Ajker Patrika

পুতিন বা জেলেনস্কি কেউই শান্তি আলোচনার জন্য প্রস্তুত নন: লুলা 

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১১: ০৬
পুতিন বা জেলেনস্কি কেউই শান্তি আলোচনার জন্য প্রস্তুত নন: লুলা 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিংবা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কেউই ইউক্রেন-সংকট নিয়ে শান্তি আলোচনার জন্য প্রস্তুত নন। এমনটাই মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। একই সঙ্গে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কড়া সমালোচনা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লুলা দ্য সিলভা বলেছেন, ‘পশ্চিমা বিশ্ব যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইচ্ছা করেই এই যুদ্ধ বন্ধ করছে না।’ লুলা বলেছেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কাজ করছে না। আগে যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করেছে, পরে ফ্রান্স ও ইংল্যান্ড লিবিয়া আক্রমণ করেছে আর এখন রাশিয়া আক্রমণ করেছে ইউক্রেন। এবং সবগুলো দেশেরই ভেটো ক্ষমতা রয়েছে।’

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিংবা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কেউই ইউক্রেন-সংকট নিয়ে শান্তি আলোচনার জন্য প্রস্তুত নন।’ তিনি আরও বলেন, ‘ব্রাজিলের ভূমিকা হলো অন্যদের সঙ্গে মিলে শান্তি প্রস্তাবে পৌঁছানোর চেষ্টা করা, যদি দেশ দুটি (রাশিয়া ও ইউক্রেন) চায়।’ 

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘বন্দর অবকাঠামোতে রাশিয়ার আক্রমণ নির্দেশ করে যে খাদ্যের বাজার, দাম ও সরবরাহের সংকট সৃষ্টি করে একটি ‘বৈশ্বিক বিপর্যয়’ তৈরি করতে চায়।’ তিনি বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে আমাদের যুদ্ধ কেবল স্বাধীনতার জন্য নয়, এটি আমাদের অস্তিত্বের যুদ্ধ।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘মস্কো বিশ্বব্যাপী একটি বিপর্যয় সৃষ্টির জন্য যুদ্ধ করছে। তাদের যে পাগলামি, তাতে তাঁরা চায় বিশ্বখাদ্যের বাজারের পতন, মূল্যস্ফীতি এবং তাদের সরবরাহ সৃষ্টি করতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত