Ajker Patrika

গাজায় নিহত ৭ ত্রাণকর্মীদের একজন বাংলাদেশেও এসেছিলেন

গাজায় নিহত ৭ ত্রাণকর্মীদের একজন বাংলাদেশেও এসেছিলেন

গাজায় চলমান বর্বরতার মধ্যে দুর্ভিক্ষের প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষদের বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে কয়েকটি সংস্থা। নিজের জীবন বাজি রেখে যুদ্ধক্ষেত্রে যেকোনো উপায়ে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ত্রাণ সরবরাহকারী সংস্থার কর্মীরা। গত সোমবার ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলি বিমান হামলায় অস্ট্রেলিয়া, ব্রিটেন ও পোল্যান্ডের নাগরিকেরাসহ সাতজন নিহত হয়েছেন। নিহত এই কর্মীদের মধ্যে এমনও ব্যক্তি রয়েছেন যারা কয়েক বছর আগে বাংলাদেশেও এসেছিলেন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে।

গতকাল মঙ্গলবার অনিচ্ছাকৃতভাবে ত্রাণকর্মীদের ওপর হামলা হয়েছে দাবি করে পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দেয় ইসরায়েল। আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়।

সাইফেদ্দিন ইসসাম আয়াদ আবুতাহা, ফিলিস্তিন

বিবিসির প্রতিবেদন অনুসারে, গতকাল মঙ্গলবার নিজ শহর রাফাহে শত শত মানুষের উপস্থিতিতে ২৫ বছর বয়সী এই ফিলিস্তিনি তরুণকে দাফন করা হয়। তাঁর ঘনিষ্ঠ এক বন্ধু হাসান বলেন, ‘সে বাস্তুচ্যুত মানুষকে মানবিক সহায়তা সরবরাহ করে এমন সংগঠনের সঙ্গে কাজ করতে পেরে খুশি ছিল। তোমার মৃত্যুতে আমাদের মন ভেঙে গেছে সাইফ। আমরা তোমাকে ভুলব না।’ 

লালজাওমি জোমি ফ্রাঙ্কোম, অস্ট্রেলিয়া

বন্ধুদের কাছে জোমি নামে পরিচিত ৪৩ বছর বয়সী লালজাওমি ফ্রাঙ্কোম কমনওয়েলথ ব্যাংকে কাজ করার পর ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনে যোগদান করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে তাঁকে ২০২২ সালে বাংলাদেশ ও পাকিস্তানেও ত্রাণ দিতে দেখা গেছে। আরও এক বছর আগে হাইতিতে মোটরবাইকে করে ত্রাণ সরবরাহ করেছেন তিনি। 

তাঁর বন্ধু ব্রায়ান উইভার রয়টার্সকে বলেন, ‘তাঁর কাছে এটাই ছিল সেরা চাকরি। সে এমন মানুষদের গরম খাবার পরিবেশন করতে পেরেছে যারা জীবনের সবচেয়ে খারাপ সময় পার করছিল। সে আপনাকে গুরুত্বপূর্ণ অনুভব করাবে।’

এক বিবৃতিতে তাঁর পরিবার বলেন, জোমি সহানুভূতি, সাহসিকতা এবং ভালোবাসার শিক্ষা রেখে গেছেন। 

দামিয়ান সোবল, পোল্যান্ড 

ত্রাণকর্মী সোবল পোল্যান্ডের দক্ষিণ–পূর্বাঞ্চলের শহর প্রেজেমিসেলের বাসিন্দা বলে জানান শহরের মেয়র ভোজিয়েখ বাকুন। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘এই মুহূর্তে অসাধারণ এ তরুণের অনুভূতি বর্ণনা করার মতো কোনো শব্দ নেই।’

কয়েকমাস আগের এক ভিডিওতে ৩৫ বছর বয়সী সোবলকে গাজাবাসীদের জন্য পানি, রান্নার সরঞ্জামসহ খাবার সরবরাহ করতে দেখা যায়। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘এখানে রসুঁই তৈরির এবং মানুষকে খাওয়ানোর সব আছে।’ 

জন চ্যাপম্যান, জেমস কারবি, জেমস হেন্ডারসন, যুক্তরাজ্য

চ্যাপম্যান, কারবি ও হেন্ডারসন ডব্লিউসিকে এর নিরাপত্তা দলের সদস্য ছিলেন বলে জানায় সংস্থাটি। ব্রিটিশ সংবাদমাধ্যম অনুসারে, এই তিনজনই ব্রিটিশ সামরিক বাহিনীর সাবেক সেনা ছিলেন। তাঁরা যুক্তরাজ্য়ভিত্তিক প্রতিষ্ঠান সোলেস গ্লোবালের প্রাইভেট সিকিউরিটি কন্ট্রাক্টর হিসেবে নিযুক্ত ছিলেন। 

সাবেক বিশেষ বাহিনীর কমান্ডো ৫৭ বছর বয়সী চ্যাপম্যান দুই সন্তানের বাবা ছিলেন। দ্য সান পত্রিকার প্রতিবেদন অনুসারে, নিহত হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি গাজায় গিয়েছিলেন। 

৩৩ বছর বয়সী হেন্ডারসন ছয় বছর রয়্যাল মেরিনসে কাজ করেছিলেন। এটি ব্রিটিশ নৌবাহিনীর অভিজাত যুদ্ধ বাহিনী। 

৪৭ বছর বয়সী কারবিও অনেক বছর ধরে সেনাবাহিনীতে নিযুক্ত ছিলেন বলে দ্য সান ও দ্য ডেইলি মেইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

জ্যাকব ফ্লিকিংগার, যুক্তরাষ্ট্র ও কানাডা

৩৩ বছর বয়সী এই যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিক ত্রাণকর্মীদের দলের একজন সদস্য ছিলেন। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে হামলার নিন্দা জানিয়ে বলেছেন, তাঁর ও তাঁর সহকর্মীর মৃত্যুর জন্য যারা দায়ী তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

উদ্দীপনের ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব মিহির কান্তির বিরুদ্ধে ৬ মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত