সময়টা আজ থেকে ৪২ বছর আগে। চিলিতে তখন অগস্তো পিনোশের স্বৈরশাসন চলছে। সে সময় দেশটির এক মায়ের বুক খালি করে এক শিশুকে চুরি করে নিয়ে গিয়েছিল কেউ। অবশেষে সেই চুরি যাওয়া শিশু ৪২ বছর পর তাঁর মায়ের কাছে ফিরেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হারিয়ে যাওয়া সেই শিশু এখন ৪২ বছরের যুবক জিমি লিপার্ট। পেশায় আইনজীবী। বসবাস যুক্তরাষ্ট্রে। সম্প্রতি মায়ের খোঁজ পেয়ে কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে পৌঁছেছেন চিলিতে। পথে বিমানে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে একটি ভিডিও শেয়ার করেন।
ভিডিওতে জিমি বলেন, ‘তিনি (মা) আমার ব্যাপারে ভালো করে কিছু জানতেনও না। কারণ তারা (চোর) আমাকে নিয়ে গিয়েছিল। আমার মাকে বলা হয়েছিল, আমি মরে গেছি।’ জিমি আরও বলেন, ‘তিনি (মা) পরে আমার মরদেহ দেখতে চাইলে হাসপাতালের লোকজন বলেছিল, তারা আমার দেহ ফেলে দিয়েছে।’
জিমি লিপার্ট মায়ের ব্যাপারে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমরা কখনোই একে অপরকে জড়িয়ে ধরিনি, কখনোই আলিঙ্গন করিনি।’
জিমি লিপার্টের মায়ের নাম মারিয়া অ্যাঞ্জেলিকা গঞ্জালেজ। তিনি চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ৭৪০ কিলোমিটার দূরের ভালদিভিয়া নামে একটি এলাকায় বসবাস করেন। লিপার্ট মায়ের খোঁজে সেখানেই যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা যায়, লিপার্ট এক হাতে ফুলের তোড়া নিয়ে মায়ের দিকে এগিয়ে যাচ্ছেন। একপর্যায়ে মাকে আলিঙ্গন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন লিপার্ট।
জিমি লিপার্টের সঙ্গে তাঁর স্ত্রী ও দুই কন্যাও গিয়েছিলেন ভালদিভিয়ায়।
জিমি লিপার্টকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দিতে সবচেয়ে বেশি সহায়তা করেছে মানুষের ডিএনএ ট্রেসিং নিয়ে কাজ করা প্রতিষ্ঠান মাই হেরিটেজ এবং চিলির বেসরকারি প্রতিষ্ঠান নস বোসকামোস। এই প্রতিষ্ঠান পিনোশের ১৭ বছরে স্বৈরশাসনের সময় যেসব শিশু বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করে। উল্লেখ্য, চিলিতে অগস্তো পিনোশের স্বৈরশাসন শেষ হয় ১৯৯০ সালে।
নস বোসকামোসের প্রতিষ্ঠাতা কনস্ত্যাঞ্জা দেল রিও নিজেও পিনোশের শাসনামলে হারিয়ে গিয়েছিলেন। নিজের প্রকৃত বাবা-মাকে ফিরে না পেয়ে তিনি প্রতিষ্ঠানটি শুরু করেন। যাত্রার পর থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি চার শতাধিক মানুষকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।
দেল রিও জিমি লিপার্টের মায়ের কাছে ফেরার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘এটি সেই স্বৈরশাসনের সময়ে হাজারো শিশু পাচারের ঘটনার মধ্যে একটি মাত্র। এসব শিশুকে মৃত বলে ঘোষণা করে ১০ থেকে ১৫ হাজার ডলারের বিনিময়ে বিক্রি করে দেওয়া হতো।’
সময়টা আজ থেকে ৪২ বছর আগে। চিলিতে তখন অগস্তো পিনোশের স্বৈরশাসন চলছে। সে সময় দেশটির এক মায়ের বুক খালি করে এক শিশুকে চুরি করে নিয়ে গিয়েছিল কেউ। অবশেষে সেই চুরি যাওয়া শিশু ৪২ বছর পর তাঁর মায়ের কাছে ফিরেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হারিয়ে যাওয়া সেই শিশু এখন ৪২ বছরের যুবক জিমি লিপার্ট। পেশায় আইনজীবী। বসবাস যুক্তরাষ্ট্রে। সম্প্রতি মায়ের খোঁজ পেয়ে কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে পৌঁছেছেন চিলিতে। পথে বিমানে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে একটি ভিডিও শেয়ার করেন।
