ব্রাজিলের সদ্য সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকেরা দেশটির প্রেসিডেন্ট ভবন, সংসদ ভবন কংগ্রেস ও সুপ্রিম কোর্টে হামলা, ধ্বংসযজ্ঞ ও লুটপাট চালিয়েছে। স্থানীয় সময় রোববার তাঁরা এই হামলা করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে যাওয়ার পর তাঁর সমর্থকেরাও এভাবে মার্কিন ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিল। বলসোনারোর সমর্থকদের এই হামলার সঙ্গে ট্রাম্প সমর্থকদের হামলার অনেক মিল খুঁজে পাচ্ছেন রাজনীতি বিশ্লেষকেরা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কারণে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। তবে বলসোনারোর সমর্থকেরা প্রেসিডেন্ট প্রাসাদের জানালার কাচ ভেঙে ফেলে আসবাবপত্র বাইরে ছুড়ে ফেলেছে। কংগ্রেসেও ব্যাপক ভাঙচুর করেছে এবং সুপ্রিম কোর্টের অনুষ্ঠানকক্ষ তছনছ করেছে।
গত বছরের ৩০ অক্টোবর ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার কাছে হেরে গেছেন তৎকালীন প্রেসিডেন্ট বলসোনারো। তারপর থেকে কয়েক মাস ধরেই ব্রাজিলের রাজধানীতে হলুদ-সবুজ পোশাক পরে বলসোনারোর হাজার হাজার সমর্থক বিক্ষোভ করছে। গতকাল বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়।
এদিকে এই হামলার সময় সাও পাওলো রাজ্যে একটি সরকারি সফরে ছিলেন লুলা। সেখানে তিনি তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যারা ধর্মান্ধ ও ফ্যাসিস্ট, তারাই এই হামলা, ভাঙচুর ও সহিংসতা চালিয়েছে। এমন ন্যক্কারজনক ঘটনা ব্রাজিলের ইতিহাসে আগে কখনো ঘটেনি। যারা এই সহিংস হামলা চালিয়েছে, তাদের খুঁজে বের করা হবে এবং শাস্তি দেওয়া হবে।’
প্রেসিডেন্ট লুলা রাজধানী ব্রাসিলিয়ায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ফেডারেল নিরাপত্তা হস্তক্ষেপ ঘোষণা করেছেন। তিনি এই সহিংসতার জন্য বলসোনারোকে দায়ী করেছেন। লুলা বলেছেন, ‘নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ তুলে তিনি সমর্থকদের হামলা করতে উসকে দিয়েছেন।’
এই হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ লুলার শরিক জোটেরা। তারা বলেছে, একটি দেশের জননিরাপত্তা বাহিনী কতটা অপ্রস্তুত থাকলে রাজধানীতে এমন দাঙ্গা ঘটতে পারে। হামলাকারীরা কয়েক সপ্তাহ ধরেই সংঘবদ্ধ বিক্ষোভের পরিকল্পনার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা করছিল। তার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহিংসতা ঠেকাতে সতর্ক হতে পারেনি।
তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে, জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবন ঘেরাও করলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গের চেষ্টা করেছে।
ব্রাজিলের সদ্য সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকেরা দেশটির প্রেসিডেন্ট ভবন, সংসদ ভবন কংগ্রেস ও সুপ্রিম কোর্টে হামলা, ধ্বংসযজ্ঞ ও লুটপাট চালিয়েছে। স্থানীয় সময় রোববার তাঁরা এই হামলা করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে যাওয়ার পর তাঁর সমর্থকেরাও এভাবে মার্কিন ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিল। বলসোনারোর সমর্থকদের এই হামলার সঙ্গে ট্রাম্প সমর্থকদের হামলার অনেক মিল খুঁজে পাচ্ছেন রাজনীতি বিশ্লেষকেরা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কারণে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। তবে বলসোনারোর সমর্থকেরা প্রেসিডেন্ট প্রাসাদের জানালার কাচ ভেঙে ফেলে আসবাবপত্র বাইরে ছুড়ে ফেলেছে। কংগ্রেসেও ব্যাপক ভাঙচুর করেছে এবং সুপ্রিম কোর্টের অনুষ্ঠানকক্ষ তছনছ করেছে।
গত বছরের ৩০ অক্টোবর ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার কাছে হেরে গেছেন তৎকালীন প্রেসিডেন্ট বলসোনারো। তারপর থেকে কয়েক মাস ধরেই ব্রাজিলের রাজধানীতে হলুদ-সবুজ পোশাক পরে বলসোনারোর হাজার হাজার সমর্থক বিক্ষোভ করছে। গতকাল বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়।
এদিকে এই হামলার সময় সাও পাওলো রাজ্যে একটি সরকারি সফরে ছিলেন লুলা। সেখানে তিনি তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যারা ধর্মান্ধ ও ফ্যাসিস্ট, তারাই এই হামলা, ভাঙচুর ও সহিংসতা চালিয়েছে। এমন ন্যক্কারজনক ঘটনা ব্রাজিলের ইতিহাসে আগে কখনো ঘটেনি। যারা এই সহিংস হামলা চালিয়েছে, তাদের খুঁজে বের করা হবে এবং শাস্তি দেওয়া হবে।’
প্রেসিডেন্ট লুলা রাজধানী ব্রাসিলিয়ায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ফেডারেল নিরাপত্তা হস্তক্ষেপ ঘোষণা করেছেন। তিনি এই সহিংসতার জন্য বলসোনারোকে দায়ী করেছেন। লুলা বলেছেন, ‘নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ তুলে তিনি সমর্থকদের হামলা করতে উসকে দিয়েছেন।’
এই হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ লুলার শরিক জোটেরা। তারা বলেছে, একটি দেশের জননিরাপত্তা বাহিনী কতটা অপ্রস্তুত থাকলে রাজধানীতে এমন দাঙ্গা ঘটতে পারে। হামলাকারীরা কয়েক সপ্তাহ ধরেই সংঘবদ্ধ বিক্ষোভের পরিকল্পনার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা করছিল। তার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহিংসতা ঠেকাতে সতর্ক হতে পারেনি।
তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে, জাতীয় পতাকা গায়ে জড়িয়ে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবন ঘেরাও করলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গের চেষ্টা করেছে।
ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করেছেন, ভারত-যুক্তরাষ্ট্র একত্রে কাজ না করলে ২১ শতক হতে পারে ‘মানবজাতির জন্য চরম অন্ধকারময়’। জয়পুরে এক বক্তৃতায় তিনি বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা কর
৯ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অসংখ্য। হতাহতের শিকার পর্যটকেরা কাশ্মীরের পহেলগামে ভ্রমণ করছিলেন।
৯ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ। দুই সংগঠনই তাঁর আন্তধর্মীয় সংলাপ ও মানবিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে বিবৃতি দিয়েছে।
১০ ঘণ্টা আগেইকুয়েডরের একটি প্রত্যন্ত আমাজনীয় গ্রামে এক ব্রিটিশ নাগরিককে গণপিটুনি দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহত ওই ব্যক্তি স্থানীয় একজনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের হেফাজতে ছিলেন।
১০ ঘণ্টা আগে