ইংরেজি নববর্ষের আগের দিন বুর্জ খলিফায় চোখ ধাঁধানো আতশবাজি দেখতে ভিড় করেন হাজার হাজার। এমনকি শুধু এই আতশবাজি দেখতেই অনেকে বিশ্বের নানা প্রান্ত থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভ্রমণ করেন।
খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এতদিন সবাই এই আতশবাজি বুর্জ পার্কে গিয়ে বিনা মূল্যেই উপভোগ করতে পারতেন। কিন্তু এখন আর ফ্রি থাকছে না। পর্যটকেরা তো বটেই, স্থানীয়দেরও এখন নিউ ইয়ার্স ইভের আতশবাজি দেখতে টিকিট কেটে ঢুকতে হবে।
বিশ্বের উচ্চতম এ ভবনে ইংরেজি নববর্ষের আগের দিনের আতশবাজির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকে ইমার প্রোপার্টিজ নামে একটি প্রতিষ্ঠান। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইমারের নববর্ষের আগের দিনের উদ্যাপন সবার জন্য বিনা মূল্যে উপভোগের সুযোগ রয়েছে, তবে বুর্জ পার্কে বুর্জ খলিফার বিশ্ব–বিখ্যাত শো–এর সামনের সারির আসনে বসে অনন্য অভিজ্ঞতা পেতে হলে টিকিট কাটতে হবে।
প্রাপ্তবয়স্কদের টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার টাকার কিছু বেশি, ৫ থেকে ১২ বছর বয়সীদের প্রবেশমূল্য ১৫০ দিরহাম বা সাড়ে ৪ হাজার টাকা। তবে পাঁচ বছরের কম বয়সী শিশুরা বিনা মূল্যেই পার্কে প্রবেশ করতে পারবে।
আগামী ১০ নভেম্বর থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান প্ল্যাটিনামলিস্টের ওয়েবসাইট থেকে টিকিট বিক্রি শুরু হবে। টিকিটধারীরা ২৬–৩০ ডিসেম্বরের মধ্যে দৈনিক বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দুবাই মল, দুবাই হিলস মল এবং দুবাই ম্যারিনা মল থেকে ব্যাজ সংগ্রহ করতে পারবেন। বুর্জ পার্কে প্রবেশ এবং নির্দিষ্ট স্থান থেকে আতশবাজি দেখার জন্য অবশ্যই ব্যাজ সংগ্রহ করতে হবে।
টিকিটের সঙ্গে যা থাকছে
প্রতিটি টিকিটের বিপরীতে নির্ধারিত খাবারের স্টল থেকে একটি খাবার এবং দুটি পানীয় থাকছে। এ ছাড়া পার্কে বিভিন্ন ধরনের খাবারের ট্রাক, স্টল, লাইভ পারফরম্যান্স এবং অন্যান্য সুবিধা থাকবে। বুর্জ পার্কের দরজা খুলবে বিকেল ৪টায়।
সারা বিশ্বে লাখ লাখ মানুষ নির্দিষ্ট স্থানে গিয়ে এবং টেলিভিশনে নববর্ষ উদ্যাপন দেখে। মধ্যরাতের আতশবাজি ও শো উপভোগ করার জন্য ৩১ ডিসেম্বর বিকেল থেকেই হাজার হাজার মানুষ বুর্জ পার্কে প্রবেশ করতে শুরু করে।
ইংরেজি নববর্ষের আগের দিন বুর্জ খলিফায় চোখ ধাঁধানো আতশবাজি দেখতে ভিড় করেন হাজার হাজার। এমনকি শুধু এই আতশবাজি দেখতেই অনেকে বিশ্বের নানা প্রান্ত থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভ্রমণ করেন।
খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এতদিন সবাই এই আতশবাজি বুর্জ পার্কে গিয়ে বিনা মূল্যেই উপভোগ করতে পারতেন। কিন্তু এখন আর ফ্রি থাকছে না। পর্যটকেরা তো বটেই, স্থানীয়দেরও এখন নিউ ইয়ার্স ইভের আতশবাজি দেখতে টিকিট কেটে ঢুকতে হবে।