ভিডিওতে জিমি বলেন, ‘তিনি (মা) আমার ব্যাপারে ভালো করে কিছু জানতেনও না। কারণ তারা (চোর) আমাকে নিয়ে গিয়েছিল। আমার মাকে বলা হয়েছিল, আমি মরে গেছি।’ জিমি আরও বলেন, ‘তিনি (মা) পরে আমার মরদেহ দেখতে চাইলে হাসপাতালের লোকজন বলেছিল, তারা আমার দেহ ফেলে দিয়েছে।’
জিমি লিপার্ট মায়ের ব্যাপারে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমরা কখনোই একে অপরকে জড়িয়ে ধরিনি, কখনোই আলিঙ্গন করিনি।’
জিমি লিপার্টের মায়ের নাম মারিয়া অ্যাঞ্জেলিকা গঞ্জালেজ। তিনি চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ৭৪০ কিলোমিটার দূরের ভালদিভিয়া নামে একটি এলাকায় বসবাস করেন। লিপার্ট মায়ের খোঁজে সেখানেই যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা যায়, লিপার্ট এক হাতে ফুলের তোড়া নিয়ে মায়ের দিকে এগিয়ে যাচ্ছেন। একপর্যায়ে মাকে আলিঙ্গন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন লিপার্ট।
জিমি লিপার্টের সঙ্গে তাঁর স্ত্রী ও দুই কন্যাও গিয়েছিলেন ভালদিভিয়ায়।
জিমি লিপার্টকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দিতে সবচেয়ে বেশি সহায়তা করেছে মানুষের ডিএনএ ট্রেসিং নিয়ে কাজ করা প্রতিষ্ঠান মাই হেরিটেজ এবং চিলির বেসরকারি প্রতিষ্ঠান নস বোসকামোস। এই প্রতিষ্ঠান পিনোশের ১৭ বছরে স্বৈরশাসনের সময় যেসব শিশু বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করে। উল্লেখ্য, চিলিতে অগস্তো পিনোশের স্বৈরশাসন শেষ হয় ১৯৯০ সালে।
নস বোসকামোসের প্রতিষ্ঠাতা কনস্ত্যাঞ্জা দেল রিও নিজেও পিনোশের শাসনামলে হারিয়ে গিয়েছিলেন। নিজের প্রকৃত বাবা-মাকে ফিরে না পেয়ে তিনি প্রতিষ্ঠানটি শুরু করেন। যাত্রার পর থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি চার শতাধিক মানুষকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।
দেল রিও জিমি লিপার্টের মায়ের কাছে ফেরার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘এটি সেই স্বৈরশাসনের সময়ে হাজারো শিশু পাচারের ঘটনার মধ্যে একটি মাত্র। এসব শিশুকে মৃত বলে ঘোষণা করে ১০ থেকে ১৫ হাজার ডলারের বিনিময়ে বিক্রি করে দেওয়া হতো।’
অবৈধ অভিবাসী আটকে দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে মালয়েশিয়া। গত বুধবার পর্যন্ত দেশটিতে ২২ হাজার অবৈধ অভিবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। গতকাল শুক্রবার মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেট টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ১৬৫ জ
৯ ঘণ্টা আগেনিউইয়র্ক শহরের ব্যস্ত রাস্তায় গত ক’দিন ধরে দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক দৃশ্য। ব্যস্ততম ম্যানহাটনের পথে পথে একটি বুনো টার্কি আপন মনে হাঁটছে, উড়ছে কিংবা ঘুরে বেড়াচ্ছে ছাদে ছাদে। এটি একটি নামও পেয়ে গেছে—অ্যাস্টোরিয়া। শহরের মানুষ অ্যাস্টোরিয়ার এমন সাহসিক অভিযানে এখন রীতিমতো অভিভূত।
৯ ঘণ্টা আগেপাকিস্তানের করাচিতে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে উগ্র ইসলামপন্থীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার করাচির একটি মোবাইল মার্কেটের কাছে এ হামলার ঘটনা ঘটে। এর আগে উগ্রপন্থীরা এই সংখ্যালঘু সম্প্রদায়ের একটি উপাসনালয় ঘেরাও করে।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সিয়েরা নেভাদা পর্বতমালার নিচে পৃথিবীর ভূত্বক যে ধীরে ধীরে খসে পড়ছে বা খোসা ছাড়াচ্ছে, তার বিরল ও শক্তিশালী প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৪০ বছরের ভূমিকম্পের রেকর্ড ঘাঁটতে গিয়ে চাঞ্চল্যকর এই তথ্য সামনে আনেন ভূকম্পবিদ ডেবোরাহ কিলব।
১০ ঘণ্টা আগে