করোনার উদ্বেগজনক নতুন ধরন ওমিক্রনের ঝুকিপূর্ণ তালিকায় ১২টি দেশকে অন্তর্ভুক্ত করে তালিকা তৈরি করেছে ভারত। এই দেশগুলো ‘ঝুঁকিতে’ বলে মনে করছে দেশটির সরকার। এই তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
জানা যায়, ১২টি দেশ থেকে ভারতে যাওয়া নাগরিকদের নয়াদিল্লির আইজিআই বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষা গতকাল রোববার থেকে শুরু হয়েছে।
এ তালিকায় থাকা অন্য দেশগুলো হলো যুক্তরাজ্য, ইউরোপের সব দেশ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশোধিত নির্দেশনা অনুযায়ী, এসব দেশ থেকে আগত ব্যক্তিরা আরটি-পিসিআর পরীক্ষার ফল না আসা পর্যন্ত বিমানবন্দর ছাড়তে পারবেন না বা কানেকটিং ফ্লাইটে উঠতে পারবেন না।
পরীক্ষার ফলাফল যাঁদের করোনাভাইরাস পজিটিভ আসবে তাঁদের মেডিকেল আইসোলেশন কেন্দ্রে নেওয়া হবে। ওমিক্রন ভ্যারিয়েন্ট নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত তাঁদের সেখানে থাকতে হবে। তবে অন্য কোনো ধরনে আক্রান্ত হয়ে থাকলে তাঁদের শারীরিক অবস্থা এবং চিকিৎসকের সিদ্ধান্তের ভিত্তিতে ছেড়ে দেওয়া হবে।
এই তালিকায় থাকা দেশগুলো থেকে আসা যেসব যাত্রীর পরীক্ষার ফল নেগেটিভ আসবে তাঁদের অবশ্যই হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আট দিন পর আবার টেস্ট করতে হবে। এ সময় পজিটিভ ফলাফল এলে তাঁদের অবশ্যই কোভিড-১৯ হেলপ লাইনে যোগাযোগ করতে হবে।
এ ছাড়া ভ্রমণকারীদের সর্বশেষ ১৪ দিনের ভ্রমণ ইতিহাস জানানোও বাধ্যতামূলক করা হয়েছে।
দীর্ঘ ২০ মাসের বেশি সময় স্থগিত থাকার পর ২৬ নভেম্বর ভারত সরকার আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরুর ঘোষণা দিয়েছিল। বর্তমানে দ্বিপক্ষীয় এয়ার বাবল ব্যবস্থাপনার আওতায় বিভিন্ন দেশের সঙ্গে আকাশ যোগাযোগ চলছে। এর মধ্যে আবার সব যোগাযোগ বন্ধের ঝুঁকি তৈরি হলো।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রথম শনাক্ত করে দক্ষিণ আফ্রিকা। এরপর বেশ কয়েকটি দেশে শনাক্ত হয়েছে। গতকাল রোববার পর্যন্ত কমপক্ষে নয়টি দেশে ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বি.১.১.৫২৯ ভ্যারিয়েন্ট (ওমিক্রন) নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে।
এদিকে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের মহারাষ্ট্র রাজ্যে আসা এক ব্যক্তি করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন। তবে তিনি ওমিক্রনে আক্রান্ত কি না, তা এখনো নিশ্চিত হতে পারেননি চিকিৎসকেরা।
করোনার উদ্বেগজনক নতুন ধরন ওমিক্রনের ঝুকিপূর্ণ তালিকায় ১২টি দেশকে অন্তর্ভুক্ত করে তালিকা তৈরি করেছে ভারত। এই দেশগুলো ‘ঝুঁকিতে’ বলে মনে করছে দেশটির সরকার। এই তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
জানা যায়, ১২টি দেশ থেকে ভারতে যাওয়া নাগরিকদের নয়াদিল্লির আইজিআই বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষা গতকাল রোববার থেকে শুরু হয়েছে।
এ তালিকায় থাকা অন্য দেশগুলো হলো যুক্তরাজ্য, ইউরোপের সব দেশ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশোধিত নির্দেশনা অনুযায়ী, এসব দেশ থেকে আগত ব্যক্তিরা আরটি-পিসিআর পরীক্ষার ফল না আসা পর্যন্ত বিমানবন্দর ছাড়তে পারবেন না বা কানেকটিং ফ্লাইটে উঠতে পারবেন না।
