Ajker Patrika

চে গুয়েভারাকে হত্যাকারী সেই সেনা মারা গেছেন

আপডেট : ১১ মার্চ ২০২২, ১২: ২৩
চে গুয়েভারাকে হত্যাকারী সেই সেনা মারা গেছেন

মার্কসবাদী বিপ্লবী নায়ক আর্নেস্তো চে গুয়েভারাকে গুলি করে হত্যা করার দায় স্বীকারকারী বলিভিয়ার সেই সৈনিক ৮০ বছর বয়সে আজ বৃহস্পতিবার মারা গেছেন। তাঁর আত্মীয়দের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ার পূর্ব সান্তা ক্রুজ প্রদেশের এক জঙ্গলে চে গুয়েভারাকে গুলি করে হত্যা করেছিলেন মারিও তোরান সালাজার নামের এক বলিভিয়ান সৈনিক। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সান্তা ক্রুজ দে লা সিয়েরার এক সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে তাঁর জীবনাবসান হলো। হাসপাতাল কর্তৃপক্ষ ‘চিকিসা গোপনীয়তার’ কারণ দেখিয়ে তাঁর মৃত্যুর বিষয়ে মন্তব্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে। 

আর্জেন্টাইন বংশোদ্ভূত চে গুয়েভারা ১৯৬৭ সালের ৮ অক্টোবর দুজন কিউবান-মার্কিন সিআইএ এজেন্টের সহায়তায় বলিভিয়ার সেনাবাহিনীর হাতে বন্দী হয়েছিলেন। তাঁকে খুঁজে পেতে সহায়তা করেছিলেন গেরি প্রাডো নামের একজন বলিভিয়ান সৈনিক। 

এই বিপ্লবী নেতা চে গুয়েভারা তখন ক্ষুধা ও রোগে ভুগলেও বলিভিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত গেরিলাদের একটি ছোট দলের নেতৃত্ব দিচ্ছিলেন। আহত গুয়েভারাকে বন্ধী করে লা হিগুয়েরা গ্রামের একটি পরিত্যক্ত স্কুলে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে দাবি করেছিলেন মারিও তোরান। 

মারিও তোরান দীর্ঘ ৩০ বছর সেনাবাহিনীতে চাকরির পর অবসর নেন। অবসরের পর তিনি গণমাধ্যমকে এড়িয়ে চলতেন। তবে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘গুয়েভারাকে হত্যার সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত। সেই সময় চেকে দীর্ঘদেহী দেখাচ্ছিল। তাঁর চোখ জ্বলজ্বল করছিল।’ 

আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণকারী চে গুয়েভারা চিকিৎসা শাস্ত্রে অধ্যয়ন করেন এবং তারপর পুরো ল্যাটিন আমেরিকা ভ্রমণ করেন। এ সময় তাঁর সঙ্গে কিউবার দুই বিপ্লবী ভাই ফিদেল কাস্ত্রো ও রাউল কাস্ত্রোর দেখা হয়। তিনি কিউবার বিপ্লবী সেনাবাহিনীতে যোগ দেন। তাঁরা ১৯৫৯ সালে মার্কিন সমর্থিত স্বৈরশাসক ফুলজেনসিও বাতিস্তাকে ক্ষমতাচ্যুত করে কিউবার ক্ষমতায় বসেন। 

মাত্র ৩৯ বছর পৃথিবীতে বেঁচে ছিলেন এই মহান বিপ্লবী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত