অনলাইন ডেস্ক
দ্বিতীয় দফার ভোটে নন্দীগ্রামের বয়ালে অবাধে জাল ভোট দিচ্ছে বিজেপি। এমন অভিযোগে বয়াল মক্তব প্রাথমিক বিদ্যালয়ের ৭ নম্বর বুথে ছুটে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছে নিজেই বুথের মধ্যে আটকে পরেন। ২ ঘণ্টা বন্দি থাকার পর সোয়া ৩টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে নিরাপদে বাইরে নিয়ে আসেন।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে কেন্দ্র থেকে বেরিয়ে সংবাদ সম্মেলন করেন তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী। এতে মমতা বলেন, ‘নন্দীগ্রাম নিয়ে আমি চিন্তিত নই; গণতন্ত্র নিয়ে চিন্তিত। এখানে ভোটে চিটিংবাজি হয়েছে।’
বয়ালের ওই বুথে ৮০ শতাংশ ভোট বিজেপির প্রার্থীরা পিটিয়ে নিয়েছে বলেও দাবি মমতার। জালভোট হওয়ার এমন ৬৩টি অভিযোগ পেয়েছেন বলে জানান এ প্রার্থী। তবে কেন্দ্রীয় বাহিনী এ নিয়ে তেমন কোন ব্যবস্থা নেয়নি উল্লেখ করে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন মমতা।
তবে কেন্দ্র ত্যাগের সময় ‘ভিক্টরি চিহ্ন’ দেখাতে ভোলেননি মমতা। জয়ের আশাবাদ ব্যক্ত করে মমতা বলেন, ‘নন্দীগ্রামে তৃণমূল ৯০ শতাংশ ভোট পাবে। মা-মাটি-মানুষের আশীর্বাদে আমিই জিতব।’
মমতার অভিযোগ উড়িয়ে দেন রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘হেরে যাবেন বুঝে উত্তেজনা সৃষ্টি করছেন মমতা। নির্বাচন কমিশনকে ভরসা করা উচিত।’
এই সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ও হাওড়ার উলুবেড়িয়ায় বক্তব্য রেখেছেন। ২টি জনসভায়ই নীলবাড়ির লড়াইয়ের ‘হট সিট’ নন্দীগ্রামের প্রসঙ্গ টানেন মোদী।
মোদী বলেন, ‘বাংলা যা চাইছে নন্দীগ্রামে সেটাই হয়েছে। দিদি, প্রথমে ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে গিয়েছিলেন। পরে বুঝলেন সেটা ভুল করেছি।’
বাংলায় ‘আসল পরিবর্তন’-এর জোর হাওয়া বইছে উল্লেখ করে নিশ্চিত জয়ের প্রত্যাশাও ব্যক্ত করেন মোদী।
মমতার নেতৃত্বকে ‘সিন্ডিকেট সরকার’ আখ্যা দিয়ে মোদী বলেন, ‘দিদি সব কিছুতে শুধু বাধা দিতেই জানেন। ১০ বছর কোনও পরিকল্পনা ছাড়াই সরকার চালিয়েছেন। শিল্পকে ধ্বংস করেছেন। কিন্তু একবিংশ শতকের বাংলায় ওই সরকার চলবে না। বাংলার দরকার এক দূরদৃষ্টিসম্পন্ন সরকার, যারা পরিকল্পনা করে বাংলার উন্নতির লক্ষ্যে কাজ করবে।’
দ্বিতীয় দফার ভোটে নন্দীগ্রামের বয়ালে অবাধে জাল ভোট দিচ্ছে বিজেপি। এমন অভিযোগে বয়াল মক্তব প্রাথমিক বিদ্যালয়ের ৭ নম্বর বুথে ছুটে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছে নিজেই বুথের মধ্যে আটকে পরেন। ২ ঘণ্টা বন্দি থাকার পর সোয়া ৩টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে নিরাপদে বাইরে নিয়ে আসেন।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে কেন্দ্র থেকে বেরিয়ে সংবাদ সম্মেলন করেন তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী। এতে মমতা বলেন, ‘নন্দীগ্রাম নিয়ে আমি চিন্তিত নই; গণতন্ত্র নিয়ে চিন্তিত। এখানে ভোটে চিটিংবাজি হয়েছে।’
বয়ালের ওই বুথে ৮০ শতাংশ ভোট বিজেপির প্রার্থীরা পিটিয়ে নিয়েছে বলেও দাবি মমতার। জালভোট হওয়ার এমন ৬৩টি অভিযোগ পেয়েছেন বলে জানান এ প্রার্থী। তবে কেন্দ্রীয় বাহিনী এ নিয়ে তেমন কোন ব্যবস্থা নেয়নি উল্লেখ করে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন মমতা।
তবে কেন্দ্র ত্যাগের সময় ‘ভিক্টরি চিহ্ন’ দেখাতে ভোলেননি মমতা। জয়ের আশাবাদ ব্যক্ত করে মমতা বলেন, ‘নন্দীগ্রামে তৃণমূল ৯০ শতাংশ ভোট পাবে। মা-মাটি-মানুষের আশীর্বাদে আমিই জিতব।’
মমতার অভিযোগ উড়িয়ে দেন রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘হেরে যাবেন বুঝে উত্তেজনা সৃষ্টি করছেন মমতা। নির্বাচন কমিশনকে ভরসা করা উচিত।’
এই সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ও হাওড়ার উলুবেড়িয়ায় বক্তব্য রেখেছেন। ২টি জনসভায়ই নীলবাড়ির লড়াইয়ের ‘হট সিট’ নন্দীগ্রামের প্রসঙ্গ টানেন মোদী।
মোদী বলেন, ‘বাংলা যা চাইছে নন্দীগ্রামে সেটাই হয়েছে। দিদি, প্রথমে ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে গিয়েছিলেন। পরে বুঝলেন সেটা ভুল করেছি।’
বাংলায় ‘আসল পরিবর্তন’-এর জোর হাওয়া বইছে উল্লেখ করে নিশ্চিত জয়ের প্রত্যাশাও ব্যক্ত করেন মোদী।
মমতার নেতৃত্বকে ‘সিন্ডিকেট সরকার’ আখ্যা দিয়ে মোদী বলেন, ‘দিদি সব কিছুতে শুধু বাধা দিতেই জানেন। ১০ বছর কোনও পরিকল্পনা ছাড়াই সরকার চালিয়েছেন। শিল্পকে ধ্বংস করেছেন। কিন্তু একবিংশ শতকের বাংলায় ওই সরকার চলবে না। বাংলার দরকার এক দূরদৃষ্টিসম্পন্ন সরকার, যারা পরিকল্পনা করে বাংলার উন্নতির লক্ষ্যে কাজ করবে।’
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
১ ঘণ্টা আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
১ ঘণ্টা আগেআফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে...
২ ঘণ্টা আগে