Ajker Patrika

২০ দিনে দুবার করোনায় আক্রান্ত হলেন তিনি

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৪: ৩৪
২০ দিনে দুবার করোনায় আক্রান্ত হলেন তিনি

২০ দিনের মধ্যে দুবার করোনায় আক্রান্ত হয়েছেন স্পেনের ৩১ বছর বয়সী এক স্বাস্থ্যকর্মী। এটি সবচেয়ে কম সময়ের মধ্যে পুনরায় আক্রান্ত হওয়ার ঘটনা বলে দাবি করেছেন স্প্যানিশ গবেষকেরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

পরীক্ষায় দেখা গেছে, ওই স্বাস্থ্যকর্মী করোনার আলাদা দুটি ধরনে আক্রান্ত হয়েছিলেন। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে তিনি ডেলটায় এবং জানুয়ারিতে ওমিক্রনে আক্রান্ত হন। 

গবেষকেরা বলছেন, এটি দেখায় যে আপনি আগে করোনায় সংক্রমিত হয়ে এবং সম্পূর্ণ ডোজ টিকা নিয়ে আবারও আক্রান্ত হতে পারেন। 

স্পেনের ওই স্বাস্থ্যকর্মীর প্রথম পিসিআর পরীক্ষায় পজিটিভ ফল এলেও কোনো উপসর্গ দেখা দেয়নি। তবে তিন সপ্তাহেরও কম সময় পরে তাঁর কাশি ও জ্বর দেখা দেয়। পরে ওই স্বাস্থ্যকর্মী আবারও পরীক্ষা করান। পরে আরও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে দেখা যায়, ওই স্বাস্থ্যকর্মী করোনার ভিন্ন দুটি ধরনে আক্রান্ত হয়েছেন। 

এই গবেষণা উপস্থাপনের সময় ইউরোপিয়ান কংগ্রেস অব ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজেসের গবেষক ড. জেমা রেসিও বলেন, এ ঘটনা থেকে বোঝা যায় ওমিক্রন প্রাকৃতিক বা ভ্যাকসিন থেকে অর্জিত রোগ প্রতিরোধক্ষমতা এড়িয়ে যেতে পারে। যারা একবার করোনায় আক্রান্ত হয়েছেন, তারা পুনরায় সংক্রমিত হবে না এমন ধারণা করা যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত