অনলাইন ডেস্ক
ব্রাজিলে করোনায় মৃত্যু খুব শিগগির যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। দেশটিতে গতকাল মঙ্গলবার একদিনে মৃতের সংখ্যা রেকর্ড চার হাজার ছাড়িয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৩ লাখ ৩৭ হাজার মানুষ। যেখানে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫ লাখ ৫৫ হাজারে পৌঁছেছে।
ব্রাজিলের জনসংখ্যা যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ হলেও ভঙ্গুর স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে মৃত্যু বেশি হতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন দুই জন বিশেষজ্ঞ।
ব্রাজিলের করোনাভাইরাসের বর্তমান অবস্থা নিয়ে ডিউক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মিগুয়েল নিকোলিস বলেছেন, এটি একটি পারমাণবিক চুল্লির ভেতরে শৃঙ্খল বিক্রিয়ার মতো কাজ করছে, যা এখন নিয়ন্ত্রণের বাইরে। অর্থাৎ আক্রান্তের সংখ্যা জ্যাতিমিক হারে বাড়ছে।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় বলে, গত ২৪ ঘন্টায় ৪ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দৈনিক মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এটি। সামাজিক দূরত্ব ঠিকভাবে না মানার কারণে ব্রাজিলে প্রতি সপ্তাহেই মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে।
রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, ব্যাপকভাবে ভ্যাকসিন প্রয়োগের কারণে যুক্তরাষ্ট্রে কোভিডের প্রাদুর্ভাব কমেছে। অন্যদিকে এখন মহামারীর ভরকেন্দ্রে পরিণত হয়েছে ব্রাজিল। বিশ্বে প্রতিদিন চারজনের মধ্যে একজনের মৃত্যুই ঘটছে ব্রাজিলে।
দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো মহামারীর শুরু থেকেই মাস্ক পরা ও লকডাউনের বিরোধিতা করে এসেছেন। কিন্তু বিশেষজ্ঞরা বারবার বলছেন, কোভিড নিয়ন্ত্রণে এসব জরুরি।
টিকা নেওয়ার ক্ষেত্রেও দেশটি দেরি করে ফেলেছে। এ নিয়ে প্রেসিডেন্ট নানা ভিত্তিহীন ও হাস্যকর কথাবার্তা বলেছেন।
এই পরিস্থিতি সত্ত্বেও দেশটির কর্মকর্তারা বলছেন, শিগগির তারা স্বাভাবিক কাজকের্ম ফিরতে পারবেন। দুই-তিন মাস পরই ব্রাজিলে সবকিছু স্বাভাবিক হয়ে আসবে।
সংক্রমণ নিয়ন্ত্রণের লড়াইয়ে ব্যর্থতার জন্য বলসোনারো সরকারের দুর্বল পদক্ষেপই দায়ী করছেন বিশেষজ্ঞরা। ব্রাজিলের মেডিকেল ইনস্টিটিউট ফিয়োক্রুসের গবেষক নিকোলিস ও ক্রিস্টোভাম বার্সেলোস বলেন, সামগ্রিক মৃত্যু ও প্রতিদিন গড় মৃত্যুর রেকর্ড উভয় ক্ষেত্রে ব্রাজিল যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে।
এদিকে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের (আইএইচএমই) একটি গাণিতিক মডেল অনুসারে বলা হচ্ছে, আগামী সপ্তাহে ব্রাজিল যুক্তরাষ্ট্রের দৈনিক গড় মৃত্যুর রেকর্ড ভেঙে ফেলবে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ৩ হাজার ২৮৫ জন মারা গেছেন।
আইএইচএমইয়ের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১ জুলাই ব্রাজিলে মৃত্যুর সংখ্যা দাঁড়াবে ৫ লাখ ৬৩ হাজার। তখন যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা হবে ৬ লাখ ৯ হাজার।
ব্রাজিলে করোনায় মৃত্যু খুব শিগগির যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। দেশটিতে গতকাল মঙ্গলবার একদিনে মৃতের সংখ্যা রেকর্ড চার হাজার ছাড়িয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৩ লাখ ৩৭ হাজার মানুষ। যেখানে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫ লাখ ৫৫ হাজারে পৌঁছেছে।
ব্রাজিলের জনসংখ্যা যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ হলেও ভঙ্গুর স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে মৃত্যু বেশি হতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন দুই জন বিশেষজ্ঞ।
