Ajker Patrika

পেরুতে ১২০০ বছরের পুরোনো মমি আবিষ্কৃত

পেরুতে ১২০০ বছরের পুরোনো মমি আবিষ্কৃত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ১২০০ বছরের পুরোনো মমি আবিষ্কার করেছে প্রত্নতাত্ত্বিকেরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

প্রত্নতাত্ত্বিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মমিটি ৮০০ থেকে ১২০০ বছরের পুরোনো। ধারণা করা হচ্ছে, মমিটি ১৮ থেকে ২২ বছরের ছেলের। তাঁর মুখ হাত দিয়ে ঢাকা ছিল।

পেরুর রাজধানী লিমা থেকে ২৪ কিলোমিটার পূর্বে অবস্থিত কাজামারকুইলে মমিটি পাওয়া গেছে। তিন মিটার লম্বা এবং প্রায় ১ দশমিক ৪ মিটার গভীরে একটি সমাধি কক্ষে পাওয়া মমিটি পাওয়া যায়। 

প্রত্নতাত্ত্বিক পিয়েটার ভ্যান ডালেন বলেন, মমিটি অদ্ভুত এবং অনন্য। মমিটি প্রায় ৮০০ থেকে ১২০০ বছরের পুরোনো। 

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সান মার্কোসের গবেষকেরা বলছেন, মমিটির একটি প্রাণীর খুলি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেটি কোনো কুকুর অথবা শূকরের। এ ছাড়া মমিটির সঙ্গে শস্য এবং সবজিও রাখা ছিল।

ভ্যান ডালেন বলেন, কাজামারকুইলে একটি শহর ছিল যেখানে প্রায় ১০ থেকে ২০ হাজার মানুষ বাস করতেন। খ্রিষ্টপূর্ব ২০০ সালে শহরটি গড়ে ওঠে এবং ১৫০০ সাল পর্যন্ত শহরটির স্থায়িত্ব ছিল। 
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত