নিউজিল্যান্ডে প্রতিবাদের মুখে শিশুদের বিড়াল শিকার ও হত্যা প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্য প্রাণীর অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর তীব্র প্রতিবাদের মুখে প্রতিযোগিতাটি বাতিলের ঘোষণা আসে।
আজ রোববার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদন অনুসারে, নিউজিল্যান্ডে বন্য বিড়ালকে ফসলের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচনা করা হয়। এটি জৈব নিরাপত্তার হুমকি। বন্য বিড়াল শিকার ও হত্যার বার্ষিক প্রতিযোগিতায় এবার শিশুদের জন্য নতুন ক্যাটাগরি যোগ করে আয়োজকেরা। তাঁরা ১৪ বছর ও এর কম বয়সী শিশুদের জন্য এ প্রতিযোগিতার ঘোষণা করে। প্রতিযোগিতায় পোষা বিড়াল হত্যা না করতে বলা হয়। আর বন্য বিড়াল হত্যা করতে পুরস্কার ঘোষণা করা হয়। বলা হয়, এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত যে সকল শিশুরা সর্বাধিক বন্য বিড়াল হত্যা করতে পারবে তাঁরা ২৫০ নিউজিল্যান্ড ডলার জিততে পারবে।
প্রতিযোগিতা বাতিলের পর নিউজিল্যান্ডের ‘সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেলস’ বলেছে, প্রতিযোগিতায় শিশুদের বন্য বিড়ালকে গুলি করে হত্যার কথা বলা হয়েছিল। শিশুদের বিড়াল হত্যা প্রতিযোগিতা বাতিলের খবরটি স্বস্তির।
প্রাণী রক্ষায় কাজ করা এসপিসিএ-এর মুখপাত্র বলেন, শিশু কিংবা বড় কারও পক্ষেই বন্য বিড়াল কিংবা পোষা বিড়াল আলাদা করা সম্ভব নয়।
প্রতিযোগিতায় বন্য শূকর ও হরিণ শিকারের ক্যাটাগরিও আছে। নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের রথারহ্যাম স্কুল এ প্রতিযোগিতার আয়োজন করে। আয়োজকেরা বলেন, তাঁরা আয়োজন নিয়ে নানা নেতিবাচক বার্তা পেয়েছেন।
ফেসবুকে আয়োজকেরা লেখেন, ‘আমাদের স্পনসর ও স্কুলের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে প্রধান অগ্রাধিকার। তাই আরও প্রতিক্রিয়া এড়াতে এই বছরের জন্য এই বিভাগটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
নিউজিল্যান্ডের সংরক্ষণ বিভাগের তথ্য অনুযায়ী, বন্য বিড়াল ক্ষতিকর প্রাণী। এটি পাখি, বাদুড়, টিকটিকি, ইঁদুর এবং পোকামাকড়ের ওপর বড় প্রভাব ফেলে।
নিউজিল্যান্ডে প্রতিবাদের মুখে শিশুদের বিড়াল শিকার ও হত্যা প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্য প্রাণীর অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর তীব্র প্রতিবাদের মুখে প্রতিযোগিতাটি বাতিলের ঘোষণা আসে।
আজ রোববার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদন অনুসারে, নিউজিল্যান্ডে বন্য বিড়ালকে ফসলের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচনা করা হয়। এটি জৈব নিরাপত্তার হুমকি। বন্য বিড়াল শিকার ও হত্যার বার্ষিক প্রতিযোগিতায় এবার শিশুদের জন্য নতুন ক্যাটাগরি যোগ করে আয়োজকেরা। তাঁরা ১৪ বছর ও এর কম বয়সী শিশুদের জন্য এ প্রতিযোগিতার ঘোষণা করে। প্রতিযোগিতায় পোষা বিড়াল হত্যা না করতে বলা হয়। আর বন্য বিড়াল হত্যা করতে পুরস্কার ঘোষণা করা হয়। বলা হয়, এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত যে সকল শিশুরা সর্বাধিক বন্য বিড়াল হত্যা করতে পারবে তাঁরা ২৫০ নিউজিল্যান্ড ডলার জিততে পারবে।
প্রতিযোগিতা বাতিলের পর নিউজিল্যান্ডের ‘সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেলস’ বলেছে, প্রতিযোগিতায় শিশুদের বন্য বিড়ালকে গুলি করে হত্যার কথা বলা হয়েছিল। শিশুদের বিড়াল হত্যা প্রতিযোগিতা বাতিলের খবরটি স্বস্তির।
প্রাণী রক্ষায় কাজ করা এসপিসিএ-এর মুখপাত্র বলেন, শিশু কিংবা বড় কারও পক্ষেই বন্য বিড়াল কিংবা পোষা বিড়াল আলাদা করা সম্ভব নয়।
প্রতিযোগিতায় বন্য শূকর ও হরিণ শিকারের ক্যাটাগরিও আছে। নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের রথারহ্যাম স্কুল এ প্রতিযোগিতার আয়োজন করে। আয়োজকেরা বলেন, তাঁরা আয়োজন নিয়ে নানা নেতিবাচক বার্তা পেয়েছেন।
ফেসবুকে আয়োজকেরা লেখেন, ‘আমাদের স্পনসর ও স্কুলের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে প্রধান অগ্রাধিকার। তাই আরও প্রতিক্রিয়া এড়াতে এই বছরের জন্য এই বিভাগটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
নিউজিল্যান্ডের সংরক্ষণ বিভাগের তথ্য অনুযায়ী, বন্য বিড়াল ক্ষতিকর প্রাণী। এটি পাখি, বাদুড়, টিকটিকি, ইঁদুর এবং পোকামাকড়ের ওপর বড় প্রভাব ফেলে।
ডব্লিউএফপি জানিয়েছে, গাজায় প্রবেশের পর তাদের ২৫টি ত্রাণের গাড়ি ঘিরে ফেলে ‘ক্ষুধার্ত গাজাবাসী’। এরপরেই সেখানে গুলি ছোড়া হয়। ডব্লিউএফপির বিবৃতিতে বলা হয়, সহায়তা চাওয়া বেসামরিকদের ওপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
৩ ঘণ্টা আগেনেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী গত রাতে অসুস্থতা বোধ করেন। পরীক্ষায় দেখা গেছে, তিনি অন্ত্রের প্রদাহ এবং পানিশূন্যতায় ভুগছেন। এর জন্য তাঁকে শিরায় ফ্লুইড দেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগেপানির গাড়ি আসার শব্দ শুনলে প্রতিদিন ৪২ বছর বয়সী রাহিলা বালতি আর কনটেইনার নিয়ে ছুটে যান রাস্তায়। কারণ, দেরি করলে কিছুই জুটবে না। তিনি বলেন, ‘পানি পাওয়ার কোনো জায়গা নেই। এটা এখন আমাদের জীবন-মরণের প্রশ্ন।’
৪ ঘণ্টা আগেভারতের শীর্ষস্থানীয় ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন-ডিসিএক্স একটি বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রায় ৪৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৫৩৩ কোটি টাকার বেশি।
৫ ঘণ্টা আগে