ইংরেজি নববর্ষের আগের দিন বুর্জ খলিফায় চোখ ধাঁধানো আতশবাজি দেখতে ভিড় করেন হাজার হাজার। এমনকি শুধু এই আতশবাজি দেখতেই অনেকে বিশ্বের নানা প্রান্ত থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভ্রমণ করেন।
খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এতদিন সবাই এই আতশবাজি বুর্জ পার্কে গিয়ে বিনা মূল্যেই উপভোগ করতে পারতেন। কিন্তু এখন আর ফ্রি থাকছে না। পর্যটকেরা তো বটেই, স্থানীয়দেরও এখন নিউ ইয়ার্স ইভের আতশবাজি দেখতে টিকিট কেটে ঢুকতে হবে।
বিশ্বের উচ্চতম এ ভবনে ইংরেজি নববর্ষের আগের দিনের আতশবাজির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকে ইমার প্রোপার্টিজ নামে একটি প্রতিষ্ঠান। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইমারের নববর্ষের আগের দিনের উদ্যাপন সবার জন্য বিনা মূল্যে উপভোগের সুযোগ রয়েছে, তবে বুর্জ পার্কে বুর্জ খলিফার বিশ্ব–বিখ্যাত শো–এর সামনের সারির আসনে বসে অনন্য অভিজ্ঞতা পেতে হলে টিকিট কাটতে হবে।
প্রাপ্তবয়স্কদের টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার টাকার কিছু বেশি, ৫ থেকে ১২ বছর বয়সীদের প্রবেশমূল্য ১৫০ দিরহাম বা সাড়ে ৪ হাজার টাকা। তবে পাঁচ বছরের কম বয়সী শিশুরা বিনা মূল্যেই পার্কে প্রবেশ করতে পারবে।
আগামী ১০ নভেম্বর থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান প্ল্যাটিনামলিস্টের ওয়েবসাইট থেকে টিকিট বিক্রি শুরু হবে। টিকিটধারীরা ২৬–৩০ ডিসেম্বরের মধ্যে দৈনিক বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দুবাই মল, দুবাই হিলস মল এবং দুবাই ম্যারিনা মল থেকে ব্যাজ সংগ্রহ করতে পারবেন। বুর্জ পার্কে প্রবেশ এবং নির্দিষ্ট স্থান থেকে আতশবাজি দেখার জন্য অবশ্যই ব্যাজ সংগ্রহ করতে হবে।
টিকিটের সঙ্গে যা থাকছে
প্রতিটি টিকিটের বিপরীতে নির্ধারিত খাবারের স্টল থেকে একটি খাবার এবং দুটি পানীয় থাকছে। এ ছাড়া পার্কে বিভিন্ন ধরনের খাবারের ট্রাক, স্টল, লাইভ পারফরম্যান্স এবং অন্যান্য সুবিধা থাকবে। বুর্জ পার্কের দরজা খুলবে বিকেল ৪টায়।
সারা বিশ্বে লাখ লাখ মানুষ নির্দিষ্ট স্থানে গিয়ে এবং টেলিভিশনে নববর্ষ উদ্যাপন দেখে। মধ্যরাতের আতশবাজি ও শো উপভোগ করার জন্য ৩১ ডিসেম্বর বিকেল থেকেই হাজার হাজার মানুষ বুর্জ পার্কে প্রবেশ করতে শুরু করে।
ইংরেজি নববর্ষের আগের দিন বুর্জ খলিফায় চোখ ধাঁধানো আতশবাজি দেখতে ভিড় করেন হাজার হাজার। এমনকি শুধু এই আতশবাজি দেখতেই অনেকে বিশ্বের নানা প্রান্ত থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভ্রমণ করেন।
খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এতদিন সবাই এই আতশবাজি বুর্জ পার্কে গিয়ে বিনা মূল্যেই উপভোগ করতে পারতেন। কিন্তু এখন আর ফ্রি থাকছে না। পর্যটকেরা তো বটেই, স্থানীয়দেরও এখন নিউ ইয়ার্স ইভের আতশবাজি দেখতে টিকিট কেটে ঢুকতে হবে।
