Ajker Patrika

আজই ফাইনাল খেলবেন এরদোয়ান

আজই ফাইনাল খেলবেন এরদোয়ান

গত ১৪ মে প্রথম দফার ভোটে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেননি তুরস্কের ভোটাররা। কারণ দেশটির প্রেসিডেন্ট হতে হলে বিজয়ী প্রার্থীকে অবশ্যই নির্বাচনে কাস্ট হওয়া ভোটের অর্ধেকের বেশি পেতে হতো। প্রথম দফায় চার প্রার্থীর কেউই এই শর্ত পূরণ করতে পারেননি। 

এ অবস্থায় প্রথম দফায় সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীকে নিয়ে আজ রোববার দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে। আজকের নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ও একেপি নেতা রিস্যেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী ন্যাশনাল অ্যালায়েন্সের কেমাল কিলিচদারওলু। 

প্রথম দফায় ৪৯.৫২ শতাংশ ভোট পেয়ে অল্পের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হননি এরদোয়ান। সে সময় কেমাল পেয়েছিলেন ৪৫ শতাংশ ভোট। 

অতীতে এরদোয়ান যত নির্বাচনে অংশ নিয়েছেন প্রতিবারই প্রথম দফায় জিতে গিয়েছিলেন। এবারই প্রথম দ্বিতীয় দফার ভোটে লড়াই করতে হচ্ছে তাকে। 

টানা ২০ বছর ধরে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে তুরস্কের ক্ষমতায় আছেন এরদোয়ান। এ ক্ষমতার মেয়াদ আরও পাঁচ বছর বাড়বে কি-না তা আজই নির্ধারিত হবে। কিছু জরিপেও দেখা গেছে, ৫২ থেকে ৫৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবেন তিনি। সাম্প্রতিক ভূমিকম্প দেশটির অর্থনীতিতে বড় ধাক্কা দিলেও তা এরদোয়ানের জনপ্রিয়তায় সামান্যই প্রভাব ফেলেছে। 

প্রথম দফায় কেমালের চেয়ে ২৫ লাখ ভোট বেশি পেয়েছিলেন এরদোয়ান। এ হিসেবে দ্বিতীয় দফায় তাকেই এগিয়ে রাখছেন বিশ্লেষকেরা। 

তবে কারও কারও মতে, দ্বিতীয় দফার ভোটে প্রভাব ফলতে পারে প্রথম দফায় তৃতীয় অবস্থানে থাকা সিনানের সমর্থকেরা। এ ছাড়া প্রথম দফায় ভোটকেন্দ্রে না যাওয়া প্রায় ৮০ লাখ ভোটারও প্রভাবক হতে পারে। এসব ভোটারকে নিজের দিকে টানতে একটি ইউটিউব চ্যানেলে গত কয়েক দিন ধরে ব্যাপক প্রচার চালিয়েছেন কেমাল। ভোটার ও সমর্থকদের সঙ্গে লাইভে কথা বলেছেন। বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। বলা হচ্ছে, এ ধরনের প্রচারণার মাধ্যমে তরুণদের মধ্যে কিছু সাড়া জাগিয়েছেন রিপাবলিকান পিপলস পার্টির এই নেতা। এসব তরুণের মধ্যে অনেকই প্রথম দফায় ভোটকেন্দ্রে ভোট দিতে যাননি। 

এ অবস্থায় কেমালের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলেছেন এরদোয়ান। বলছেন, কেমাল জয়ী হলে সন্ত্রাসবাদের জয় হবে। 

নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আশা করা যায়-এর ঘণ্টাখানেকের মধ্যেই জানা যাবে কে হাসছেন শেষ হাসিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত