দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ১২০০ বছরের পুরোনো মমি আবিষ্কার করেছে প্রত্নতাত্ত্বিকেরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
প্রত্নতাত্ত্বিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মমিটি ৮০০ থেকে ১২০০ বছরের পুরোনো। ধারণা করা হচ্ছে, মমিটি ১৮ থেকে ২২ বছরের ছেলের। তাঁর মুখ হাত দিয়ে ঢাকা ছিল।
পেরুর রাজধানী লিমা থেকে ২৪ কিলোমিটার পূর্বে অবস্থিত কাজামারকুইলে মমিটি পাওয়া গেছে। তিন মিটার লম্বা এবং প্রায় ১ দশমিক ৪ মিটার গভীরে একটি সমাধি কক্ষে পাওয়া মমিটি পাওয়া যায়।
প্রত্নতাত্ত্বিক পিয়েটার ভ্যান ডালেন বলেন, মমিটি অদ্ভুত এবং অনন্য। মমিটি প্রায় ৮০০ থেকে ১২০০ বছরের পুরোনো।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সান মার্কোসের গবেষকেরা বলছেন, মমিটির একটি প্রাণীর খুলি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেটি কোনো কুকুর অথবা শূকরের। এ ছাড়া মমিটির সঙ্গে শস্য এবং সবজিও রাখা ছিল।
ভ্যান ডালেন বলেন, কাজামারকুইলে একটি শহর ছিল যেখানে প্রায় ১০ থেকে ২০ হাজার মানুষ বাস করতেন। খ্রিষ্টপূর্ব ২০০ সালে শহরটি গড়ে ওঠে এবং ১৫০০ সাল পর্যন্ত শহরটির স্থায়িত্ব ছিল।
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ১২০০ বছরের পুরোনো মমি আবিষ্কার করেছে প্রত্নতাত্ত্বিকেরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
প্রত্নতাত্ত্বিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মমিটি ৮০০ থেকে ১২০০ বছরের পুরোনো। ধারণা করা হচ্ছে, মমিটি ১৮ থেকে ২২ বছরের ছেলের। তাঁর মুখ হাত দিয়ে ঢাকা ছিল।
পেরুর রাজধানী লিমা থেকে ২৪ কিলোমিটার পূর্বে অবস্থিত কাজামারকুইলে মমিটি পাওয়া গেছে। তিন মিটার লম্বা এবং প্রায় ১ দশমিক ৪ মিটার গভীরে একটি সমাধি কক্ষে পাওয়া মমিটি পাওয়া যায়।
প্রত্নতাত্ত্বিক পিয়েটার ভ্যান ডালেন বলেন, মমিটি অদ্ভুত এবং অনন্য। মমিটি প্রায় ৮০০ থেকে ১২০০ বছরের পুরোনো।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সান মার্কোসের গবেষকেরা বলছেন, মমিটির একটি প্রাণীর খুলি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেটি কোনো কুকুর অথবা শূকরের। এ ছাড়া মমিটির সঙ্গে শস্য এবং সবজিও রাখা ছিল।
ভ্যান ডালেন বলেন, কাজামারকুইলে একটি শহর ছিল যেখানে প্রায় ১০ থেকে ২০ হাজার মানুষ বাস করতেন। খ্রিষ্টপূর্ব ২০০ সালে শহরটি গড়ে ওঠে এবং ১৫০০ সাল পর্যন্ত শহরটির স্থায়িত্ব ছিল।
ভারতের শীর্ষস্থানীয় ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন-ডিসিএক্স একটি বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রায় ৪৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৫৩৩ কোটি টাকার বেশি।
৪০ মিনিট আগেলন্ডনের রয়্যাল অপেরা হাউসের মঞ্চে একটি নাটকের শেষ দৃশ্যে পর্দা নামার মুহূর্তে এক অভিনয়শিল্পী হঠাৎ করেই ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করেছেন। বিবিসি জানিয়েছে, শনিবার রাতে লন্ডনের সম্মানজনক ওই ভেন্যুতে যখন ঘটনাটি ঘটে, তখন এক কর্মকর্তা তা ঠেকানোর চেষ্টা করেন।
১ ঘণ্টা আগেরাশিয়ার রাজধানী মস্কোয় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার পর রাজধানীর কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এর ফলে অন্তত ১৪০টি ফ্লাইট বাতিল করতে হয়েছে।
২ ঘণ্টা আগেক্ষমতাসীন জোট এলডিপির উচ্চকক্ষে নিয়ন্ত্রণ ধরে রাখতে ১২৫টি আসনের মধ্যে ৫০টি আসনে জয়লাভ করা প্রয়োজন। কিন্তু কিয়োডো, ইয়োমিউরি এবং নিক্কেই পরিচালিত জরিপ অনুযায়ী, এলডিপি ও তাদের জোটের ছোট অংশীদার কোমেইতো এই আসন অর্জনে ব্যর্থ হতে পারে। যদি এমনটা হয়, তাহলে জাপানের আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতি...
৩ ঘণ্টা আগে