ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চেয়ে ব্রাজিলের উত্থাপন করা প্রস্তাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো আজ বুধবার ভোট দেবে। গাজা উপত্যকায় অবাধে মানবিক সহায়তা প্রবেশের জন্য এই প্রস্তাব আনা হয়েছে। যদিও এর আগে যুদ্ধবিরতি চেয়ে রাশিয়ার প্রস্তাব খারিজ হয়ে গেছে।
কূটনীতিকদের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, এই ভোটের পর সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়ার অনুরোধে গাজার হাসপাতালে বোমা হামলায় অন্তত ৫০০ জন নিহত হওয়ার ঘটনা নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
গাজার হাসপাতালে ‘গণহত্যা’র জন্য ইসরায়েলি বাহিনীকে দায়ী করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘে ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর। অন্যদিকে হামলার জন্য ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদকে দায়ী করেছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে গত সোমবারই ব্রাজিলের খসড়া প্রস্তাবের ওপর আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু দর-কষাকষির জন্য আরও ২৪ ঘণ্টা সময় পিছিয়ে দেওয়া হয়। প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল সফরের জন্য এই আলোচনা ও ভোটের সময় আরও পেছানোর জন্য চাপ দেয় যুক্তরাষ্ট্র।
ইসরায়েলকে ঐতিহাসিকভাবে সমর্থন দিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের রয়েছে ভেটো বা প্রস্তাব আটকে দেওয়ার ক্ষমতা। খসড়ায় ইসরায়েলের নাম উল্লেখ না করে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের গাজার উপত্যকার দক্ষিণে চলে যাওয়ার আদেশ প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, হামাসের হামলার পর প্রতিশোধ নেওয়ার জন্য স্থল অভিযান শুরুর প্রস্তুতিতে গাজার প্রায় ১১ লাখ অধিবাসীকে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল।
এর আগে যুদ্ধবিরতি চেয়ে নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব দিয়েছিল রাশিয়া। সেই প্রস্তাবে ইসরায়েলে হামলা করার জন্য হামাসের নিন্দা জানানো হয়নি। প্রস্তাবটিও গত সোমবার নিরাপত্তা পরিষদে খারিজ হয়ে যায়। ব্রাজিলের প্রস্তাবটি রুশ খসড়ারই একটি বিশদ সংস্করণ। এখানে ইসরায়েলে হামলার জন্য হামাসের নিন্দা জানানো হয়েছে।
গতকাল সোমবার নিরাপত্তা পরিষদের ভোটে রাশিয়ার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে চারটি দেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ চার দেশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল আরও ছয় দেশ। এটি পাসের জন্য স্থায়ী-অস্থায়ী ১৫ সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত ৯ ভোট পাওয়া আবশ্যক ছিল।
ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চেয়ে ব্রাজিলের উত্থাপন করা প্রস্তাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো আজ বুধবার ভোট দেবে। গাজা উপত্যকায় অবাধে মানবিক সহায়তা প্রবেশের জন্য এই প্রস্তাব আনা হয়েছে। যদিও এর আগে যুদ্ধবিরতি চেয়ে রাশিয়ার প্রস্তাব খারিজ হয়ে গেছে।
কূটনীতিকদের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, এই ভোটের পর সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়ার অনুরোধে গাজার হাসপাতালে বোমা হামলায় অন্তত ৫০০ জন নিহত হওয়ার ঘটনা নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
গাজার হাসপাতালে ‘গণহত্যা’র জন্য ইসরায়েলি বাহিনীকে দায়ী করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘে ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর। অন্যদিকে হামলার জন্য ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদকে দায়ী করেছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে গত সোমবারই ব্রাজিলের খসড়া প্রস্তাবের ওপর আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু দর-কষাকষির জন্য আরও ২৪ ঘণ্টা সময় পিছিয়ে দেওয়া হয়। প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল সফরের জন্য এই আলোচনা ও ভোটের সময় আরও পেছানোর জন্য চাপ দেয় যুক্তরাষ্ট্র।
ইসরায়েলকে ঐতিহাসিকভাবে সমর্থন দিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের রয়েছে ভেটো বা প্রস্তাব আটকে দেওয়ার ক্ষমতা। খসড়ায় ইসরায়েলের নাম উল্লেখ না করে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের গাজার উপত্যকার দক্ষিণে চলে যাওয়ার আদেশ প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, হামাসের হামলার পর প্রতিশোধ নেওয়ার জন্য স্থল অভিযান শুরুর প্রস্তুতিতে গাজার প্রায় ১১ লাখ অধিবাসীকে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল।
এর আগে যুদ্ধবিরতি চেয়ে নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব দিয়েছিল রাশিয়া। সেই প্রস্তাবে ইসরায়েলে হামলা করার জন্য হামাসের নিন্দা জানানো হয়নি। প্রস্তাবটিও গত সোমবার নিরাপত্তা পরিষদে খারিজ হয়ে যায়। ব্রাজিলের প্রস্তাবটি রুশ খসড়ারই একটি বিশদ সংস্করণ। এখানে ইসরায়েলে হামলার জন্য হামাসের নিন্দা জানানো হয়েছে।
গতকাল সোমবার নিরাপত্তা পরিষদের ভোটে রাশিয়ার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে চারটি দেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ চার দেশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল আরও ছয় দেশ। এটি পাসের জন্য স্থায়ী-অস্থায়ী ১৫ সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত ৯ ভোট পাওয়া আবশ্যক ছিল।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর লাতিন আমেরিকা অঞ্চলের কমান্ডের নেতৃত্বে থাকা অ্যাডমিরাল এলভিন হোলসি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি চলতি বছরের শেষেই পদত্যাগ করবেন। তাঁর চাকরির জন্য নির্ধারিত বয়সসীমার দুই বছর আগেই পদ ছাড়ছেন তিনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিষয়টি নিশ্চিত করেছেন।
২৪ মিনিট আগেফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজা থেকে জিম্মিদের মরদেহ ফেরাতে সময় লাগতে পারে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়া এসব মরদেহ খুঁজে বের করা কঠিন। এদিকে, ইসরায়েল জানিয়েছে—তারা মধ্যস্থতাকারীদের কাছে জিম্মিদের মরদেহের অবস্থানের ব্যাপারে গোয়েন্দা তথ্য দিয়েছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, তাঁর ও পুতিনের মধ্যে দীর্ঘ ও ফলপ্রসূ টেলিফোন আলাপের...
৩ ঘণ্টা আগেফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, আরব দেশগুলো ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতায় তাঁর সরকার গাজার পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য তিন ধাপের একটি পরিকল্পনা প্রণয়ন করেছে। পাঁচ বছর মেয়াদি এই পরিকল্পনার মোট ব্যয় ধরা হয়েছে ৬৭ বিলিয়ন ডলার।
৪ ঘণ্টা আগে