বিশ্বের উচ্চতম এ ভবনে ইংরেজি নববর্ষের আগের দিনের আতশবাজির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকে ইমার প্রোপার্টিজ নামে একটি প্রতিষ্ঠান। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইমারের নববর্ষের আগের দিনের উদ্যাপন সবার জন্য বিনা মূল্যে উপভোগের সুযোগ রয়েছে, তবে বুর্জ পার্কে বুর্জ খলিফার বিশ্ব–বিখ্যাত শো–এর সামনের সারির আসনে বসে অনন্য অভিজ্ঞতা পেতে হলে টিকিট কাটতে হবে।
প্রাপ্তবয়স্কদের টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার টাকার কিছু বেশি, ৫ থেকে ১২ বছর বয়সীদের প্রবেশমূল্য ১৫০ দিরহাম বা সাড়ে ৪ হাজার টাকা। তবে পাঁচ বছরের কম বয়সী শিশুরা বিনা মূল্যেই পার্কে প্রবেশ করতে পারবে।
আগামী ১০ নভেম্বর থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান প্ল্যাটিনামলিস্টের ওয়েবসাইট থেকে টিকিট বিক্রি শুরু হবে। টিকিটধারীরা ২৬–৩০ ডিসেম্বরের মধ্যে দৈনিক বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দুবাই মল, দুবাই হিলস মল এবং দুবাই ম্যারিনা মল থেকে ব্যাজ সংগ্রহ করতে পারবেন। বুর্জ পার্কে প্রবেশ এবং নির্দিষ্ট স্থান থেকে আতশবাজি দেখার জন্য অবশ্যই ব্যাজ সংগ্রহ করতে হবে।
টিকিটের সঙ্গে যা থাকছে
প্রতিটি টিকিটের বিপরীতে নির্ধারিত খাবারের স্টল থেকে একটি খাবার এবং দুটি পানীয় থাকছে। এ ছাড়া পার্কে বিভিন্ন ধরনের খাবারের ট্রাক, স্টল, লাইভ পারফরম্যান্স এবং অন্যান্য সুবিধা থাকবে। বুর্জ পার্কের দরজা খুলবে বিকেল ৪টায়।
সারা বিশ্বে লাখ লাখ মানুষ নির্দিষ্ট স্থানে গিয়ে এবং টেলিভিশনে নববর্ষ উদ্যাপন দেখে। মধ্যরাতের আতশবাজি ও শো উপভোগ করার জন্য ৩১ ডিসেম্বর বিকেল থেকেই হাজার হাজার মানুষ বুর্জ পার্কে প্রবেশ করতে শুরু করে।
তিন মাস আগে জীবিকার সন্ধানে রাজস্থানে যান আমির। রাজস্থানে পৌঁছানোর পর দুই মাস আগে তাঁকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। তাঁর কাছে ভারতের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও কোনো তদন্ত বা আদালতের হস্তক্ষেপ ছাড়াই তাঁকে বিদেশি তকমা দিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো হয়।
৩৮ মিনিট আগেগাজার হৃদয়বিদারক বাস্তবতার ছবি তুলে ধরেছেন একজন ফিলিস্তিনি শিল্পী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সন্তানদের মুখে এক বেলার খাবার তুলে দিতে চিত্রশিল্পী তাহা আবু ঘালি নিজের আঁকা ছবি পুড়িয়ে রান্নার জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করছেন।
৪৪ মিনিট আগেবলিউডের ‘ডিসকো ড্যান্সার’ এবার বাংলার ভোট রাজনীতিতে ‘পাঞ্চলাইন’ মারলেন। আজ শুক্রবার আরামবাগে একটি রাজনৈতিক সভায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর মন্তব্যে আবার ছড়াল উত্তাপ। বললেন, ‘মার খেয়ে বাড়ি ফিরবেন না। পাল্টা মার দিন। পারলে মারবেন।’ রাজ্যের তৃণমূল সরকারের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগেএপস্টেইন ফাইলের সবচেয়ে বিতর্কিত ও আলোচিত বিষয় ছিল ‘ক্লায়েন্ট লিস্ট’। অর্থাৎ কারা এপস্টেইনের কাছে যেতেন বা তাঁর কাছ থেকে নানান সুবিধা নিয়েছেন, এমন ব্যক্তির একটি তালিকা। তবে বিচার বিভাগ তাদের মেমোতে স্পষ্ট করে বলেছে, এপস্টেইন ফাইলে ‘ক্লায়েন্ট তালিকা’ বলে কোনো কিছু ছিল না।
২ ঘণ্টা আগে