পরীক্ষার ফলাফল যাঁদের করোনাভাইরাস পজিটিভ আসবে তাঁদের মেডিকেল আইসোলেশন কেন্দ্রে নেওয়া হবে। ওমিক্রন ভ্যারিয়েন্ট নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত তাঁদের সেখানে থাকতে হবে। তবে অন্য কোনো ধরনে আক্রান্ত হয়ে থাকলে তাঁদের শারীরিক অবস্থা এবং চিকিৎসকের সিদ্ধান্তের ভিত্তিতে ছেড়ে দেওয়া হবে।
এই তালিকায় থাকা দেশগুলো থেকে আসা যেসব যাত্রীর পরীক্ষার ফল নেগেটিভ আসবে তাঁদের অবশ্যই হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আট দিন পর আবার টেস্ট করতে হবে। এ সময় পজিটিভ ফলাফল এলে তাঁদের অবশ্যই কোভিড-১৯ হেলপ লাইনে যোগাযোগ করতে হবে।
এ ছাড়া ভ্রমণকারীদের সর্বশেষ ১৪ দিনের ভ্রমণ ইতিহাস জানানোও বাধ্যতামূলক করা হয়েছে।
দীর্ঘ ২০ মাসের বেশি সময় স্থগিত থাকার পর ২৬ নভেম্বর ভারত সরকার আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরুর ঘোষণা দিয়েছিল। বর্তমানে দ্বিপক্ষীয় এয়ার বাবল ব্যবস্থাপনার আওতায় বিভিন্ন দেশের সঙ্গে আকাশ যোগাযোগ চলছে। এর মধ্যে আবার সব যোগাযোগ বন্ধের ঝুঁকি তৈরি হলো।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রথম শনাক্ত করে দক্ষিণ আফ্রিকা। এরপর বেশ কয়েকটি দেশে শনাক্ত হয়েছে। গতকাল রোববার পর্যন্ত কমপক্ষে নয়টি দেশে ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বি.১.১.৫২৯ ভ্যারিয়েন্ট (ওমিক্রন) নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে।
এদিকে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের মহারাষ্ট্র রাজ্যে আসা এক ব্যক্তি করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন। তবে তিনি ওমিক্রনে আক্রান্ত কি না, তা এখনো নিশ্চিত হতে পারেননি চিকিৎসকেরা।
দক্ষিণ আফ্রিকায় চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ প্রবেশ করানোর অভিনব এক প্রকল্প চালু করেছেন বিজ্ঞানীরা। জোহানেসবার্গের উইটওয়াটারস্র্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল জানিয়েছে, এই পদ্ধতিতে গন্ডারদের কোনো ক্ষতি হবে না।
২ ঘণ্টা আগেপ্রবাদ আছে, ‘চোরের দশ দিন গেরস্তের এক দিন।’ ঠিক এমনই এক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। স্থানীয় পুলিশ এক ‘লুটেরা দুলহান’কে (প্রতারক কনে) গ্রেপ্তার করেছে। যাঁর বিরুদ্ধে এক-দুজন নয়, আটজন পুরুষকে বিয়ে করে তাঁদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগেভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি ও জেডিএসের সাবেক সাংসদ প্রজ্জ্বল রেভান্না ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। বেঙ্গালুরুর একটি আদালত দীর্ঘ ১৪ মাস ধরে চলা এই মামলার রায় আজ শুক্রবার ঘোষণা করেছেন। এই রায়ের মাধ্যমে কার্যত তাঁর রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটল বলে মনে করা হচ্ছে।
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে নয়াদিল্লির ওপর। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফনীতি, রুশ তেল কেনা নিয়ে পশ্চিমা বিশ্বে সমালোচনা, এফ-৩৫ যুদ্ধবিমান চুক্তি নিয়ে দ্বিধা, ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিষা প্রিয়াকে ফিরিয়ে আনার মানবিক ইস্যু এবং এর পাশাপাশি কোয়াড ও চীন-পাকিস্তান ঘিরে ক
৫ ঘণ্টা আগে