Ajker Patrika

বাবার পাস বইয়ে লুকিয়ে ছিল সৌভাগ্য, রাতারাতি কোটিপতি এক চিলিয়ান

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৮: ০৫
বাবার পাস বইয়ে লুকিয়ে ছিল সৌভাগ্য, রাতারাতি কোটিপতি এক চিলিয়ান

মানুষের ভাগ্য পরিবর্তন হওয়া একটি মুহূর্তের ব্যাপার। ঠিক এই ঘটনাটিই ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলির এক ব্যক্তির ক্ষেত্রে। অ্যাক্সেকুয়েল হিনোজোসা নামের ওই ব্যক্তি ছয় দশকের পুরোনো একটি নোটবুকে বাবার রেখে যাওয়া বিপুল পরিমাণ অর্থের সন্ধান পেয়েছেন। এতে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন তিনি। 

আজ সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শতকের ৬০ ও ৭০-এর দশকে একটি বাড়ি কেনার জন্য ব্যাংকে অর্থ জমা করছিলেন হিনোজোসার বাবা। পাসওয়ার্ড বইয়ের তথ্য অনুযায়ী, সে সময় হিনোজোসার বাবা ১ লাখ ৪০ হাজার পেসো (চিলির মুদ্রা) সঞ্চয় করতে সক্ষম হন। মার্কিন ডলারে এই অর্থ খুব যৎসামান্যই ছিল, মাত্র ১৬৩ ডলার। কিন্তু অর্ধ শতাব্দীরও বেশি সময়ের ব্যবধানে সুদ এবং মুদ্রাস্ফীতি যুক্ত হয়ে এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১০০ কোটি পেসোরও বেশি। মার্কিন ডলারে এই অর্থের পরিমাণ প্রায় ১২ লাখ ডলার। আর বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ১৩ কোটি ২২ লাখেরও বেশি। 

হিনোজোসার বাবা মারা গেছেন ১০ বছর আগে। বাবার ব্যাংক হিসাব ও জমানো অর্থের কথা জানত না পরিবারের কেউই। বাবার মৃত্যুর পর একটি বাক্সের ভেতরে বহু বছর ধরেই পড়েছিল একটি নোটবুক। সম্প্রতি বাড়ি পরিষ্কার করতে গিয়ে সেই নোটবুকটি নজরে আসে হিনোজোসার। 

তবে বাবার গচ্ছিত অর্থ পাওয়ার জন্য বেশ কাঠখড়ও পোড়াতে হয়েছে হিনোজোসাকে। ওই অর্থের বিষয়ে রাষ্ট্রীয় নিশ্চয়তার শর্ত জুড়ে দেওয়া ছিল। অর্থাৎ কোনো কারণে ব্যাংক অর্থ প্রদানে ব্যর্থ হলে সরকার তা পরিশোধ করবে। কিন্তু এতে বাধ সাধে চিলির বর্তমান সরকার। হিনোজোসাকে বহু বছর আগে রেখে যাওয়া বাবার অর্থ পরিশোধ করতে অস্বীকার করে রাষ্ট্র। 

এ অবস্থায় আইনের দ্বারস্থ হন হিনোজোসা। তিনি বলেন, ‘এই অর্থ আমাদের পরিবারের। আমার বাবা কঠোর পরিশ্রম করে এই অর্থ জমা করেছিলেন।’ 

তিনি আরও বলেন, ‘আমি কখনোই ভাবিনি বিষয়টি রাষ্ট্রের বিরুদ্ধে একটি মামলায় পরিণত হবে।’ 

প্রতিবেদনে বলা হয়েছে, চিলির বেশ কয়েকটি আদালত হিনোজোসার পক্ষে রায় দিয়েছেন। তবে প্রতিটি রায়ের বিরুদ্ধেই আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আদালতের লড়াইয়ে অর্থ ফেরত দিতে রাষ্ট্রীয় অঙ্গীকারের বিষয়টি হিনোজোসার পক্ষে কাজ করেছে। অবশেষে দেশটির সর্বোচ্চ আদালত তাঁর পক্ষে রায় দিয়েছেন এবং রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন যেন হিনোজোসার প্রাপ্য অর্থ সব শর্ত মেনে কড়ায় গন্ডায় ফেরত দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মসজিদে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় লাঞ্ছিত বিএনপি নেতা

বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন থেকে আগ্নেয়াস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার

তিন ঘণ্টা পর আংশিক চালু মেট্রোরেল

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

এলাকার খবর
Loading...