অনলাইন ডেস্ক
জাপানে থাকা বিড়ালগুলোকে ভাগ্যবান বলে মনে করা হয়। কারণ, দেশটিতে পোষা প্রাণী হিসেবে এই প্রাণীটি বেশ জনপ্রিয়। মালিকেরা অনেক আদর-যত্নের পাশাপাশি তাদের পেছনে অনেক খরচও করেন। এবার তাদের দুঃখ বোঝারও উপায় খুঁজতে শুরু করেছে জাপান।
টোকিওর একটি প্রযুক্তি ফার্ম এবং একটি বিশ্ববিদ্যালয় হাজার হাজার বিড়ালের ছবিতে অভ্যস্ত একটি অ্যাপ তৈরির জন্য এক হয়েছে। আপনার বিড়াল ব্যথা অনুভব করলে অ্যাপটি তা জানিয়ে দিতে সক্ষম।
অ্যাপটির ডেভেলপার কোম্পানি কেয়ারলজির প্রধান গো সাকিওকা বলেছেন, গত মাসে ‘ক্যাট পেইন ডিটেক্টর’ অ্যাপটি আত্মপ্রকাশ করার পর প্রায় ৪৩ হাজার মানুষ এটি ব্যবহার করেছেন। এসব ব্যবহারকারীর বেশির ভাগই জাপানের। তবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার অসংখ্য মানুষও এই অ্যাপটি ব্যবহার করেছেন।
অ্যাপ তৈরির প্রথম ধাপে ইউনিভার্সিটি অব নিহনের অন্তর্ভুক্ত কলেজ অব বায়োরিসোর্স সায়েন্সেসের সঙ্গে ছয় হাজার বিড়ালের ছবি সংগ্রহ করার জন্য যৌথভাবে কাজ করেছে কেয়ারলজি। এসব ছবির মাধ্যমে গবেষকেরা বিড়ালের কান, নাক, কাঁপুনি এবং চোখের পাতার অবস্থানগুলো যত্নের সঙ্গে অধ্যয়ন করেন।
পরে তারা সুস্থ বিড়াল এবং অসুস্থতার কারণে ব্যথায় ভুগছে এমন বিড়ালের মধ্যে পার্থক্য পরিমাপ করার জন্য মন্ট্রিল বিশ্ববিদ্যালয় দ্বারা ডিজাইন করা একটি স্কোরিং সিস্টেম ব্যবহার করে।
এরপর অ্যাপ ডেভেলপাররা একটি এআই শনাক্তকরণ সিস্টেমে তথ্যগুলোকে জড়ো করেন। এর সঙ্গে ব্যবহারকারীদের আপলোড করা প্রায় ছয় লাখ ছবি অ্যাপটির দক্ষতাকে আরও বাড়িয়ে তুলছে।
এখন অ্যাপটির সঠিক তথ্য দেওয়ার ক্ষমতা ৯০ শতাংশেরও বেশি বলে দাবি করেছেন সাকিওকা।
জাপান পেট ফুড অ্যাসোসিয়েশনের মতে, ৬০ শতাংশ মালিক তাঁদের বিড়ালকে বছরে একবার পশুচিকিৎসকের কাছে নিয়ে যান। সাকিওকা বলেন, ‘বিড়ালকে পশু হাসপাতালে নিয়ে যেতে হবে কি না মালিককে তা আরও সহজে বুঝতে আমরা সাহায্য করছি।’
জাপানে ইতিমধ্যে কিছু পশুচিকিৎসকও ‘ক্যাট পেইন ডিটেক্টর’ ব্যবহার করতে শুরু করেছে।
জাপানে থাকা বিড়ালগুলোকে ভাগ্যবান বলে মনে করা হয়। কারণ, দেশটিতে পোষা প্রাণী হিসেবে এই প্রাণীটি বেশ জনপ্রিয়। মালিকেরা অনেক আদর-যত্নের পাশাপাশি তাদের পেছনে অনেক খরচও করেন। এবার তাদের দুঃখ বোঝারও উপায় খুঁজতে শুরু করেছে জাপান।
টোকিওর একটি প্রযুক্তি ফার্ম এবং একটি বিশ্ববিদ্যালয় হাজার হাজার বিড়ালের ছবিতে অভ্যস্ত একটি অ্যাপ তৈরির জন্য এক হয়েছে। আপনার বিড়াল ব্যথা অনুভব করলে অ্যাপটি তা জানিয়ে দিতে সক্ষম।
অ্যাপটির ডেভেলপার কোম্পানি কেয়ারলজির প্রধান গো সাকিওকা বলেছেন, গত মাসে ‘ক্যাট পেইন ডিটেক্টর’ অ্যাপটি আত্মপ্রকাশ করার পর প্রায় ৪৩ হাজার মানুষ এটি ব্যবহার করেছেন। এসব ব্যবহারকারীর বেশির ভাগই জাপানের। তবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার অসংখ্য মানুষও এই অ্যাপটি ব্যবহার করেছেন।
অ্যাপ তৈরির প্রথম ধাপে ইউনিভার্সিটি অব নিহনের অন্তর্ভুক্ত কলেজ অব বায়োরিসোর্স সায়েন্সেসের সঙ্গে ছয় হাজার বিড়ালের ছবি সংগ্রহ করার জন্য যৌথভাবে কাজ করেছে কেয়ারলজি। এসব ছবির মাধ্যমে গবেষকেরা বিড়ালের কান, নাক, কাঁপুনি এবং চোখের পাতার অবস্থানগুলো যত্নের সঙ্গে অধ্যয়ন করেন।
পরে তারা সুস্থ বিড়াল এবং অসুস্থতার কারণে ব্যথায় ভুগছে এমন বিড়ালের মধ্যে পার্থক্য পরিমাপ করার জন্য মন্ট্রিল বিশ্ববিদ্যালয় দ্বারা ডিজাইন করা একটি স্কোরিং সিস্টেম ব্যবহার করে।
এরপর অ্যাপ ডেভেলপাররা একটি এআই শনাক্তকরণ সিস্টেমে তথ্যগুলোকে জড়ো করেন। এর সঙ্গে ব্যবহারকারীদের আপলোড করা প্রায় ছয় লাখ ছবি অ্যাপটির দক্ষতাকে আরও বাড়িয়ে তুলছে।
এখন অ্যাপটির সঠিক তথ্য দেওয়ার ক্ষমতা ৯০ শতাংশেরও বেশি বলে দাবি করেছেন সাকিওকা।
জাপান পেট ফুড অ্যাসোসিয়েশনের মতে, ৬০ শতাংশ মালিক তাঁদের বিড়ালকে বছরে একবার পশুচিকিৎসকের কাছে নিয়ে যান। সাকিওকা বলেন, ‘বিড়ালকে পশু হাসপাতালে নিয়ে যেতে হবে কি না মালিককে তা আরও সহজে বুঝতে আমরা সাহায্য করছি।’
জাপানে ইতিমধ্যে কিছু পশুচিকিৎসকও ‘ক্যাট পেইন ডিটেক্টর’ ব্যবহার করতে শুরু করেছে।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে