Ajker Patrika

ওমিক্রন ইস্যুতে আরও ২ হাজার ফ্লাইট বাতিল

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৩: ০৪
ওমিক্রন ইস্যুতে আরও ২ হাজার ফ্লাইট বাতিল

করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রন রুখতে বিশ্বে আরও দুই হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকাল সোমবার বাতিল করা এসব ফ্লাইটের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ৬০০টি। এর আগে সংক্রমণ রুখতে গত শনিবার ও রোববার প্রায় ১০ হাজার ফ্লাইট বাতিল করা হয়। যুক্তরাষ্ট্রে বাতিল করা হয় আড়াই হাজার।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বড়দিন এবং নতুন বছরের ছুটি কাটাতে এসব ফ্লাইটের অধিকাংশ বুকিং দেওয়া হয়।

বাজে আবহাওয়ার কারণে কয়েকটি ফ্লাইট বাতিল হলেও এয়ারলাইনস জানিয়েছে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের শীতের চেয়ে এবার সংক্রমণ অনেক ঊর্ধ্বমুখী। যুক্তরাষ্ট্রে সংক্রমণ এখন দৈনিক দুই লাখের বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত