অনলাইন ডেস্ক
দেশজুড়ে তীব্র প্রতিবাদের মুখে অবশেষে ‘বিদেশি এজেন্ট’ বিল প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে জর্জিয়ার ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে শাসক দলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে বিক্ষোভকারীরা বলেছেন, ঘোষণা কার্যকর না হওয়া পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন।
জর্জিয়ান ড্রিম পার্টি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা যে বিলটিকে সমর্থন দিয়েছি তা নিঃশর্তভাবে প্রত্যাহার করে নেবে, কোনো রিজার্ভেশন ছাড়াই। বিলটি সম্পর্কে বিরোধীরা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। ফলে সমাজে সংঘাত সৃষ্টি হয়েছে। আমরা কোনোভাবেই সংঘাত চাই না।’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে একটি টেলিভিশনে ভাষণ দিয়েছেন জর্জিয়ার প্রেসিডেন্ট সালোমে জুরাবিশভিলি। তিনি তাঁর ভাষণে বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে বলেছেন, প্রাথমিক বিজয় অর্জনের জন্য আমি আপনাদের অভিনন্দন জানাই।
এদিকে বিরোধী দলগুলো একটি যৌথ বিবৃতিতে বলেছে, ‘সরকারের প্রতিশ্রুতির প্রতি আমাদের ভরসা নেই। বিক্ষোভ অব্যাহত থাকবে। যেসব বিক্ষোভকারীকে আটক করা হয়েছে তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়ারও আহ্বান জানিয়েছে তারা।’
তবে জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে।
সরকারের ‘বিদেশি এজেন্ট’ বিল প্রত্যাহারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে জর্জিয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। তারা বলেছে, এ ঘোষণার ফলে জর্জিয়ার রাজনৈতিক নেতারা ইইউপন্থী সংস্কার পুনরায় শুরু করতে উৎসাহিত হবেন।
তিবিলিসির মার্কিন দূতাবাস এই খবরকে স্বাগত জানিয়েছে। দূতাবাস এক বিবৃতিতে বলেছে, জর্জিয়ার জনগণ একটি সমৃদ্ধ ও নিরাপদ ইউরোপ চায়। তাদের চাওয়া তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।
মার্কিন দূতাবাস তাদের বিবৃতিতে আরও বলেছে, ‘আমরা ক্ষমতাসীন দলকে আনুষ্ঠানিকভাবে বিলটি প্রত্যাহার করার অনুরোধ জানাই। ভবিষ্যতেও যাতে এ ধরনের আইন অনুসরণ করা না হয়, সেই অনুরোধও জানাই। আমরা আশা করি ইউরোপীয় মূল্যবোধ ও স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করবে না জর্জিয়া।’
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত মঙ্গলবার জর্জিয়ার সংসদে ৭৬-১৩ ভোটে ‘বিদেশি এজেন্ট’ বিলটি পাস হয়। বিলের বিপক্ষে ভোট পড়েছিল ১৩টি। পাস হওয়া বিলটি পরে সংসদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিলের প্রথম অংশে বলা হয়, জর্জিয়ায় কাজ করা এনজিওগুলো তাদের তহবিলের ২০ ভাগের বেশি ‘বিদেশি তহবিল’ পেলে তারা ‘বিদেশি এজেন্ট’ হিসেবে চিহ্নিত হবে। যারা আইন ভঙ্গ করবে, তাদের ২৫ হাজার জর্জিয়ান লারি (৯ হাজার ৬০০ মার্কিন ডলার) জরিমানা গুনতে হবে। বিলের দ্বিতীয় অংশে বলা হয়, জরিমানার পাশাপাশি পাঁচ বছরের কারাদণ্ডও দেওয়া হতে পারে।
খসড়া আইনের প্রথম অংশ পাস হওয়ার পরে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। মঙ্গলবার রাতেই জর্জিয়ার রাজধানী তিবিলিসে সংসদ ভবনের বাইরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। সে সময় তাঁরা কেবল জর্জিয়ার পতাকাই নয়, একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পতাকাও উড়িয়েছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
তিন দিনের অব্যাহত বিক্ষোভর পর জর্জিয়া সরকার বিলটি প্রত্যাহার করার ঘোষণা দিল।
দেশজুড়ে তীব্র প্রতিবাদের মুখে অবশেষে ‘বিদেশি এজেন্ট’ বিল প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে জর্জিয়ার ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে শাসক দলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে বিক্ষোভকারীরা বলেছেন, ঘোষণা কার্যকর না হওয়া পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন।
জর্জিয়ান ড্রিম পার্টি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা যে বিলটিকে সমর্থন দিয়েছি তা নিঃশর্তভাবে প্রত্যাহার করে নেবে, কোনো রিজার্ভেশন ছাড়াই। বিলটি সম্পর্কে বিরোধীরা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। ফলে সমাজে সংঘাত সৃষ্টি হয়েছে। আমরা কোনোভাবেই সংঘাত চাই না।’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে একটি টেলিভিশনে ভাষণ দিয়েছেন জর্জিয়ার প্রেসিডেন্ট সালোমে জুরাবিশভিলি। তিনি তাঁর ভাষণে বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে বলেছেন, প্রাথমিক বিজয় অর্জনের জন্য আমি আপনাদের অভিনন্দন জানাই।
এদিকে বিরোধী দলগুলো একটি যৌথ বিবৃতিতে বলেছে, ‘সরকারের প্রতিশ্রুতির প্রতি আমাদের ভরসা নেই। বিক্ষোভ অব্যাহত থাকবে। যেসব বিক্ষোভকারীকে আটক করা হয়েছে তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়ারও আহ্বান জানিয়েছে তারা।’
তবে জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে।
সরকারের ‘বিদেশি এজেন্ট’ বিল প্রত্যাহারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে জর্জিয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। তারা বলেছে, এ ঘোষণার ফলে জর্জিয়ার রাজনৈতিক নেতারা ইইউপন্থী সংস্কার পুনরায় শুরু করতে উৎসাহিত হবেন।
তিবিলিসির মার্কিন দূতাবাস এই খবরকে স্বাগত জানিয়েছে। দূতাবাস এক বিবৃতিতে বলেছে, জর্জিয়ার জনগণ একটি সমৃদ্ধ ও নিরাপদ ইউরোপ চায়। তাদের চাওয়া তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।
মার্কিন দূতাবাস তাদের বিবৃতিতে আরও বলেছে, ‘আমরা ক্ষমতাসীন দলকে আনুষ্ঠানিকভাবে বিলটি প্রত্যাহার করার অনুরোধ জানাই। ভবিষ্যতেও যাতে এ ধরনের আইন অনুসরণ করা না হয়, সেই অনুরোধও জানাই। আমরা আশা করি ইউরোপীয় মূল্যবোধ ও স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করবে না জর্জিয়া।’
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত মঙ্গলবার জর্জিয়ার সংসদে ৭৬-১৩ ভোটে ‘বিদেশি এজেন্ট’ বিলটি পাস হয়। বিলের বিপক্ষে ভোট পড়েছিল ১৩টি। পাস হওয়া বিলটি পরে সংসদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিলের প্রথম অংশে বলা হয়, জর্জিয়ায় কাজ করা এনজিওগুলো তাদের তহবিলের ২০ ভাগের বেশি ‘বিদেশি তহবিল’ পেলে তারা ‘বিদেশি এজেন্ট’ হিসেবে চিহ্নিত হবে। যারা আইন ভঙ্গ করবে, তাদের ২৫ হাজার জর্জিয়ান লারি (৯ হাজার ৬০০ মার্কিন ডলার) জরিমানা গুনতে হবে। বিলের দ্বিতীয় অংশে বলা হয়, জরিমানার পাশাপাশি পাঁচ বছরের কারাদণ্ডও দেওয়া হতে পারে।
খসড়া আইনের প্রথম অংশ পাস হওয়ার পরে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। মঙ্গলবার রাতেই জর্জিয়ার রাজধানী তিবিলিসে সংসদ ভবনের বাইরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। সে সময় তাঁরা কেবল জর্জিয়ার পতাকাই নয়, একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পতাকাও উড়িয়েছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
তিন দিনের অব্যাহত বিক্ষোভর পর জর্জিয়া সরকার বিলটি প্রত্যাহার করার ঘোষণা দিল।
যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সাবেক প্রধান নির্বাহী লিন্ডা ম্যাকমাহন। স্থানীয় সময় গতকাল সোমবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট তাঁর নিয়োগ নিশ্চিত করেছে। তাঁকে এমন এক দপ্তরের নেতৃত্বে বসানো হলো, যেটি ভেঙে দেওয়ার ব্যাপারে...
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরায় পরিণত করার পরিকল্পনার মোকাবিলায় মিসর একটি বিকল্প প্রস্তাব তৈরি করেছে। এই প্রস্তাব অনুসারে, গাজার শাসনভার আর হামাসের থাকবে না। বরং, আরব, মুসলিম ও পশ্চিমা দেশগুলো নিয়ন্ত্রিত...
১ ঘণ্টা আগেবর্তমানে ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। বিশ্বের ৬২ শতাংশ মুসলিম এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বসবাস করেন। এর মধ্যে সবচেয়ে বেশি মুসলিমের বাস ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান এবং তুরস্কে।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে উন্নত প্রযুক্তির চিপ উৎপাদনে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের সর্ববৃহৎ চিপ উৎপাদক কোম্পানি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। মূলত, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কশাঘাত থেকে বাঁচতেই এই উদ্যোগ নিচ্ছে টিএসএমসি।
৩ ঘণ্টা আগে