ঢাকা: দক্ষিণ চীন সাগরে অবৈধভাবে মার্কিন যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ করেছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অভিযোগ আনে চীনা সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটিকে পরে সীমানা থেকে বের করে দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। তবে চীনের দাবি প্রত্যাখ্যান করে পাল্টা বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে চীনা সেনাবাহিনীর সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, সম্প্রতি দক্ষিণ চীনের প্যারাকেল দ্বীপপুঞ্জের আশপাশে ইউএসএস কার্টিস উইলবার যুদ্ধজাহাজকে টহল দিতে দেখা যায়। যে এলাকায় ওই যুদ্ধজাহাজটি টহল দিয়েছে সেটি চীনের সমুদ্রসীমার মধ্যে পড়ে।
বিবৃতিতে আরও বলা হয়, চীনা সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান দিয়ে তাড়া করে ওই মার্কিন যুদ্ধজাহাজকে সীমানার বাইরে পাঠাতে সক্ষম হয়েছে।
যুক্তরাষ্ট্রের এ ধরনের তৎপরতা চীনের সার্বভৌমত্ব, দক্ষিণ চীন সাগর এলাকার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে পাল্টা বিবৃতিতে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র বরাবরই আন্তর্জাতিক নৌচালনা নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল; আর চীন সেনাবাহিনী সমুদ্রসীমার যে অংশটিকে নিজেদের বলে দাবি করছে, সেটি এখনও মীমাংসিত নয়। কারণ তাইওয়ান ও ভিয়েতনামও প্যারাকেল দ্বীপপুঞ্জ ও তার আশপাশের সমুদ্র এলাকাকে নিজেদের বলে দাবি করে।
চীনা সেনাবাহিনী মিথ্যাচার করছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের বিবৃতিতে আরও বলা হয়, কার্টিস উইলবার নামের যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ কোনো দেশের সীমানা থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, এশিয়া–ভূমধ্যসাগরে চীন-যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে দক্ষিণ চীন সাগর একটি গুরুত্বপূর্ণ এলাকা হয়ে উঠেছে। চীন বরাবরই দক্ষিণ চীন সাগরে নিজেদের সমুদ্রসীমা নির্দিষ্ট করতে চাইলেও যুক্তরাষ্ট্রের দাবি, নিজেদের সমুদ্রসীমা নির্দিষ্ট করার নামে সাগরের তীরবর্তী অন্য দেশগুলোর সমুদ্রসীমা দখল করার পাঁয়তারা করছে চীন।
ঢাকা: দক্ষিণ চীন সাগরে অবৈধভাবে মার্কিন যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ করেছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অভিযোগ আনে চীনা সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটিকে পরে সীমানা থেকে বের করে দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। তবে চীনের দাবি প্রত্যাখ্যান করে পাল্টা বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে চীনা সেনাবাহিনীর সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, সম্প্রতি দক্ষিণ চীনের প্যারাকেল দ্বীপপুঞ্জের আশপাশে ইউএসএস কার্টিস উইলবার যুদ্ধজাহাজকে টহল দিতে দেখা যায়। যে এলাকায় ওই যুদ্ধজাহাজটি টহল দিয়েছে সেটি চীনের সমুদ্রসীমার মধ্যে পড়ে।
বিবৃতিতে আরও বলা হয়, চীনা সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান দিয়ে তাড়া করে ওই মার্কিন যুদ্ধজাহাজকে সীমানার বাইরে পাঠাতে সক্ষম হয়েছে।
যুক্তরাষ্ট্রের এ ধরনের তৎপরতা চীনের সার্বভৌমত্ব, দক্ষিণ চীন সাগর এলাকার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে পাল্টা বিবৃতিতে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র বরাবরই আন্তর্জাতিক নৌচালনা নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল; আর চীন সেনাবাহিনী সমুদ্রসীমার যে অংশটিকে নিজেদের বলে দাবি করছে, সেটি এখনও মীমাংসিত নয়। কারণ তাইওয়ান ও ভিয়েতনামও প্যারাকেল দ্বীপপুঞ্জ ও তার আশপাশের সমুদ্র এলাকাকে নিজেদের বলে দাবি করে।
চীনা সেনাবাহিনী মিথ্যাচার করছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের বিবৃতিতে আরও বলা হয়, কার্টিস উইলবার নামের যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ কোনো দেশের সীমানা থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, এশিয়া–ভূমধ্যসাগরে চীন-যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে দক্ষিণ চীন সাগর একটি গুরুত্বপূর্ণ এলাকা হয়ে উঠেছে। চীন বরাবরই দক্ষিণ চীন সাগরে নিজেদের সমুদ্রসীমা নির্দিষ্ট করতে চাইলেও যুক্তরাষ্ট্রের দাবি, নিজেদের সমুদ্রসীমা নির্দিষ্ট করার নামে সাগরের তীরবর্তী অন্য দেশগুলোর সমুদ্রসীমা দখল করার পাঁয়তারা করছে চীন।
আট মাসের অন্তঃসত্ত্বা ওয়ালা ফাথি তাঁর তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। দেইর আল-বালাহ থেকে তিনি বিবিসিকে বলেন, গাজার মানুষেরা ‘এমন এক বিপর্যয় এবং দুর্ভিক্ষের অভিজ্ঞতা লাভ করছে, যা কেউ কল্পনাও করতে পারবে না।’ তিনি বলেন, ‘আমার শিশুটি আমার গর্ভেই থাকুক। এই কঠিন পরিস্থিতিতে আমাকে যেন তাকে জন্ম দিতে...
৯ ঘণ্টা আগেএই বিরোধ তীব্র হয় ২০০৮ সালে। কম্বোডিয়া বিতর্কিত এলাকার ১১ শতকের একটি মন্দিরকে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নিবন্ধন করার চেষ্টা করলে থাইল্যান্ডের তীব্র প্রতিবাদের মুখে পড়ে। এর পর থেকে দুই দেশের মধ্যে বিচ্ছিন্নভাবে অনেকবার সংঘর্ষ হয়েছে, যেখানে উভয় পক্ষের সৈনিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
১১ ঘণ্টা আগেথাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বৃহস্পতিবার (২৪ জুলাই) রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে নতুন এক উত্তেজনার জন্ম দিয়েছে। আসিয়ান সংগঠনটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বিকাশমান অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্য নিয়ে কাজ করে। এই অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীন প্রভাব...
১১ ঘণ্টা আগেথাইল্যান্ড ও কম্বোডিয়ার বিতর্কিত সীমান্ত এলাকায় সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শুরু হওয়া এই সংঘর্ষে থাইল্যান্ডে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ১১ জনই বেসামরিক নাগরিক এবং একজন সেনাসদস্য।
১৩ ঘণ্টা আগে