ব্রাজিলের করোনাভাইরাসের বর্তমান অবস্থা নিয়ে ডিউক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মিগুয়েল নিকোলিস বলেছেন, এটি একটি পারমাণবিক চুল্লির ভেতরে শৃঙ্খল বিক্রিয়ার মতো কাজ করছে, যা এখন নিয়ন্ত্রণের বাইরে। অর্থাৎ আক্রান্তের সংখ্যা জ্যাতিমিক হারে বাড়ছে।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় বলে, গত ২৪ ঘন্টায় ৪ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দৈনিক মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এটি। সামাজিক দূরত্ব ঠিকভাবে না মানার কারণে ব্রাজিলে প্রতি সপ্তাহেই মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে।
রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, ব্যাপকভাবে ভ্যাকসিন প্রয়োগের কারণে যুক্তরাষ্ট্রে কোভিডের প্রাদুর্ভাব কমেছে। অন্যদিকে এখন মহামারীর ভরকেন্দ্রে পরিণত হয়েছে ব্রাজিল। বিশ্বে প্রতিদিন চারজনের মধ্যে একজনের মৃত্যুই ঘটছে ব্রাজিলে।
দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো মহামারীর শুরু থেকেই মাস্ক পরা ও লকডাউনের বিরোধিতা করে এসেছেন। কিন্তু বিশেষজ্ঞরা বারবার বলছেন, কোভিড নিয়ন্ত্রণে এসব জরুরি।
টিকা নেওয়ার ক্ষেত্রেও দেশটি দেরি করে ফেলেছে। এ নিয়ে প্রেসিডেন্ট নানা ভিত্তিহীন ও হাস্যকর কথাবার্তা বলেছেন।
এই পরিস্থিতি সত্ত্বেও দেশটির কর্মকর্তারা বলছেন, শিগগির তারা স্বাভাবিক কাজকের্ম ফিরতে পারবেন। দুই-তিন মাস পরই ব্রাজিলে সবকিছু স্বাভাবিক হয়ে আসবে।
সংক্রমণ নিয়ন্ত্রণের লড়াইয়ে ব্যর্থতার জন্য বলসোনারো সরকারের দুর্বল পদক্ষেপই দায়ী করছেন বিশেষজ্ঞরা। ব্রাজিলের মেডিকেল ইনস্টিটিউট ফিয়োক্রুসের গবেষক নিকোলিস ও ক্রিস্টোভাম বার্সেলোস বলেন, সামগ্রিক মৃত্যু ও প্রতিদিন গড় মৃত্যুর রেকর্ড উভয় ক্ষেত্রে ব্রাজিল যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে।
এদিকে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের (আইএইচএমই) একটি গাণিতিক মডেল অনুসারে বলা হচ্ছে, আগামী সপ্তাহে ব্রাজিল যুক্তরাষ্ট্রের দৈনিক গড় মৃত্যুর রেকর্ড ভেঙে ফেলবে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ৩ হাজার ২৮৫ জন মারা গেছেন।
আইএইচএমইয়ের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১ জুলাই ব্রাজিলে মৃত্যুর সংখ্যা দাঁড়াবে ৫ লাখ ৬৩ হাজার। তখন যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা হবে ৬ লাখ ৯ হাজার।
আফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে...
১৩ মিনিট আগেভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) ওষুধ রপ্তানির জন্য নির্ধারিত ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আজ ১ ফেব্রুয়ারি থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই ব্যবস্থা প্রত্যাহারের মূল লক্ষ্য হলো—ভারতের ওষুধ রপ্তানিকে সংশ্লিষ্ট দেশগুলোর নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা...
৩৮ মিনিট আগেভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গ্লোবাল ভারতের ২০২৫ সালের ফেডারেল বাজেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর এর প্রভাব নিয়ে কনস্টান্টিনো জেভিয়ারের সঙ্গে কথা বলেছে। সাক্ষাৎকারে ভারতের কূটনৈতিক সক্ষমতা এবং এর ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে...
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় টুইন-ইঞ্জিন মেডেভাক বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত...
২ ঘণ্টা আগে