গত ১৪ মে প্রথম দফার ভোটে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেননি তুরস্কের ভোটাররা। কারণ দেশটির প্রেসিডেন্ট হতে হলে বিজয়ী প্রার্থীকে অবশ্যই নির্বাচনে কাস্ট হওয়া ভোটের অর্ধেকের বেশি পেতে হতো। প্রথম দফায় চার প্রার্থীর কেউই এই শর্ত পূরণ করতে পারেননি।
এ অবস্থায় প্রথম দফায় সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীকে নিয়ে আজ রোববার দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে। আজকের নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ও একেপি নেতা রিস্যেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী ন্যাশনাল অ্যালায়েন্সের কেমাল কিলিচদারওলু।
প্রথম দফায় ৪৯.৫২ শতাংশ ভোট পেয়ে অল্পের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হননি এরদোয়ান। সে সময় কেমাল পেয়েছিলেন ৪৫ শতাংশ ভোট।
অতীতে এরদোয়ান যত নির্বাচনে অংশ নিয়েছেন প্রতিবারই প্রথম দফায় জিতে গিয়েছিলেন। এবারই প্রথম দ্বিতীয় দফার ভোটে লড়াই করতে হচ্ছে তাকে।
টানা ২০ বছর ধরে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে তুরস্কের ক্ষমতায় আছেন এরদোয়ান। এ ক্ষমতার মেয়াদ আরও পাঁচ বছর বাড়বে কি-না তা আজই নির্ধারিত হবে। কিছু জরিপেও দেখা গেছে, ৫২ থেকে ৫৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবেন তিনি। সাম্প্রতিক ভূমিকম্প দেশটির অর্থনীতিতে বড় ধাক্কা দিলেও তা এরদোয়ানের জনপ্রিয়তায় সামান্যই প্রভাব ফেলেছে।
প্রথম দফায় কেমালের চেয়ে ২৫ লাখ ভোট বেশি পেয়েছিলেন এরদোয়ান। এ হিসেবে দ্বিতীয় দফায় তাকেই এগিয়ে রাখছেন বিশ্লেষকেরা।
তবে কারও কারও মতে, দ্বিতীয় দফার ভোটে প্রভাব ফলতে পারে প্রথম দফায় তৃতীয় অবস্থানে থাকা সিনানের সমর্থকেরা। এ ছাড়া প্রথম দফায় ভোটকেন্দ্রে না যাওয়া প্রায় ৮০ লাখ ভোটারও প্রভাবক হতে পারে। এসব ভোটারকে নিজের দিকে টানতে একটি ইউটিউব চ্যানেলে গত কয়েক দিন ধরে ব্যাপক প্রচার চালিয়েছেন কেমাল। ভোটার ও সমর্থকদের সঙ্গে লাইভে কথা বলেছেন। বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। বলা হচ্ছে, এ ধরনের প্রচারণার মাধ্যমে তরুণদের মধ্যে কিছু সাড়া জাগিয়েছেন রিপাবলিকান পিপলস পার্টির এই নেতা। এসব তরুণের মধ্যে অনেকই প্রথম দফায় ভোটকেন্দ্রে ভোট দিতে যাননি।
এ অবস্থায় কেমালের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলেছেন এরদোয়ান। বলছেন, কেমাল জয়ী হলে সন্ত্রাসবাদের জয় হবে।
নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আশা করা যায়-এর ঘণ্টাখানেকের মধ্যেই জানা যাবে কে হাসছেন শেষ হাসিটি।
গত ১৪ মে প্রথম দফার ভোটে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেননি তুরস্কের ভোটাররা। কারণ দেশটির প্রেসিডেন্ট হতে হলে বিজয়ী প্রার্থীকে অবশ্যই নির্বাচনে কাস্ট হওয়া ভোটের অর্ধেকের বেশি পেতে হতো। প্রথম দফায় চার প্রার্থীর কেউই এই শর্ত পূরণ করতে পারেননি।
এ অবস্থায় প্রথম দফায় সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীকে নিয়ে আজ রোববার দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে। আজকের নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ও একেপি নেতা রিস্যেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী ন্যাশনাল অ্যালায়েন্সের কেমাল কিলিচদারওলু।
প্রথম দফায় ৪৯.৫২ শতাংশ ভোট পেয়ে অল্পের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হননি এরদোয়ান। সে সময় কেমাল পেয়েছিলেন ৪৫ শতাংশ ভোট।
অতীতে এরদোয়ান যত নির্বাচনে অংশ নিয়েছেন প্রতিবারই প্রথম দফায় জিতে গিয়েছিলেন। এবারই প্রথম দ্বিতীয় দফার ভোটে লড়াই করতে হচ্ছে তাকে।
টানা ২০ বছর ধরে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে তুরস্কের ক্ষমতায় আছেন এরদোয়ান। এ ক্ষমতার মেয়াদ আরও পাঁচ বছর বাড়বে কি-না তা আজই নির্ধারিত হবে। কিছু জরিপেও দেখা গেছে, ৫২ থেকে ৫৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবেন তিনি। সাম্প্রতিক ভূমিকম্প দেশটির অর্থনীতিতে বড় ধাক্কা দিলেও তা এরদোয়ানের জনপ্রিয়তায় সামান্যই প্রভাব ফেলেছে।
প্রথম দফায় কেমালের চেয়ে ২৫ লাখ ভোট বেশি পেয়েছিলেন এরদোয়ান। এ হিসেবে দ্বিতীয় দফায় তাকেই এগিয়ে রাখছেন বিশ্লেষকেরা।
তবে কারও কারও মতে, দ্বিতীয় দফার ভোটে প্রভাব ফলতে পারে প্রথম দফায় তৃতীয় অবস্থানে থাকা সিনানের সমর্থকেরা। এ ছাড়া প্রথম দফায় ভোটকেন্দ্রে না যাওয়া প্রায় ৮০ লাখ ভোটারও প্রভাবক হতে পারে। এসব ভোটারকে নিজের দিকে টানতে একটি ইউটিউব চ্যানেলে গত কয়েক দিন ধরে ব্যাপক প্রচার চালিয়েছেন কেমাল। ভোটার ও সমর্থকদের সঙ্গে লাইভে কথা বলেছেন। বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। বলা হচ্ছে, এ ধরনের প্রচারণার মাধ্যমে তরুণদের মধ্যে কিছু সাড়া জাগিয়েছেন রিপাবলিকান পিপলস পার্টির এই নেতা। এসব তরুণের মধ্যে অনেকই প্রথম দফায় ভোটকেন্দ্রে ভোট দিতে যাননি।
এ অবস্থায় কেমালের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলেছেন এরদোয়ান। বলছেন, কেমাল জয়ী হলে সন্ত্রাসবাদের জয় হবে।
নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আশা করা যায়-এর ঘণ্টাখানেকের মধ্যেই জানা যাবে কে হাসছেন শেষ হাসিটি।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
৪ ঘণ্টা আগেহাওয়াইয়ে ভ্রমণে গিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার হয়েছেন দুই জার্মান কিশোরী। পর্যাপ্ত সময়ের জন্য হোটেল বুকিং না থাকায় তাদের সন্দেহজনক মনে করে এই ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
৫ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
৫ ঘণ্টা আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
৬ ঘণ্টা আগে