দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ১২০০ বছর আগের ২০টি মমির সন্ধান মিলেছে। এদের মধ্যে ৮টি শিশুর ও ১২টি পূর্ণবয়স্ক মানুষের। স্থানীয় সময় মঙ্গলবার মমিগুলো উদ্ধার করেন প্রত্নতত্ত্ববিদেরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাজধানী লিমা থেকে ১৬ কিলোমিটার দূরের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা কাজামারকুইলা থেকে মমিগুলোর সন্ধান মেলে। গত নভেম্বরে সেখানে বেশ কিছু মমির সন্ধান মেলে।
প্রত্নতাত্ত্বিক পিটার ভ্যান ডালেন বলেছেন, মৃতদেহ কিছু মমি করা ছিল, কিছু ছিল কঙ্কাল। মমিগুলো প্রাচীন প্রাক-হিস্পানিক রীতির অংশ হিসেবে বস্ত্রের বিভিন্ন স্তরে মোড়ানো ছিল এবং সম্ভবত মূল মমির সঙ্গে উৎসর্গ করা হয়েছিল। মূল মমিটি ছিল ৩৫ বছর বয়সী যুবকের।
সংবাদ সম্মেলনে পিটার ভ্যান ডালেন বলেন, তাঁদের বিশ্বাসে মৃত্যুই শেষ ছিল না। তারা বরং একটি সমান্তরাল জগতে বিশ্বাস করত, যেখানে মৃতরা বাস করত।
ভ্যান ডালেন বলেন, কাজামারকুইলার আচারের অংশ হিসাবে কিছু মমিতে সহিংসতার প্রমাণ রয়েছে।
গবেষণা দলের সদস্য ইয়োমিরা হুয়ামান বলেন, অন্ত্যেষ্টিক্রিয়ায় জ্যাম্পোনা নামে বাঁশি ব্যবহার হতো। আমি মনে করি কাজামারকুইলার আরও অনেক কিছু বলার আছে। আমাদেরও বলার আরও অনেক কিছু আছে।
পেরু হলো ইনকা সাম্রাজ্যের আগে ও পরে গড়ে ওঠা শত শত প্রত্নতাত্ত্বিক স্থানের আবাসস্থল। এই সাম্রাজ্য দক্ষিণ ইকুয়েডর, কলম্বিয়া থেকে মধ্য চিলি পর্যন্ত।
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ১২০০ বছর আগের ২০টি মমির সন্ধান মিলেছে। এদের মধ্যে ৮টি শিশুর ও ১২টি পূর্ণবয়স্ক মানুষের। স্থানীয় সময় মঙ্গলবার মমিগুলো উদ্ধার করেন প্রত্নতত্ত্ববিদেরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাজধানী লিমা থেকে ১৬ কিলোমিটার দূরের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা কাজামারকুইলা থেকে মমিগুলোর সন্ধান মেলে। গত নভেম্বরে সেখানে বেশ কিছু মমির সন্ধান মেলে।
প্রত্নতাত্ত্বিক পিটার ভ্যান ডালেন বলেছেন, মৃতদেহ কিছু মমি করা ছিল, কিছু ছিল কঙ্কাল। মমিগুলো প্রাচীন প্রাক-হিস্পানিক রীতির অংশ হিসেবে বস্ত্রের বিভিন্ন স্তরে মোড়ানো ছিল এবং সম্ভবত মূল মমির সঙ্গে উৎসর্গ করা হয়েছিল। মূল মমিটি ছিল ৩৫ বছর বয়সী যুবকের।
সংবাদ সম্মেলনে পিটার ভ্যান ডালেন বলেন, তাঁদের বিশ্বাসে মৃত্যুই শেষ ছিল না। তারা বরং একটি সমান্তরাল জগতে বিশ্বাস করত, যেখানে মৃতরা বাস করত।
ভ্যান ডালেন বলেন, কাজামারকুইলার আচারের অংশ হিসাবে কিছু মমিতে সহিংসতার প্রমাণ রয়েছে।
গবেষণা দলের সদস্য ইয়োমিরা হুয়ামান বলেন, অন্ত্যেষ্টিক্রিয়ায় জ্যাম্পোনা নামে বাঁশি ব্যবহার হতো। আমি মনে করি কাজামারকুইলার আরও অনেক কিছু বলার আছে। আমাদেরও বলার আরও অনেক কিছু আছে।
পেরু হলো ইনকা সাম্রাজ্যের আগে ও পরে গড়ে ওঠা শত শত প্রত্নতাত্ত্বিক স্থানের আবাসস্থল। এই সাম্রাজ্য দক্ষিণ ইকুয়েডর, কলম্বিয়া থেকে মধ্য চিলি পর্যন্ত।
নেপালে জেন-জেড প্রজন্মের নেতৃত্বে চলমান আন্দোলনে নতুন মোড় এসেছে। দুর্নীতি ও রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে ক্ষুব্ধ তরুণেরা দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে।
২ ঘণ্টা আগে১৯৬৩ সালে মাত্র ১৮ বছর বয়সে চোই মাল-জা গুরুতর শারীরিক ক্ষতির অভিযোগে দোষী সাব্যস্ত হন। তাঁকে সে সময় ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে, তাঁর হামলাকারীকে মাত্র ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগী হয়েও অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছিলেন চোই।
২ ঘণ্টা আগেনেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি, সিপিএন (মাওবাদী কেন্দ্র) চেয়ারম্যান পুষ্পকমল দাহাল, সিপিএন (একীভূত সমাজবাদী) চেয়ারম্যান মাধবকুমার নেপালসহ একাধিক মন্ত্রীকে নিরাপত্তার কারণে সেনাবাহিনীর প্রশিক্ষণকেন্দ্র শিবপুরীতে রাখা হয়েছে।
৪ ঘণ্টা আগেজাপানের বিখ্যাত রেসের ঘোড়া হারু উরারা মারা গেছে ২৯ বছর বয়সে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কোলিক রোগে আক্রান্ত হয়ে মারা যায় সে। জীবদ্দশায় একটিও দৌড়ে জয়ী না হলেও জাপানে ধৈর্য, অধ্যবসায় ও আশাবাদের প্রতীক হয়ে উঠেছিল হারু উরারা।
৫ ঘণ্টা আগে