ইংরেজি নববর্ষের আগের দিন বুর্জ খলিফায় চোখ ধাঁধানো আতশবাজি দেখতে ভিড় করেন হাজার হাজার। এমনকি শুধু এই আতশবাজি দেখতেই অনেকে বিশ্বের নানা প্রান্ত থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভ্রমণ করেন।
খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এতদিন সবাই এই আতশবাজি বুর্জ পার্কে গিয়ে বিনা মূল্যেই উপভোগ করতে পারতেন। কিন্তু এখন আর ফ্রি থাকছে না। পর্যটকেরা তো বটেই, স্থানীয়দেরও এখন নিউ ইয়ার্স ইভের আতশবাজি দেখতে টিকিট কেটে ঢুকতে হবে।
বিশ্বের উচ্চতম এ ভবনে ইংরেজি নববর্ষের আগের দিনের আতশবাজির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকে ইমার প্রোপার্টিজ নামে একটি প্রতিষ্ঠান। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইমারের নববর্ষের আগের দিনের উদ্যাপন সবার জন্য বিনা মূল্যে উপভোগের সুযোগ রয়েছে, তবে বুর্জ পার্কে বুর্জ খলিফার বিশ্ব–বিখ্যাত শো–এর সামনের সারির আসনে বসে অনন্য অভিজ্ঞতা পেতে হলে টিকিট কাটতে হবে।
প্রাপ্তবয়স্কদের টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার টাকার কিছু বেশি, ৫ থেকে ১২ বছর বয়সীদের প্রবেশমূল্য ১৫০ দিরহাম বা সাড়ে ৪ হাজার টাকা। তবে পাঁচ বছরের কম বয়সী শিশুরা বিনা মূল্যেই পার্কে প্রবেশ করতে পারবে।
আগামী ১০ নভেম্বর থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান প্ল্যাটিনামলিস্টের ওয়েবসাইট থেকে টিকিট বিক্রি শুরু হবে। টিকিটধারীরা ২৬–৩০ ডিসেম্বরের মধ্যে দৈনিক বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দুবাই মল, দুবাই হিলস মল এবং দুবাই ম্যারিনা মল থেকে ব্যাজ সংগ্রহ করতে পারবেন। বুর্জ পার্কে প্রবেশ এবং নির্দিষ্ট স্থান থেকে আতশবাজি দেখার জন্য অবশ্যই ব্যাজ সংগ্রহ করতে হবে।
টিকিটের সঙ্গে যা থাকছে
প্রতিটি টিকিটের বিপরীতে নির্ধারিত খাবারের স্টল থেকে একটি খাবার এবং দুটি পানীয় থাকছে। এ ছাড়া পার্কে বিভিন্ন ধরনের খাবারের ট্রাক, স্টল, লাইভ পারফরম্যান্স এবং অন্যান্য সুবিধা থাকবে। বুর্জ পার্কের দরজা খুলবে বিকেল ৪টায়।
সারা বিশ্বে লাখ লাখ মানুষ নির্দিষ্ট স্থানে গিয়ে এবং টেলিভিশনে নববর্ষ উদ্যাপন দেখে। মধ্যরাতের আতশবাজি ও শো উপভোগ করার জন্য ৩১ ডিসেম্বর বিকেল থেকেই হাজার হাজার মানুষ বুর্জ পার্কে প্রবেশ করতে শুরু করে।
ইংরেজি নববর্ষের আগের দিন বুর্জ খলিফায় চোখ ধাঁধানো আতশবাজি দেখতে ভিড় করেন হাজার হাজার। এমনকি শুধু এই আতশবাজি দেখতেই অনেকে বিশ্বের নানা প্রান্ত থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভ্রমণ করেন।
খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এতদিন সবাই এই আতশবাজি বুর্জ পার্কে গিয়ে বিনা মূল্যেই উপভোগ করতে পারতেন। কিন্তু এখন আর ফ্রি থাকছে না। পর্যটকেরা তো বটেই, স্থানীয়দেরও এখন নিউ ইয়ার্স ইভের আতশবাজি দেখতে টিকিট কেটে ঢুকতে হবে।
বিশ্বের উচ্চতম এ ভবনে ইংরেজি নববর্ষের আগের দিনের আতশবাজির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকে ইমার প্রোপার্টিজ নামে একটি প্রতিষ্ঠান। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইমারের নববর্ষের আগের দিনের উদ্যাপন সবার জন্য বিনা মূল্যে উপভোগের সুযোগ রয়েছে, তবে বুর্জ পার্কে বুর্জ খলিফার বিশ্ব–বিখ্যাত শো–এর সামনের সারির আসনে বসে অনন্য অভিজ্ঞতা পেতে হলে টিকিট কাটতে হবে।
প্রাপ্তবয়স্কদের টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার টাকার কিছু বেশি, ৫ থেকে ১২ বছর বয়সীদের প্রবেশমূল্য ১৫০ দিরহাম বা সাড়ে ৪ হাজার টাকা। তবে পাঁচ বছরের কম বয়সী শিশুরা বিনা মূল্যেই পার্কে প্রবেশ করতে পারবে।
আগামী ১০ নভেম্বর থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান প্ল্যাটিনামলিস্টের ওয়েবসাইট থেকে টিকিট বিক্রি শুরু হবে। টিকিটধারীরা ২৬–৩০ ডিসেম্বরের মধ্যে দৈনিক বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দুবাই মল, দুবাই হিলস মল এবং দুবাই ম্যারিনা মল থেকে ব্যাজ সংগ্রহ করতে পারবেন। বুর্জ পার্কে প্রবেশ এবং নির্দিষ্ট স্থান থেকে আতশবাজি দেখার জন্য অবশ্যই ব্যাজ সংগ্রহ করতে হবে।
টিকিটের সঙ্গে যা থাকছে
প্রতিটি টিকিটের বিপরীতে নির্ধারিত খাবারের স্টল থেকে একটি খাবার এবং দুটি পানীয় থাকছে। এ ছাড়া পার্কে বিভিন্ন ধরনের খাবারের ট্রাক, স্টল, লাইভ পারফরম্যান্স এবং অন্যান্য সুবিধা থাকবে। বুর্জ পার্কের দরজা খুলবে বিকেল ৪টায়।
সারা বিশ্বে লাখ লাখ মানুষ নির্দিষ্ট স্থানে গিয়ে এবং টেলিভিশনে নববর্ষ উদ্যাপন দেখে। মধ্যরাতের আতশবাজি ও শো উপভোগ করার জন্য ৩১ ডিসেম্বর বিকেল থেকেই হাজার হাজার মানুষ বুর্জ পার্কে প্রবেশ করতে শুরু করে।
ইসরায়েলি হামলায় যখন গাজায় প্রতিদিন পাখির মতো মানুষ মরছে, তখন এমন দাবি করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, শনিবার ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের হামলায় কমপক্ষে ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় দ্বিগুণ। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা কর
২ মিনিট আগেভারতের উত্তর প্রদেশের আলিগড়ে কিছুদিন আগে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। মেয়ের সঙ্গে বিয়ের সবকিছু ঠিক। অনুষ্ঠানের ১০ দিন আগে মেয়ের জামাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন মেয়ের মা। এবার ঘটল আরেক ঘটনা। মেয়ের সঙ্গে বিয়ের কথা থাকলেও বিয়ে হলো মায়ের সঙ্গে।
২৩ মিনিট আগেপাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
১১ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৪ ঘণ্টা আগে