বিশ্বের উচ্চতম এ ভবনে ইংরেজি নববর্ষের আগের দিনের আতশবাজির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকে ইমার প্রোপার্টিজ নামে একটি প্রতিষ্ঠান। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইমারের নববর্ষের আগের দিনের উদ্যাপন সবার জন্য বিনা মূল্যে উপভোগের সুযোগ রয়েছে, তবে বুর্জ পার্কে বুর্জ খলিফার বিশ্ব–বিখ্যাত শো–এর সামনের সারির আসনে বসে অনন্য অভিজ্ঞতা পেতে হলে টিকিট কাটতে হবে।
প্রাপ্তবয়স্কদের টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার টাকার কিছু বেশি, ৫ থেকে ১২ বছর বয়সীদের প্রবেশমূল্য ১৫০ দিরহাম বা সাড়ে ৪ হাজার টাকা। তবে পাঁচ বছরের কম বয়সী শিশুরা বিনা মূল্যেই পার্কে প্রবেশ করতে পারবে।
আগামী ১০ নভেম্বর থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান প্ল্যাটিনামলিস্টের ওয়েবসাইট থেকে টিকিট বিক্রি শুরু হবে। টিকিটধারীরা ২৬–৩০ ডিসেম্বরের মধ্যে দৈনিক বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দুবাই মল, দুবাই হিলস মল এবং দুবাই ম্যারিনা মল থেকে ব্যাজ সংগ্রহ করতে পারবেন। বুর্জ পার্কে প্রবেশ এবং নির্দিষ্ট স্থান থেকে আতশবাজি দেখার জন্য অবশ্যই ব্যাজ সংগ্রহ করতে হবে।
টিকিটের সঙ্গে যা থাকছে
প্রতিটি টিকিটের বিপরীতে নির্ধারিত খাবারের স্টল থেকে একটি খাবার এবং দুটি পানীয় থাকছে। এ ছাড়া পার্কে বিভিন্ন ধরনের খাবারের ট্রাক, স্টল, লাইভ পারফরম্যান্স এবং অন্যান্য সুবিধা থাকবে। বুর্জ পার্কের দরজা খুলবে বিকেল ৪টায়।
সারা বিশ্বে লাখ লাখ মানুষ নির্দিষ্ট স্থানে গিয়ে এবং টেলিভিশনে নববর্ষ উদ্যাপন দেখে। মধ্যরাতের আতশবাজি ও শো উপভোগ করার জন্য ৩১ ডিসেম্বর বিকেল থেকেই হাজার হাজার মানুষ বুর্জ পার্কে প্রবেশ করতে শুরু করে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের রাশিয়া সংলগ্ন অঞ্চল দনবাস অঞ্চল মস্কোর দখলে চলে গেছে। সুতরাং, ইউক্রেনের বিষয়টি মেনে নিয়ে এই অবস্থাতেই চুক্তি করা উচিত। একাধিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠককালে...
১ ঘণ্টা আগেকাজকর্মে সাহায্যের জন্য বাড়িতে আসেন দেবরের ছেলে। তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এক নারী। থানা পর্যন্ত গড়ায় এ ঘটনা। থানায় দেবরের ছেলে সেই সম্পর্ক আর এগিয়ে নিতে না চাইলে নিজের কবজি কেটে ফেলেন ওই নারী। ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরে ঘটেছে এই ঘটনা।
১ ঘণ্টা আগেদক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি আগামী পাঁচ বছরে প্রতিবছর অন্তত ১০ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নিয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপ করা ২০ শতাংশ শুল্কসহ একাধিক ‘গুরুতর’ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তারা এই উচ্চাভিলাষী লক্ষ্য স্থির করেছে। আর এই লক্ষ্য অর্জনের
১ ঘণ্টা আগেকিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তাঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা হয়েছে। সেখানে মোদি তাঁকে আশ্বাস দিয়েছেন, ভারত আর রাশিয়ার তেল কিনবে না। তবে ভারত এই দাবি অস্বীকার করেছে। জবাবে ট্রাম্প বলেছেন, ‘ভারত যদি এই কথা বলতে চায়, তাহলে তাদের বিশাল অঙ্কের শুল্ক
২ ঘণ্টা আগে