Ajker Patrika

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ, চীন–যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি বিবৃতি

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ, চীন–যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি বিবৃতি

ঢাকা: দক্ষিণ চীন সাগরে অবৈধভাবে মার্কিন যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ করেছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অভিযোগ আনে চীনা সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটিকে পরে সীমানা থেকে বের করে দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। তবে চীনের দাবি প্রত্যাখ্যান করে পাল্টা বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে চীনা সেনাবাহিনীর সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, সম্প্রতি দক্ষিণ চীনের প্যারাকেল দ্বীপপুঞ্জের আশপাশে ইউএসএস কার্টিস উইলবার যুদ্ধজাহাজকে টহল দিতে দেখা যায়। যে এলাকায় ওই যুদ্ধজাহাজটি টহল দিয়েছে সেটি চীনের সমুদ্রসীমার মধ্যে পড়ে।

বিবৃতিতে আরও বলা হয়, চীনা সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান দিয়ে তাড়া করে ওই মার্কিন যুদ্ধজাহাজকে সীমানার বাইরে পাঠাতে সক্ষম হয়েছে।

যুক্তরাষ্ট্রের এ ধরনের তৎপরতা চীনের সার্বভৌমত্ব, দক্ষিণ চীন সাগর এলাকার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে পাল্টা বিবৃতিতে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র বরাবরই আন্তর্জাতিক নৌচালনা নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল; আর চীন সেনাবাহিনী সমুদ্রসীমার যে অংশটিকে নিজেদের বলে দাবি করছে, সেটি এখনও মীমাংসিত নয়। কারণ তাইওয়ান ও ভিয়েতনামও প্যারাকেল দ্বীপপুঞ্জ ও তার আশপাশের সমুদ্র এলাকাকে নিজেদের বলে দাবি করে।

চীনা সেনাবাহিনী মিথ্যাচার করছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের বিবৃতিতে আরও বলা হয়, কার্টিস উইলবার নামের যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ কোনো দেশের সীমানা থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, এশিয়া–ভূমধ্যসাগরে চীন-যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে দক্ষিণ চীন সাগর একটি গুরুত্বপূর্ণ এলাকা হয়ে উঠেছে। চীন বরাবরই দক্ষিণ চীন সাগরে নিজেদের সমুদ্রসীমা নির্দিষ্ট করতে চাইলেও যুক্তরাষ্ট্রের দাবি, নিজেদের সমুদ্রসীমা নির্দিষ্ট করার নামে সাগরের তীরবর্তী অন্য দেশগুলোর সমুদ্রসীমা দখল করার পাঁয়তারা করছে চীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত