Ajker Patrika

করোনায় কাঁপছে বিশ্ব, মহামারি শেষ হয়ে যায়নি বলছে ডব্লিউএইচও

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৬: ৩৯
করোনায় কাঁপছে বিশ্ব, মহামারি শেষ হয়ে যায়নি বলছে ডব্লিউএইচও

ওমিক্রনের হানায় বিশ্ব জুড়ে ফের জেঁকে বসেছে করোনা। ইউরোপের দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশেই প্রতিদিনই করোনা সংক্রমণের রেকর্ড হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেছেন, মহামারি শেষ হয়ে যায়নি। ওমিক্রন ধরন হালকা মাত্রার অসুস্থতা বলে যে ধারণা রয়েছে, সেটি সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। 

আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সংক্রমণ রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ার পর ওমিক্রন নিয়ে সতর্কতামূলক বক্তব্য দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান। 

স্থানীয় সময় মঙ্গলবার শুধু ফ্রান্সেই করোনা শনাক্ত হয়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ। ইউরোপের দেশ জার্মানিতে প্রথমবারের মতো এক দিনে লক্ষাধিক শনাক্তের ঘটনা ঘটেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেনমার্কে ৩৩ হাজার ৪৯৩ জন, ইতালিতে ২ লাখ ২৮ হাজার ১৭৯ জন করোনায় শনাক্ত হয়েছেন। 

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ড. টেড্রোস আডানম গেব্রিয়াসিস সাংবাদিকদের বলেন, গত সপ্তাহে ওমিক্রন ধরনে বিশ্বজুড়ে নতুনভাবে আক্রান্ত হয়েছে এক কোটি ৮০ লাখ মানুষ। 

সবাইকে সতর্ক করে ড. টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেন, ‘কোনো ভুল করবেন না। ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঘটনা ঘটছে।’ 

ড. টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেন, ‘আমি বিশেষভাবে সেসব দেশগুলোকে নিয়ে চিন্তিত যে দেশগুলোতে টিকা প্রয়োগের হার কম। টিকা না দেওয়া ব্যক্তিদের গুরুতর অসুস্থ হওয়া এবং মৃত্যুর ঝুঁকিতে পড়ার আশঙ্কা অনেক গুণ বেশি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত