Ajker Patrika

যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ায় হুমড়ি খেয়ে চাল কিনছে ভারতীয়রা

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ২৩: ২৯
যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ায় হুমড়ি খেয়ে চাল কিনছে ভারতীয়রা

চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। নিষেধাজ্ঞা আরোপের মাত্র দুদিন হলেও এরই মধ্যে এর প্রতিক্রিয়া শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। চাল ফুরিয়ে যাবে এই আতঙ্কে সুপার শপ থেকে শুরু করে বিভিন্ন দোকানের সামনে ভিড় করেছেন আতঙ্কিত ক্রেতারা; বিশেষ করে ভারতীয় উপমহাদেশীয় ক্রেতারা। উদ্দেশ্য যত বেশি সম্ভব চাল কিনে নেওয়া। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

যুক্তরাষ্ট্র, কানাডা থেকে শুরু করে ইউরোপ হয়ে অস্ট্রেলিয়া যেখানেই ভারতীয় উপমহাদেশের লোকজন রয়েছেন কিংবা ভাত যাদের প্রধান খাবার তারাই মূলত চাল কেনার জন্য ভিড় বাড়াচ্ছেন। লোকজনের এই ভিড় নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাদের। কেউ কেউ তো আবার চাল বিক্রির পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছেন। 

সাধারণ মানুষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে থাকা ভারতীয় উপমহাদেশীয়দের মালিকানায় থাকা রেস্তোরাঁগুলোও পড়েছে বিপাকে। ভারতের চাল রপ্তানির নিষেধাজ্ঞা তাদের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে। তারা পর্যাপ্ত সরবরাহ পাবেন না এই ভয়ে আগে থেকেই চাল কিনে রাখতে ভিড় করছেন চাল বিক্রির দোকানগুলোতে। 

অস্ট্রেলিয়ার সারে হিলসের ভারতীয় পণ্যের ব্যবসায়ী শিশির শাইমা বলেন, ‘সাম্প্রতিক সময়ে লোকজন আগের চেয়ে অন্তত দু-তিন গুণ বেশি চাল কিনছেন। ফলে আমাদের বিধিনিষেধ কিছু আরোপ করতেই হচ্ছে।’ 

শিশির জানালেন, তাঁরা নিয়ম করেছেন যে—কোনো ব্যক্তি একবারে ৫ কেজির বেশি চাল দেওয়া যাবে না। তবে তাতেও কাজ হচ্ছে না। শিশির বললেন, ‘আমরা যখন এক পাঁচ কেজির এক ব্যাগ চাল দিচ্ছি তখন লোক আমাদের ওপর ক্ষেপে যাচ্ছে। তাই আমাদের বাধ্য হয়েই আরও বেশি দিতে হচ্ছে।’ 

যুক্তরাষ্ট্রের কোনো একটি এলাকার লোকজন পাগলের মতো আচরণ করছেন চাল কিনতে গিয়ে। এমন একটি ভিডিও শেয়ার করেছে ব্লুমবার্গ, তবে তারা ভিডিওটির সত্যাসত্য যাচাই করতে পারেনি। এ ছাড়া টরন্টোসহ দেশটির অন্যান্য শহরেও একই আচরণ করতে দেখা গেছে ভারতীয়দের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত