেন এবং ক্ষমতা হারানোর নেপথ্য ব্যক্তি হিসেবে ডোনাল্ড লুকেই ইঙ্গিত করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত