৩৪ বছর বয়সী গ্লোরিয়া রিচার্ডস মূলত মঞ্চে অভিনয় করেন। কিন্তু অভিনয়ের ব্যস্ততা না থাকলে সম্পদশালী ব্যক্তিদের বাচ্চা দেখাশোনা করেন তিনি। আর এ কাজটি করেই প্রতিদিন ২ হাজার ডলার আয় করেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ লাখ ১৪ হাজার টাকা!
‘সিএনবিসি মেক ইট’ অনুষ্ঠানে নিজের কাজের সুবিধা অসুবিধা নিয়ে এক আলাপচারিতায় এ তথ্যটি দিয়েছেন গ্লোরিয়া।
শুধু টাকাই নয়, বাচ্চা দেখাশোনা করে গ্লোরিয়া আরও যেসব সুযোগ-সুবিধা পান তা অনেকের কাছেই অকল্পনীয়। এ কাজটি প্রায়ই তাঁকে জেট বিমান কিংবা প্রমোদতরীতে চড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণের সুযোগ করে দেয়। এ ছাড়া আবাসন সুবিধা তো আছেই।
বিপুল আয়ের জন্যই বছরের নির্দিষ্ট একটি সময় কাজটি করেন গ্লোরিয়া। বাকি সময়টুকু তিনি ভোগ-বিলাস আর মঞ্চনাটক করে বেড়ান।
গ্লোরিয়া বলেন, ‘বছরে বড়জোর দুই মাস কাজ করি আমি। এতে বাকি মাসগুলো আমার দারুণ কেটে যায়।’
কাজের সম্পর্কে আরও বিস্তৃত আলোচনা করতে গিয়ে গ্লোরিয়া জানান, বিলিয়নিয়ারদের বাড়িতে ন্যানির কাজ করতে গিয়ে শুধু যে বাচ্চা দেখাশোনা করতে হয়, তা নয়। এসব শিশুকে পড়ানো কিংবা ঘোরাফেরা করার রুটিনও সমন্বয় করেন তিনি। এসবের জন্য দিনে ১২ থেকে ১৫ ঘণ্টা ব্যস্ত থাকতে হয় তাঁকে।
বিপুল অর্থ সম্পদের মালিকেরা মূলত ব্যস্ততার জন্য তাঁদের সন্তানকে বিশ্বাসযোগ্য কারও কাছে রাখতে চান, যারা শিশুদের আদরযত্নে বড় করে তুলবে। এ কাজে গ্লোরিয়া এতটাই বিশ্বস্ত যে-একবার একটি ইতালিয়ান বোর্ডিং স্কুলে সন্তানদের নামের শেষে তাঁর নামের উপাধি বসিয়ে দিয়েছিলেন বাবা-মায়েরা।
তবে বিলিয়নিয়ারদের সঙ্গে কাজ করার কিছু ঝামেলাও রয়েছে। একবার সুইজারল্যান্ডে তিন সপ্তাহ কাজের পর একটি পরিবার জানিয়ে দিয়েছিল তাঁকে বেতন দিতে পারবে না, কারণ টাকা নেই। গ্লোরিয়া বলেন, ‘কারও কাজ পছন্দ না হলে তাঁরা এভাবেই প্রতিক্রিয়া জানাবে। আপনাকে সোজা টাকা দেওয়া বন্ধ করে দেবে।’
৩৪ বছর বয়সী গ্লোরিয়া রিচার্ডস মূলত মঞ্চে অভিনয় করেন। কিন্তু অভিনয়ের ব্যস্ততা না থাকলে সম্পদশালী ব্যক্তিদের বাচ্চা দেখাশোনা করেন তিনি। আর এ কাজটি করেই প্রতিদিন ২ হাজার ডলার আয় করেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ লাখ ১৪ হাজার টাকা!
‘সিএনবিসি মেক ইট’ অনুষ্ঠানে নিজের কাজের সুবিধা অসুবিধা নিয়ে এক আলাপচারিতায় এ তথ্যটি দিয়েছেন গ্লোরিয়া।
শুধু টাকাই নয়, বাচ্চা দেখাশোনা করে গ্লোরিয়া আরও যেসব সুযোগ-সুবিধা পান তা অনেকের কাছেই অকল্পনীয়। এ কাজটি প্রায়ই তাঁকে জেট বিমান কিংবা প্রমোদতরীতে চড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণের সুযোগ করে দেয়। এ ছাড়া আবাসন সুবিধা তো আছেই।
বিপুল আয়ের জন্যই বছরের নির্দিষ্ট একটি সময় কাজটি করেন গ্লোরিয়া। বাকি সময়টুকু তিনি ভোগ-বিলাস আর মঞ্চনাটক করে বেড়ান।
গ্লোরিয়া বলেন, ‘বছরে বড়জোর দুই মাস কাজ করি আমি। এতে বাকি মাসগুলো আমার দারুণ কেটে যায়।’
কাজের সম্পর্কে আরও বিস্তৃত আলোচনা করতে গিয়ে গ্লোরিয়া জানান, বিলিয়নিয়ারদের বাড়িতে ন্যানির কাজ করতে গিয়ে শুধু যে বাচ্চা দেখাশোনা করতে হয়, তা নয়। এসব শিশুকে পড়ানো কিংবা ঘোরাফেরা করার রুটিনও সমন্বয় করেন তিনি। এসবের জন্য দিনে ১২ থেকে ১৫ ঘণ্টা ব্যস্ত থাকতে হয় তাঁকে।
বিপুল অর্থ সম্পদের মালিকেরা মূলত ব্যস্ততার জন্য তাঁদের সন্তানকে বিশ্বাসযোগ্য কারও কাছে রাখতে চান, যারা শিশুদের আদরযত্নে বড় করে তুলবে। এ কাজে গ্লোরিয়া এতটাই বিশ্বস্ত যে-একবার একটি ইতালিয়ান বোর্ডিং স্কুলে সন্তানদের নামের শেষে তাঁর নামের উপাধি বসিয়ে দিয়েছিলেন বাবা-মায়েরা।
তবে বিলিয়নিয়ারদের সঙ্গে কাজ করার কিছু ঝামেলাও রয়েছে। একবার সুইজারল্যান্ডে তিন সপ্তাহ কাজের পর একটি পরিবার জানিয়ে দিয়েছিল তাঁকে বেতন দিতে পারবে না, কারণ টাকা নেই। গ্লোরিয়া বলেন, ‘কারও কাজ পছন্দ না হলে তাঁরা এভাবেই প্রতিক্রিয়া জানাবে। আপনাকে সোজা টাকা দেওয়া বন্ধ করে দেবে।’
গতকাল বৃহস্পতিবার রাতে বোমা হামলায় খান ইউনিসে ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নারী ও শিশুসহ ৫৬ জন নিহত হয়েছে। অন্যদিকে জাবালিয়ায় প্রাণঘাতী হামলায় একটি স্বাস্থ্যকেন্দ্র ও নামাজের হলঘরে ১৩ জন নিহত হয়েছে বলে হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে।
২৯ মিনিট আগেভারত-পাকিস্তানের গত কয়েক দিনের সংঘর্ষে তুরস্ক খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন করেছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
১১ ঘণ্টা আগে২০২৪ সালের ১৮ আগস্ট। ছুটি কাটানোর শেষ দিন ছিল এটি। বিলাসবহুল বেশিয়ান ইয়টে থাকা অতিথিরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ব্রিটিশ এই প্রমোদতরিটির মালিক মাইক লিঞ্চ। একটি প্রতারণা মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ার খুশিতে তিনি বন্ধু ও পরিবারের সঙ্গে উদ্যাপনে ছিলেন।
১১ ঘণ্টা আগেপশ্চিমবঙ্গের তিস্তা অববাহিকায় সম্প্রতি অনুষ্ঠিত ‘তিস্তা প্রহার’ সামরিক মহড়াকে ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে ভারত। শিলিগুড়ি করিডরের কাছে হওয়া এই বৃহৎ মহড়ায় আধুনিক অস্ত্র ও যৌথ যুদ্ধ-কৌশল প্রদর্শনের মাধ্যমে ভারত প্রতিবেশী দেশগুলোকে বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
১৩ ঘণ্টা আগে