দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ১২০০ বছর আগের ২০টি মমির সন্ধান মিলেছে। এদের মধ্যে ৮টি শিশুর ও ১২টি পূর্ণবয়স্ক মানুষের। স্থানীয় সময় মঙ্গলবার মমিগুলো উদ্ধার করেন প্রত্নতত্ত্ববিদেরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাজধানী লিমা থেকে ১৬ কিলোমিটার দূরের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা কাজামারকুইলা থেকে মমিগুলোর সন্ধান মেলে। গত নভেম্বরে সেখানে বেশ কিছু মমির সন্ধান মেলে।
প্রত্নতাত্ত্বিক পিটার ভ্যান ডালেন বলেছেন, মৃতদেহ কিছু মমি করা ছিল, কিছু ছিল কঙ্কাল। মমিগুলো প্রাচীন প্রাক-হিস্পানিক রীতির অংশ হিসেবে বস্ত্রের বিভিন্ন স্তরে মোড়ানো ছিল এবং সম্ভবত মূল মমির সঙ্গে উৎসর্গ করা হয়েছিল। মূল মমিটি ছিল ৩৫ বছর বয়সী যুবকের।
সংবাদ সম্মেলনে পিটার ভ্যান ডালেন বলেন, তাঁদের বিশ্বাসে মৃত্যুই শেষ ছিল না। তারা বরং একটি সমান্তরাল জগতে বিশ্বাস করত, যেখানে মৃতরা বাস করত।
ভ্যান ডালেন বলেন, কাজামারকুইলার আচারের অংশ হিসাবে কিছু মমিতে সহিংসতার প্রমাণ রয়েছে।
গবেষণা দলের সদস্য ইয়োমিরা হুয়ামান বলেন, অন্ত্যেষ্টিক্রিয়ায় জ্যাম্পোনা নামে বাঁশি ব্যবহার হতো। আমি মনে করি কাজামারকুইলার আরও অনেক কিছু বলার আছে। আমাদেরও বলার আরও অনেক কিছু আছে।
পেরু হলো ইনকা সাম্রাজ্যের আগে ও পরে গড়ে ওঠা শত শত প্রত্নতাত্ত্বিক স্থানের আবাসস্থল। এই সাম্রাজ্য দক্ষিণ ইকুয়েডর, কলম্বিয়া থেকে মধ্য চিলি পর্যন্ত।
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ১২০০ বছর আগের ২০টি মমির সন্ধান মিলেছে। এদের মধ্যে ৮টি শিশুর ও ১২টি পূর্ণবয়স্ক মানুষের। স্থানীয় সময় মঙ্গলবার মমিগুলো উদ্ধার করেন প্রত্নতত্ত্ববিদেরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাজধানী লিমা থেকে ১৬ কিলোমিটার দূরের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা কাজামারকুইলা থেকে মমিগুলোর সন্ধান মেলে। গত নভেম্বরে সেখানে বেশ কিছু মমির সন্ধান মেলে।
প্রত্নতাত্ত্বিক পিটার ভ্যান ডালেন বলেছেন, মৃতদেহ কিছু মমি করা ছিল, কিছু ছিল কঙ্কাল। মমিগুলো প্রাচীন প্রাক-হিস্পানিক রীতির অংশ হিসেবে বস্ত্রের বিভিন্ন স্তরে মোড়ানো ছিল এবং সম্ভবত মূল মমির সঙ্গে উৎসর্গ করা হয়েছিল। মূল মমিটি ছিল ৩৫ বছর বয়সী যুবকের।
সংবাদ সম্মেলনে পিটার ভ্যান ডালেন বলেন, তাঁদের বিশ্বাসে মৃত্যুই শেষ ছিল না। তারা বরং একটি সমান্তরাল জগতে বিশ্বাস করত, যেখানে মৃতরা বাস করত।
ভ্যান ডালেন বলেন, কাজামারকুইলার আচারের অংশ হিসাবে কিছু মমিতে সহিংসতার প্রমাণ রয়েছে।
গবেষণা দলের সদস্য ইয়োমিরা হুয়ামান বলেন, অন্ত্যেষ্টিক্রিয়ায় জ্যাম্পোনা নামে বাঁশি ব্যবহার হতো। আমি মনে করি কাজামারকুইলার আরও অনেক কিছু বলার আছে। আমাদেরও বলার আরও অনেক কিছু আছে।
পেরু হলো ইনকা সাম্রাজ্যের আগে ও পরে গড়ে ওঠা শত শত প্রত্নতাত্ত্বিক স্থানের আবাসস্থল। এই সাম্রাজ্য দক্ষিণ ইকুয়েডর, কলম্বিয়া থেকে মধ্য চিলি পর্যন্ত।
ভারতের শীর্ষস্থানীয় ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন-ডিসিএক্স একটি বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রায় ৪৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৫৩৩ কোটি টাকার বেশি।
১৭ মিনিট আগেলন্ডনের রয়্যাল অপেরা হাউসের মঞ্চে একটি নাটকের শেষ দৃশ্যে পর্দা নামার মুহূর্তে এক অভিনয়শিল্পী হঠাৎ করেই ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করেছেন। বিবিসি জানিয়েছে, শনিবার রাতে লন্ডনের সম্মানজনক ওই ভেন্যুতে যখন ঘটনাটি ঘটে, তখন এক কর্মকর্তা তা ঠেকানোর চেষ্টা করেন।
১ ঘণ্টা আগেরাশিয়ার রাজধানী মস্কোয় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার পর রাজধানীর কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এর ফলে অন্তত ১৪০টি ফ্লাইট বাতিল করতে হয়েছে।
১ ঘণ্টা আগেক্ষমতাসীন জোট এলডিপির উচ্চকক্ষে নিয়ন্ত্রণ ধরে রাখতে ১২৫টি আসনের মধ্যে ৫০টি আসনে জয়লাভ করা প্রয়োজন। কিন্তু কিয়োডো, ইয়োমিউরি এবং নিক্কেই পরিচালিত জরিপ অনুযায়ী, এলডিপি ও তাদের জোটের ছোট অংশীদার কোমেইতো এই আসন অর্জনে ব্যর্থ হতে পারে। যদি এমনটা হয়, তাহলে জাপানের আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতি...
২ ঘণ্টা আগে